আইপিএলে পিচ-বিতর্ক এড়াতে আগেভাগে দেশের পিচ প্রস্তুতকারকদের নির্দেশবার্তা পাঠিয়ে রাখল বোর্ড। মঙ্গলবার চেন্নাইয়ের সভায় কিউেরটরদের জানিয়ে দেওয়া হল, আইপিএলের পঞ্চম সংস্করণে পিচ নিয়ে কোনও রকম বিতর্ক চায় না বোর্ড। চায় এমন পিচ, যা কি না হবে টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী। অর্থাৎ, চার-ছয়ের আতসবাজি যেখানে দেখা যাবে। যে সব কেন্দ্রে আইপিএলের ম্যাচ হবে, তাদের কিউরেটরদের নিয়ে এ দিন সভায় বসেছিলেন বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। ছিলেন আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্ল এবং সিইও সুন্দর রামনও। ইডেনের পিচ কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়ও হাজির ছিলেন বৈঠকে। গত বার আইপিএলে ভাল রকম বিতর্ক হয়েছিল ইডেনের পিচ নিয়ে। এমনকী চেন্নাই বা বেঙ্গালুরুর উইকেটও বিতর্কের হাত থেকে রেহাই পায়নি। এবং বৈঠকে কিউরেটরদের যে নির্দেশনামা ধরানো হল তা এ রকম:
১) ফ্র্যাঞ্চাইজিদের কথায় বেশি কান দেওয়া যাবে না। অতীতে দেখা গিয়েছে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দমতো পিচ বানাতে গিয়ে টি-টোয়েন্টির মেজাজই হারিয়ে গিয়েছে ম্যাচ থেকে। কখনও-কখনও পুরোদস্তুর টার্নিং ট্র্যাক হয়ে গিয়েছে। তার বদলে এ বার থেকে ভাল ব্যাটিং উইকেট বানাতে হবে।
২) তিনটে ম্যাচ পিচ সব সময় তৈরি রাখতে হবে। গত বছর পর্যন্ত যেটাতে ম্যাচ হত, সেটাই শুধু ‘মার্ক’ করা থাকত। এ বার থেকে তিনটে পিচই ‘মার্ক’ করে রাখতে হবে। পিচ কমিটির সদস্য গিয়ে ঠিক করবেন, কোন পিচে হবে ম্যাচ। যাঁরা কি না আইপিএলের প্রত্যেক ম্যাচের আগে পিচের হাল-হকিকত যাচাই করার জন্য কেন্দ্রে হাজির থাকবেন।
৩) যে সব কেন্দ্রে ম্যাচ হবে, সেখানে আইপিএল শুরুর ১৫ দিন আগে অন্যান্য টুর্নামেন্টের ম্যাচ করা বন্ধ করে দিতে হবে।
৪) ফ্র্যাঞ্চাইজিদের ইচ্ছেমতো বাউন্ডারির মাপ ছোট-বড় করা যাবে না। ক্রিকেটের আইনে যে মাপ নির্ধারণ করা আছে, সেটাই রাখতে হবে। |