l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
ধান বিক্রি না হওয়ায় এ বার
উত্তরবঙ্গেও ‘আত্মহত্যা’ কৃষকের
নিজস্ব সংবাদদাতা • মালদহ
ধানের দাম না পেয়ে ঋণের জালে জড়িয়ে যাওয়া চাষির আত্মহত্যার অভিযোগ ফের উঠল। গত তিন মাসে বর্ধমান, বাঁকুড়ার মতো দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পরপর এমন কয়েকটি অভিযোগ উঠেছে। কিন্তু উত্তরবঙ্গে এই প্রথম। শুক্রবার সকালে মালদহের হবিবপুরে আগ্রা হরিশ্চন্দ্রপুর গ্রামের কাছে গাছের ডাল থেকে মাফলারের ফাঁসে ঝুলন্ত অবস্থায় হরিদাস রত্ন (৫৫) নামে এক চাষির দেহ মেলে। এখনও মাঠে তাঁর ধান পড়ে রয়েছে। হবিবপুর থানার আইসি আত্রেয়ী সেন বলেন, “দেনা শোধ করতে না পেরে ওই কৃষক আত্মঘাতী হয়েছেন বলেই পরিবারের লোকেরা অভিযোগ করেছেন।” হবিবপুরের বিডিও অভিজিৎ ঘোষ বলেন, “আমার এলাকায় মাত্র চার দিন সরকারি মূল্যে ধান কেনা গিয়েছে। চাষিদের কাছে অন্তত এক লক্ষ মণ অবিক্রিত ধান পড়ে রয়েছে।” হরিদাসবাবু কিন্তু ছোট চাষি নন। পরিবার সূত্রে জানা যায়, নিজের এবং স্ত্রী-পুত্রদের নামে তাঁর ২২ বিঘা একফসলি জমি ছিল। কিন্তু তিনি শুধু ফসলের উপরে নির্ভরশীল হয়ে থাকতে চাননি।
বিস্তারিত...
যজমান ছিনিয়ে নিতে টানাটানি সাগরে
কুন্তক চট্টোপাধ্যায় • গঙ্গাসাগর
‘লড়াই’টা জমে গিয়েছে। পুণ্যার্থীদের নিয়ে স্থানীয় এবং বহিরাগত পুরোহিতদের মধ্যে জোর টানাটানি চলছে সাগরমেলায়। শুক্রবার সেই টানাটানির মধ্যে পড়লেন নেপালের গুরবাহাদুর রানা। কাঠমাণ্ডু থেকে সস্ত্রীক এসেছেন গুরবাহাদুর। এই প্রথম তাঁর সাগরে আসা। শুক্রবার বিকেলে স্নান সেরে পুজোর জন্য ধরেছিলেন রাঁচি থেকে আসা অরুণ মিশ্রকে। পুজো শুরু হবে, তখনই উদয় স্থানীয় তিন পুরোহিতের। তাঁদের দাবি, তিন নম্বর স্নানঘাটে বহিরাগত পুরোহিত পুজো করতে পারবেন না। জোর বচসা দু’পক্ষের। পিছু হটলেন রাঁচির পুরোহিত। পুজোয় বসলেন সাগরের বাসিন্দা আশিস মিশ্র। অরুণ মিশ্র পুরো সময় দাঁড়িয়ে রইলেন এক ধারে। পুজো মিটতেই দক্ষিণা নিয়ে জোরাজুরি চলল কিছু ক্ষণ। প্রায় দেড়গুণ দক্ষিণা দিয়ে রেহাই মিলল কাঠমাণ্ডুর দম্পতির। ছাড় পেলেন না অরুণও। ‘বেপাড়ায়’ ঢুকে কাজ করার জন্য ‘কমিশন’ দিতে হল বহিরাগত পুরোহিতকে।
বিস্তারিত...
