|
|
|
|
|
শিলিগুড়িতে আজ শুরু
বি সি রায় ট্রফি ফুটবল নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
আজ, বুধবার থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে বি সি রায় ট্রফি জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে শিলিগুড়িতে এই ট্রফির খেলাগুলি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এবং রানিডাঙা এসএসবি মাঠে। দীপক মণ্ডল, সায়ন দত্তদের বাংলা প্রথম দিন গ্রুপ লিগে মুখোমুখি হচ্ছে পঞ্জাবের। দিন কয়েক আগেই শিলিগুড়িতে খেলোয়াড়দের নিয়ে পৌঁছেছেন বাংলা দলের কোচ প্রশান্ত চক্রবর্তী। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলনও করান। অনূর্ধ্ব ১৬ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন রাজীব ঘড়ুই-এর মতো ফুটবলার রয়েছে তাঁর। থাকছে মোহনবাগান অ্যাকাডেমির ফৈয়জ আলি, এরিয়ান ক্লাবের সায়ন দত্তের মতো ফুটবলাররা। প্রথম এগারোয় থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির মোহনবাগান অ্যাকাডেমির ফুটবলার রীতেশ সুব্বার। পঞ্জাবের সঙ্গে তাদের প্রথম খেলা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে। ২০ জানুয়ারি রানিডাঙায় এসএসবি মাঠে মহারাস্ট্রের সঙ্গে এবং ২২ জানুয়ারি গ্রপ লিগের শেষ খেলা মেঘালয়ের সঙ্গে। সি-গ্রুপে বাংলা দলের সঙ্গে রয়েছে ওই তিনটি দল। বাংলার কোচ প্রশান্ত চক্রবর্তী বলেন, “আমরা আশাবাদী। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে খেলোয়াড়দের নিয়ে ক’দিন শিলিগুড়িতে অনুশীলন করিয়েছি। সেরা হওয়ার লক্ষ্যেই আমরা লড়াইতে নামছি।” এআইএফএফ-এর ডিরেক্টর (জাতীয় দল) শুভঙ্কর মুখোপাধ্যায় জানান, ১৬ টি দল অংশ নিচ্ছে। ৪ টি গ্রুপে ভাগ করে লিগের খেলাগুলি হবে। প্রতিটি গ্রুপ থেকে ১ টি করে দল চূড়ান্ত পর্বে রাউন্ড রবিন লিগে অংশ নেবে। অন্য তিনটির মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, ঝাড়খণ্ড। বি গ্রুপে উত্তরাখণ্ড, ওড়িশা, গোয়া, মিজোরাম, এবং ‘ডি’ গ্রুপে বাকি চারটি রাজ্য কর্ণাটক, মণিপুর, অসম এবং দিল্লি। ১৬ টি দলই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এবং এসএসবি মাঠে তাদের অনেকে অনুশীলন করলেও বুধবার থেকে এই মাঠ অনুশীলনের জন্য পাওয়া যাবে না। সে ক্ষেত্রে উত্তরায়ণ উপনগরীর মাঠ, রেলওয়ে ইনস্টিটিউট বা শক্তিগড়ের মাঠ তাঁরা ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। দুটি মাঠের প্রস্তুতিও সেরে ফেলেছেন আয়োজক কমিটি এবং মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। এ দিন সন্ধ্যায় খেলা পরিচালনার ব্যাপারে আয়োজক কমিটির বৈঠক হয় এআইএফএফ-এর কর্মকর্তাদের নিয়ে। মহকুমা ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল বলেন, “এআইএফএফ বি সি রায় ট্রফির খেলা শিলিগুড়িতে করায় আমরা তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। আয়োজনে কোনও খামতি রাখা হচ্ছে না। দর্শক টানতে স্টেডিয়ামে প্রবেশ অবাধ করা হয়েছে।” বুধবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অপর খেলায় মেঘালয় মুখোমুখি হচ্ছে মহারাষ্ট্রের। এসএসবি মাঠে বেলা ১২ টায় প্রথম খেলা চণ্ডীগড়ের সঙ্গে ঝাড়খণ্ডের। সওয়া ২ টা থেকে ওই মাঠে মধ্যপ্রদেশের মুখোমুখি হচ্ছে তামিলনাড়ু। |
|
|
|
|
|