তাঁরা কেউই এখন বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার নন। দু’জনের কেউই আর শীর্ষ বাছাই নন। ফলে সাত বছরের মধ্যে এই প্রথম গ্র্যান্ড স্লামে রজার ফেডেরার এবং রাফায়েল নাদাল ড্র-এর একই অর্ধে লটারিতে পড়লেন। ২০০৫ ফরাসি ওপেনের পর সোমবার শুরু অস্ট্রেলীয় ওপেনে ১৬ গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ফেডেরার এবং ১০টি মেজর জয় নাদাল প্রথম বার সূচির একই দিকে খেলবেন। যার অর্থ, আগেই না হারলে ফ্লিন্ডার্স পার্কে সেমিফাইনালে মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই নাদাল ও তৃতীয় বাছাই ফেডেরার। ড্র-এর উপরের অর্ধে পড়েছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ও বিশ্বের চার নম্বর অ্যান্ডি মারে। মেয়েদের সিঙ্গলসে এখনও কোনও গ্র্যান্ড স্লাম না জেতা ক্যারোলিন ওজনিয়াকি শীর্ষ বাছাই, সংগঠকেরা বিশ্ব র্যাঙ্কিংকে বাছাই তালিকা তৈরির সময় অনুসরণ করায়। কিন্তু চলতি সপ্তাহেই সিডনি ওপেন চ্যাম্পিয়ন হলে অস্ট্রেলীয় ওপেনের দ্বিতীয় বাছাই পেত্রা কিয়েতোভা বিশ্বের এক নম্বর হিসেবে মেলবোর্নে খেলতে নামবেন।
অস্ট্রেলীয় ওপেনে উইম্বলডন চ্যাম্পিয়ন কিয়েতোভা এবং যুক্তরাষ্ট্র ওপেন জয়ী সামান্থা স্তোসুর একই দিকে রয়েছেন। আবার দুই সিনিয়র মহাতারকা সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা-ও একই দিকে। ফলে মেয়েদের কোয়ার্টার ফাইনাল থেকেই ধুন্ধুমার লড়াই লেগে যাবে। ২০০৮-’০৯ চ্যাম্পিয়ন সেরেনা গত বছর চোটের জন্য অস্ট্রেলীয় ওপেনে খেলেননি। এ বার শেষ মুহূর্তে ফিট হয়ে মেলবোর্নে এলেও, দিদি ভেনাস চোটের কারণে নাম তুলে নিয়েছেন।
এ দিকে সোমদেব দেববর্মন কাঁধের চোট সারাতে আমেরিকায় বলে এ বার অস্ট্রেলীয় ওপেনের সিঙ্গলসে ভারতের একমাত্র প্রতিনিধি সানিয়া মির্জা। যিনি সদ্য চোট সারিয়ে এ সপ্তাহেই কোর্টে ফিরে অকল্যান্ড ওপেনে কোয়লিফাইং রাউন্ডের প্রথম ম্যাচে হেরেছেন। মেলবোর্নে বিশ্বের ১০৫ নম্বর সানিয়া সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেলেও প্রথম রাউন্ডেই পড়েছেন উইম্বলডন কোয়ার্টার ফাইনালিস্ট পিরনকোভার সামনে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪৮তম বুলগেরীয় মেয়ের সঙ্গে সানিয়ার এই প্রথম মোলকাত।
|