নর্দমায় পড়ল ট্রাক, ফের সামনে এল কয়লা পাচার
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটকে গেল নর্দমায়। শুক্রবার ভোরে ২ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়ার চাঁদা মোড় এলাকার ঘটনা। পুলিশ ক্রেন দিয়ে ট্রাকটি তুলে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, চালক ও খালাসি পলাতক। তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, এ দিন ভোর ৬টা নাগাদ একটি কয়লা বোঝাই ট্রাকের চাকা নর্দমায় ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই এক জন যুবক গিয়ে একটি ছোট গাড়িতে করে কয়লা সরাতে শুরু করে। খবর পেয়ে ঘণ্টাখানেক বাদে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের সামনেই ছোট গাড়ি করে কয়লা পাচার চলতে থাকে বলে অভিযোগ বাসিন্দাদের। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েক জন বাসিন্দার অভিযোগ, ভোটের আগে কয়লা কারবার বন্ধ হলেও মাস চারেক আগে থেকে ফের তা শুরু হয়েছে। শ্রীপুর, এবি পিট, বৈজন্তীপুর, পরিহারপুর-সহ বেশ কয়েকটি এলাকা থেকে অবৈধ ভাবে কয়লা কেটে এই রাস্তা দিয়ে প্রকাশ্যে পাচার করা হচ্ছে। কিন্তু মাফিয়াদের ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
বিস্তারিত...
বিয়ে রোখা মেয়েদের ডাক রাষ্ট্রপতির
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া
পুরুলিয়ার উত্তরা, দীপালি ও সুনীতাদের সঙ্গে বাঁকুড়ার পাঁচ বিদ্রোহিণীও রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের সঙ্গে দেখা করতে যাচ্ছে। স্কুল পড়ুয়া এই নাবালিকারা বাড়ির অমতে নিজেদের বিয়ে রুখে দেয়। আর এই সাহসিকতার জন্যই রাষ্ট্রপতি মঙ্গলবার তাঁদের ডেকে পাঠিয়েছেন। সেই ডাক পেয়ে তাই খুশি হেলনা শুশুনিয়ার প্রিয়াঙ্কা কর্মকার, দামড়া পাড়ার সাইতুন খাতুন, কেশিয়াডোবার অষ্টমী সরেন, কালাপাথরের সুন্দরী হাঁসদা, ও কুমিদ্যার মন্দিরা দাস মোদকেরা। সকলেই বাঁকুড়া ১ ব্লকের বাসিন্দা। এই লড়াইয়ে ওদের কেউ স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদের সাহায্য পেয়েছে। কেউ বা পাশে পেয়েছে আত্মীয়দের। শুক্রবার বাঁকুড়া জেলাশাসকের সঙ্গে তারা দেখা করে। জেলাশাসককে তারা বলে, “এখন বিয়ে করবো না। আমরা আরও পড়াশোনা করতে চাই।” জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “বাল্য বিবাহ আমাদের সমাজের একটা ব্যাধি। ওরা সেই ব্যাধির বিরুদ্ধে লড়াই করে বিরাট সাহসিকতার নজির তৈরি করেছে।” জেলা সমাজ কল্যাণ আধিকারিক নীলিমা দাস চৌধুরী বলেন, “এই পাঁচটি মেয়ে শুধু এই জেলার নয়, সারা দেশের কাছে ওরা দৃষ্টান্ত। উৎসাহ দিতেই রাষ্ট্রপতি ওদের ডেকেছেন।”
বিস্তারিত...
