|
|
|
|
হলদিয়া ইঞ্জিনিয়ারিংয়ে আবার বিক্ষোভ ছাত্রদের |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সোমবারের পরে মঙ্গলবারও ফের ক্যাম্পাসিংয়ের দাবিতে ছাত্র-বিক্ষোভ হল প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা ‘আইকেয়ার’ পরিচালিত হলদিয়া ইন্সিটিটিউট অব টেকনোলজিতে। মূলভবনে তালাও ঝুলিয়ে দেন পড়ুয়ারা। অনুমোদন-বিতর্কে জড়িয়ে লক্ষ্মণবাবু পরিচালিত বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রদের ভবিষ্যৎ এমনিতেই অন্ধকারে। ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারাও ভুগছেন অনিশ্চয়তায়। বি-টেক চতুর্থ বর্ষের কয়েকশো ছাত্রছাত্রীর অভিযোগ, সময় পেরিয়ে গেলেও ক্যাম্পাসিং হচ্ছে না। ৮৫০ জন ছাত্রের মধ্যে মাত্র ২৯৩ জনের চাকরি হয়েছে যা গত বছরের নিরিখে অনেক কম। |
|
নিজস্ব চিত্র। |
ইতিমধ্যে প্লেসমেন্ট অফিসার অরূপ মজুমদার ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন। তাতেও অনিশ্চয়তা-বোধ বেড়েছে। এ সমস্ত মিলিয়েই পর পর দু’দিন কলেজে বিক্ষোভ দেখালেন তাঁরা।
অন্য দিকে, কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, ৩৫০ জন ক্যাম্পাসিংয়ের মাধ্যমেই ইতিমধ্যে চাকরি পেয়েছেন। বাকিদের জন্য জুলাই পর্যন্ত সময় রয়েছে। কর্তৃপক্ষের দাবি, চতুর্থ বর্ষের সঙ্গে কিছু জুনিয়র ছাত্রও বিক্ষোভ দেখাচ্ছেন। কলেজের ডিরেক্টর অভীককুমার মুখোপাধ্যায়ের আশ্বাস, “ক্যাম্পাসিংয়ের পরবর্তী ধাপে আরও অনেকের চাকরির সুযোগ রয়েছে।” আজ, বুধবার থেকেই ক্যাম্পাসিংয়ের আশ্বাস দেন ডিরেক্টর। তার পরেই মঙ্গলবার বিকেলে বিক্ষোভ প্রত্যাহৃত হয়। |
|
|
|
|
|