টুকরো খবর
আইপিএল-কে দোষ দিচ্ছেন না প্রাক্তনরা
অস্ট্রেলিয়ায় চূড়ান্ত বিপর্যয়ের কারণ খুঁজতে গিয়ে ভারতীয় ক্রিকেটমহল দ্বিধাবিভক্ত। গতকাল সুনীল গাওস্কর মন্তব্য করেছিলেন, ব্যাটসম্যানদের নিম্নমানের টেকনিকের জন্য কখনওই আইপিএল-কে দায়ী করা যায় না। বরং তাঁর প্রশ্ন ছিল, আইপিএল-ই যদি কারণ হয়, তা হলে ডেভিড ওয়ার্নার রান করছেন কী করে? আইপিএলের জন্য শুধুই ভারতীয়দের ভুগতে হচ্ছে? অন্য রকম মতামত আর এক প্রাক্তন ভারত অধিনায়ক বিষেণ সিংহ বেদীর। বলেছেন, “ক্রিকেট খেলাটার বরাবরই একটা দর্শন আছে, কিন্তু দুঃখজনক ভাবে আইপিএলের কোনও দর্শন নেই। এটা পুরোটাই ‘হিট অ্যান্ড রান’ ক্রিকেট। ক্রিকেট নিশ্চয়ই বাণিজ্যিক খেলা, কিন্তু ভারতীয় বোর্ডের জানা উচিত ছিল, কোথায় দাঁড়িটা টানতে হবে।” বেদীর সঙ্গে এক মত নন দিলীপ বেঙ্গসরকর। “শুধু আইপিএলের জন্য পারফরম্যান্স খারাপ হচ্ছে না। সফরের সূচিতেই গলদ আছে। সফরের শুরুতে ভাল প্র্যাক্টিস ম্যাচ ছিল না, টেস্টের মাঝখানেও প্র্যাক্টিস ম্যাচ নেই। অ্যাডিলেডে খেলবে, অথচ উইকেটকিপার ঋদ্ধিমান বা ব্যাটসম্যান রোহিত শর্মা এক মাস কোনও ম্যাচ খেলেনি।” আরও দুই প্রাক্তন চাঁদু বোড়ে এবং বাপু নাদকার্নিও মনে করছেন না শুধু আইপিএলের দিকে আঙুল তোলা যায়। বোড়ে বলেছেন, “ইংল্যান্ড সফরের ব্যর্থতা থেকে ক্রিকেটাররা শেখেনি।” নাদকার্নির বক্তব্য, “পেস-বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে না পারাটাই কারণ।”

আম্পায়ারিং নিয়ে ঝামেলা চলছেই
যত দিন যাচ্ছে, আম্পায়ারিং নিয়ে ঝামেলা তত বাড়ছে স্থানীয় ক্রিকেটে। মঙ্গলবার নকআউট টুর্নামেন্টে ফের একপ্রস্থ বেধে গেল আম্পায়ারের সঙ্গে এক ক্লাব কর্তার। ডালহৌসি বনাম ইস্টার্ন রেল ম্যাচে। এ দিন ৪৫ ওভারে ২৫৯-৯ তোলে ইর্স্টান রেল। জবাবে ডালহৌসি ২৫৯ তোলে ৭ উইকেট হারিয়ে। ম্যাচ টাই হয়। কম উইকেট হারানোয় ডালহৌসি ম্যাচ জেতে। তাদেরই এক কর্তার সঙ্গে ম্যাচ শেষে ঝামেলা লেগে যায় দুই আম্পায়ারের। ডালহৌসির অভিযোগ, মধ্যাহ্নভোজের পর খেলা দেরিতে শুরু করে সেটা অধিনায়ককে জানাননি আম্পায়াররা। শেষ ওভার শুরু হয় বিকেল সাড়ে চারটের পর যখন ম্যাচ শেষ হয়। ডালহৌসি শিবির থেকে বলা হচ্ছে, পেনাল্টি রান প্রাপ্য ছিল। ম্যাচও অনেক আগেই জেতা যেত। আম্পায়াদের বিরুদ্ধে তেড়ে যাওয়ার অভিযোগও ওঠে। সিএবি-তেও ফের কর্তা বনাম আম্পায়ার বেধে যায়। সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া দু’পক্ষকে ডেকে ঝামেলা মেটান।