রবীন্দ্র সংগ্রহশালা বন্ধ দীর্ঘদিন, হতাশ পর্যটক
অরুণ মুখোপাধ্যায় • শান্তিনিকেতন
কথা ছিল সংস্কারের জন্য স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ‘অস্থায়ী’ সংগ্রহশালা দিন কুড়ি বন্ধ থাকবে। পর্যটকদের জন্য ২০১০ সালের ৬ অগস্ট থেকে ওই সংগ্রহশালাটি খুলে দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময়ের পরে বেশ কয়েক মাস কেটে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে পৌষমেলাও। কিন্তু সংগ্রহশালাটি খোলেনি। কবে খোলা হবে তা পরিষ্কার করে কেউ বলতে পারেননি। প্রসঙ্গত, ২০০৪ সালের ২৫ মার্চ বিচিত্রা ভবনের নীচের তলায় থাকা সংগ্রহশালা থেকে নোবেল পদক চুরি যাওয়ার কথা জানা যায়। এর পরে দীর্ঘদিন সংগ্রহশালাটি বন্ধ থাকে। পরে দ্বিতলে অস্থায়ী ভাবে সংগ্রহশালা স্থানান্তরিত হয়। সংগ্রহশালা খোলার ক্ষেত্রে জটিলতা কোথায়? রবীন্দ্রভবনের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ বন্ধ রয়েছে গত বছর পুজোর পর থেকে। একটি বেসরকারি সংস্থা ওই কাজের বরাত পেয়েছিল। কিন্তু কাজ সম্পূর্ণ না করে ওই সংস্থা চলে গিয়েছে। কাজের বরাত পাওয়া ওই সংস্থার ম্যানেজার নারায়ণ চক্রবর্তী জানান, সংগ্রহশালাটি সৌন্দর্যায়নের কাজ চলছিল। যেমন-রঙের কাজ, কোন জিনিস কোথায় থাকবে তার কাজ চলছিল।
বিস্তারিত...
সংস্কারের অভাবে ধ্বংসপ্রায় শতাধিক মন্দির
অভিজিৎ চক্রবর্তী • চন্দ্রকোনা
‘বাহান্ন বাজার তিপান্ন গলি, তবে জানবি চন্দ্রকোনা এলি’এই একটি প্রবাদবাক্যই চন্দ্রকোনা পুরসভাকে ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট। পশ্চিম মেদিনীপুরের অতি প্রাচীন এই শহরের প্রায় প্রতি গলিতেই রয়েছে মন্দির। কিন্তু সংস্কারের অভাবে ৪০০-৫০০ বছরের পুরোনো সেই সব মন্দির ধ্বংসপ্রায়। পলেস্তারা খসে পড়ছে। হারিয়ে যাচ্ছে পুরানো স্থাপত্য। অবহেলায়, বঞ্চনায় রাজা চন্দ্রকেতুর মন্দিরময় চন্দ্রকোনা আজ বিবর্ণ-মলিন। শহরবাসীর বক্তব্য, ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মন্দিরগুলো সংস্কার করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট পেরোতেই সে সব কথা আর মনে থাকে না নির্বাচিত জনপ্রতিনিধিদের। অথচ, এই সব মন্দিরগুলি সংস্কার করে সাজিয়ে তুললে চন্দ্রকোনা গুরুত্বপূর্ণ পর্যটনস্থল হিসাবে মানচিত্রে জায়গা করে নিতে পারে। বদলে যেতে পারে এলাকার আর্থ-সামাজিক চিত্র। ঘাটাল-চন্দ্রকোনা রোড রাস্তার ধারেই চন্দ্রকোনা শহর। এখানে রাজা চন্দ্রকেতু থেকে ভান বংশের একাধিক রাজা রাজত্ব করেছেন। শহরে ঘুরলে তার নিদশর্নও মেলে। মন্দির ছাড়াও এখানে রয়েছে বহু পুরনো বাড়ি। শহরের মল্লেশ্বরপুর, অযোধ্য, মিত্রসেনপুর, নয়াগঞ্জ প্রভৃতি এলাকায় চাঁদনি, রত্ন মন্দির, জোড়বাংলা, রথ মন্দির, দোচালা, চারচালা, আটচালা-সহ ছোট-বড় নানা মন্দির রয়েছে।
বিস্তারিত...
