সাময়িকভাবে বন্ধ হোয়াইট হাউসের গেট |
নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বন্ধ করা হল হোয়াইট হাউস। আজ ভবনের উত্তর দিকের গেটে জমায়েত হয়েছিলেন ‘ওয়াল স্ট্রিট’ আন্দোলনের প্রায় এক হাজার সমর্থক। বিক্ষোভকারীদের মধ্যে থেকে হোয়াইট হাউস চত্ত্বরে ছোঁড়া হয় ‘স্মোক বম্ব’। ঘটনার সময়ে হোয়াইট হাউসে থাকলেও নিরাপদেই আছেন স্বপত্নীক-ওবামা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
|
লোকায়ুক্ত নিয়োগে বিপাকে মোদি সরকার |
গুজরাতে লোকায়ুক্ত নিয়োগ সংক্রান্ত মামলায় জোর ধাক্কা খেল মোদি সরকার। আজ লোকায়ুক্ত নিয়োগ নিয়ে গুজরাত সরকারের দায়ের করা পিটিশন খারিজ করে অবসরপ্রাপ্ত বিচারপতি আর মেহতার নিয়োগকে সমর্থন করল হাইকোর্ট। গত বছর রাজ্যপাল কমলা বেনিওয়াল লোকায়ুক্ত পদে অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করার পর থেকে বিরোধীতায় নামে সরকার। ঘটনার জেরে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস ও বাম দলগুলি। |