আমাদের ব্যাটিং ‘মিথ’ ভাঙার সময় এসেছে |
দীপ দাশগুপ্ত: সাতসকালে টিভি খুলে সেই একই ছবি। সেই বক্সিং ডে টেস্ট থেকে চলে আসছে। সিম, সুইং আর গতির সামনে বিশ্বের এক নম্বর ব্যাটিং লাইন আপের ধসে পড়া। অথচ এটাই ছিল সেই ঘুরে দাঁড়ানোর মুহূর্ত। সিরিজে পরপর দুটো টেস্ট হেরে গিয়েছে টিম, যার কোনওটাই পাঁচ দিন গড়ায়নি, বিদেশে টানা ছ’টা টেস্ট হেরেছে। এর চেয়ে খারাপ আর কী হতে পারে? দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা টিম হয় এখান থেকে ঘুরে দাঁড়াবে, নয় আরও তলিয়ে যাবে। টিভিতে দ্বিতীয়টাই ঘটতে দেখলাম। |
|
|
ভারতীয় ক্রিকেটের
ভবিষ্যৎ অন্ধকার,
বললেন ওয়ার্নার |
সংবাদসংস্থা, পারথ: টেস্ট ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি করে ডেভিড ওয়ার্নার বলে দিচ্ছেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার। অতটা আক্রমণাত্মক না হলেও প্রায় একই সুর ভারতীয় কিংবদন্তি ওপেনার সুনীল গাওস্করের। “ভারতের উচিত পিছনে না তাকিয়ে সামনে তাকানো। দুভার্গজনক ভাবে যদি এর মানে হয়, কিছু সিনিয়র ক্রিকেটারকে বিদায় জানানো যারা এত বছর দেশের হয়ে সাফল্যের সঙ্গে খেলেছে, তা হলে সেটাই করতে হবে। |
|
ক্রেস্পো-মোরিয়েন্তেসও আসছেন বাংলায় খেলতে |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সাম্প্রতিক বিশ্ব ফুটবলে সেরা ফরোয়ার্ড জুটি কারা? এই প্রশ্নে
দুটো নাম উঠবেই। স্পেন-রিয়াল মাদ্রিদের রাউল গঞ্জালেস ও ফের্নান্দো মোরিয়েন্তেস।
আর্জেন্তিনার এর্নান ক্রেস্পো ও জেভিয়ার স্যাভিওলা।
সেই দুই জুটির দুই তারকা
মোরিয়েন্তেস এবং ক্রেস্পোকে এ বার বাংলার ক্লাবে খেলতে দেখা যাবে। সঙ্গে
ইতালির বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোকেও। |
|
|
আজ বাতিল অধিনায়কের
বিরুদ্ধে ইস্টবেঙ্গল |
|
রজার-রাফা একই দিকে |
|
টুকরো খবর |
|
|