ডুয়ার্স অশান্ত করতে চাইছে মোর্চা, নালিশ
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া
দার্জিলিঙের পানিঘাটা চা বাগান ডিসেম্বর থেকে বন্ধ। সেখানে না-গিয়ে দার্জিলিং শহরের গোর্খা নারীমুক্তি মোর্চার নেতা সুমিতা রাই ডুয়ার্সের বন্ধ ঢেকলাপাড়া চা বাগানে গিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলে এভার অভিযোগ করলেন আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকে। শুক্রবার বিরসাবাবু পুলিশ-প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। বিরসাবাবু বলেন, “পাহাড় থেকে ডুয়ার্সে গিয়ে অশান্তির চেষ্টা হচ্ছে। অথচ পুলিশ-প্রশাসনের একাংশ নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে। ওই মহিলাকে প্রশ্রয় দিচ্ছে বলে শুনতে পাচ্ছি। এ চলতে পারে না। মুখ্যমন্ত্রীকে সব জানাব।” পাশাপাশি, পরিষদের রাজ্য সভাপতির প্রশ্ন, ১০ বছর ধরে বাগান বন্ধ এর আগে বাগানে মৃত্যুর মিছিল চললেও আগে মোর্চা নেতারা ডুয়ার্সের কথা ভাবেননি কেন? তাঁর অভিযোগ, এখন নোংরা রাজনীতি করে অশান্তি ছড়ানোর ছক কষা হয়েছে। সে জন্য ফালাকাটায় বৈঠক করতে চলেছে আদিবাসী বিকাশ পরিষদ নেতারা। বৈঠকে ঢেকলাপাড়া বাগানের অশান্তি রোধ করতে নতুন করে আন্দোলনে নামার কথা ঘোষণা হবে বলে জানান সংগঠনের রাজ্য নেতা বৈরাগী মিনজ। তাঁর কথায়, “এদিন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন কর। একজন মহিলা আত্মহত্যার হুমকি দিলেও তাকে কেন পুলিশ ছেড়ে দিল তা বুঝতে পারছি না। যে মহিলা নানা অশান্তি করার চেষ্টা করছে তাঁকে গুরুত্ব দিচ্ছেন কেন পুলিশ-প্রশাসন?” ন্যাশনাল ইউনিয়ন অব প্ল্যান্টেশন ওয়ার্কাসের নেতা বাবলু মুখোপাধ্যায়ের অভিযোগ, ওই বাগানটি নিয়ে নোংরা রাজনীতি সুরু হয়েছে
।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কোচবিহারে এক দিনেই
ভোট, বৈঠক
৩ দিন কেটে গিয়েছে, এখনও সেই ব্যবসায়ী নিখোঁজ
দক্ষিণবঙ্গ
হাবরায় আইনশৃঙ্খলা প্রশ্নে পুলিশের ভূমিকায় ক্ষোভ
সিগন্যালের ভুলে
ট্যাঙ্কারে পিষ্ট শিশু
বর্ধমান
ঝুড়িতে কাঁচা সব্জি ঢাকা
দিয়েই চলে পিস্তল পাচার
দুর্গাপুরে মিনিবাস উল্টে জখম ১৫
পুরুলিয়া
পরপর বাসে লুঠ, অবরোধ সারেঙ্গায়
অভিযোগের তদন্তে আসিনি, বলল পরিদর্শকদল
মুর্শিদাবাদ
বিয়ে রুখে প্রতিভার কাছে বীথিকা
লটারি ছাড়াই ভর্তি নদিয়ার দুই স্কুলে
মেদিনীপুর
নিত্য ঝুঁকির যাত্রা
হলদিয়া-মেচেদা সড়কে
নবীনবরণে দুঃস্থদের পাশে পড়ুয়ারা
কলকাতা
২১.৩/১০.৯
আজকের দিনে
•
মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি।
• ১৯৭৭:
ভারতের রেস কার ড্রাইভার নারায়ণ কার্তিকেয়নের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.