পঞ্জাবে অনূর্ধ্ব ২১-দের আইপিএল নয়
চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টিমের বেহাল অবস্থার অন্যতম কারণ হিসেবে যখন তুলে ধরা হচ্ছে আইপিএলকে, তখন অভিনব সিদ্ধান্ত নিয়ে ফেলল পঞ্জাব ক্রিকেট সংস্থা। অনূর্ধ্ব-২১ ক্রিকেটারদের সমস্ত ধরনের টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট খেলা বন্ধ করে দিল তারা। যার মধ্যে আছে আইপিএলও। “এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে একপ্রস্ত,” বলেছেন পিসিএ-র মুখপাত্র সুশীল কপূর। সঙ্গে যোগ করেছেন, “আমাদের মনে হয়েছে এর ফলে তরুণদের ফোকাসটা সরে যাচ্ছে। তিন বা চার দিনের ম্যাচে খেলতে অসুবিধা হচ্ছে এর ফলে।”

ত্রিদেশীয় সিরিজে ম্যানেজার বিশ্বরূপ
অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দলের ম্যানেজার হচ্ছেন সিএবি-র যুগ্ম-সচিব বিশ্বরূপ দে। ২৪ জানুয়ারি দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টুর্নামেন্ট। টেস্ট সিরিজ শেষ হলেই দেশে ফিরে আসছেন ভারতীয় দলের বর্তমান ম্যানেজার শিবলাল যাদব। তাঁর জায়গায় যাবেন সিএবি সচিব। এর আগে সিএবি থেকে জাতীয় দলের ম্যানেজার হয়েছেন তিন জন। প্রয়াত পঙ্কজ গুপ্ত, গৌতম দাশগুপ্ত এবং চিত্রক মিত্র।

পঞ্জাবের সামনে বাংলা
বি সি রায় ট্রফিতে আজ অভিযান শুরু করছে বাংলা। অনূর্ধ্ব ১৭-এর এই জাতীয় জুনিয়র টুর্নামেন্টে বাংলা মুখোমুখি হচ্ছে পঞ্জাবের। বাংলার নেতৃত্ব দেবেন এরিয়ানের ফুটবলার দীপক মণ্ডল। এ বারে বি সি রায় ট্রফির ৩০টি দলকে ফেডারেশন ভাগ করেছে দুটি পর্বে।

আজ বিয়ে সুব্রত পালের
বুধবার বিয়ে করছেন জাতীয় দলের গোলকিপার সুব্রত পাল। পাত্রী প্রাক্তন জাতীয় গোলকিপার দেবাশিস মুখোপাধ্যায়ের মেয়ে দেবস্মিতা।

জয়ী পুরুলিয়া
হিলভিউ মাঠে ক্রিকেট।
সিএবি পরিচালিত অনূর্ধ ১৬ আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে পুরুলিয়ার হিলভিউ ময়দানে। আঞ্চলিক স্তরের খেলায় যোগ দিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুর জেলা। সোমবার পুরুলিয়া-বাঁকুড়ার খেলায় জয়ী হয়েছে পুরুলিয়া। ৪৫ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে পুরুলিয়া ৪০.৩ ওভারে ১৪৩ রান তোলে। পুরুলিয়ার হয়ে ৩৮ রান করেন সৌরভ মাহাতো। জবাবে ব্যাট করতে নেমে বাঁকুড়া মাত্র ৯৬ রানে অল আউট হয়ে যায়। পুরুলিয়ার হয়ে মলয় বরাট ৯ ওভারে ২৬ রান দিয়ে ৫টি এবং আক্রাম কুরেশি ৯ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট পেয়েছেন। মানভূম ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণবঙ্গে হাওড়া, দঃ ২৪ পরগণা ও পুরুলিয়া-- এই তিন জেলায় খেলা হচ্ছে। অন্য দিকে, উত্তরবঙ্গে কোচবিহার, মালদহ ও মুর্শিদাবাদ--এই তিনটি জেলায় খেলা হবে। দক্ষিণবঙ্গের তিনটি দল মালদহে এবং উত্তরবঙ্গের তিনটি দল হুগলির মাঠে খেলবে।

অন্য খেলায়
অনূর্ধ্ব ১৮ জাতীয় জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ হবে ২২-২৯ জানুয়ারি, দুর্গাপুরে। ৭-১৩ ফেব্রুয়ারি হবে অনূর্ধ্ব ২১ যুব ভলিবল চ্যাম্পিয়নশিপ। খেলা হবে তানসেন অ্যাথলেটিক ক্লাবের মাঠে। পরিচালনায় রাজ্য ভলিবল সংস্থা।

বুধবার কলকাতা লিগে
মহমেডান : বি এন আর
(যুবভারতী, ২-০০)





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.