ক্রেস্পো-মোরিয়েন্তেসও আসছেন বাংলায় খেলতে
সাম্প্রতিক বিশ্ব ফুটবলে সেরা ফরোয়ার্ড জুটি কারা? এই প্রশ্নে দুটো নাম উঠবেই। স্পেন-রিয়াল মাদ্রিদের রাউল গঞ্জালেস ও ফের্নান্দো মোরিয়েন্তেস। আর্জেন্তিনার এর্নান ক্রেস্পো ও জেভিয়ার স্যাভিওলা।
সেই দুই জুটির দুই তারকা মোরিয়েন্তেস এবং ক্রেস্পোকে এ বার বাংলার ক্লাবে খেলতে দেখা যাবে। সঙ্গে ইতালির বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোকেও। প্রিমিয়ার লিগ সকারের তিন সেরা তারকার নাম সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল শুক্রবার। জানানো হল, তিন জনেরই সই হয়ে গিয়েছে।
ক্রিকেট আই পি এলের ধাঁচে ২৫ ফেব্রুয়ারি ছটি দলকে নিয়ে আই এফ এ যে টুর্নামেন্ট শুরু করতে চলেছে তাতেই খেলবেন এই তারকারা। আইকন ফুটবলার হিসাবে ওই তিন জনের সঙ্গে থাকছেন আর্জেন্তিনার জুয়ান পাবলো সোরিন, ফ্রান্সের রবার্ট পিরেস, ইংল্যান্ডের রবি ফাউলার, নাইজিরিয়ার জে জে ওকোচা। টুর্নামেন্টের যুগ্ম উদ্যোক্তা সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের ডিরেক্টর ভাস্বর গোস্বামী বললেন, “সাত ফুটবলারের মধ্যে নিলামে ছয় জন ফুটবলারকে কিনবেন ক্লাবের মালিক বা ফ্রাঞ্চাইজিরা। সাত জন বিশ্বখ্যাত কোচও নিলামে উঠবেন।” সাত কোচের মধ্যে রয়েছেন আর্সেনালের কিংবদন্তী টনি অ্যাডামস। যিনি ৫০৪ ম্যাচ খেলেছেন আর্জেন্তিনার সঙ্গে।
মোরিয়েন্তেস ক্রেস্পো ও কানাভারো। তিন তারকারই সই সারা।
কলকাতা, হাওড়া, বারাসত, দুর্গাপুর, হলদিয়া এবং শিলিগুড়িমোট ছ’টি টিম কেনার জন্য দরপত্রের ফর্ম শুক্রবার সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করে দেওয়া হল। জানিয়ে দেওয়া হল, জমা পড়া দরপত্র গুলি খোলা হবে ২২ জানুয়ারি। যে বা যারা আকর্ষণীয় এই দশ সপ্তাহের লিগের ক্লাব কিনতে চান তাদের জন্য প্রাথমিক ভাবে চারটি শর্ত দেওয়া হচ্ছে।
কোম্পানির টার্ন ওভার হতে হবে অন্তত ৫০ কোটি টাকা।
সাড়ে বারো কোটি টাকার মধ্যেই দল গড়তে হবে।
অন্তত দশ বছরের জন্য টিম কিনতে হবে।
তিনটি টিম কেনার জন্য বিড করতে হবে।
বিভিন্ন টিম কেনার যোগদান ফি ধার্য হয়েছে তিন রকম। কলকাতা ও শিলিগুড়ির জন্য এক কোটি টাকা। বারাসতের জন্য আশি লাখ টাকা। হাওড়া, হলদিয়া এবং দুর্গাপুরের জন্য সত্তর লাখ টাকা। শোনা যাচ্ছে হাওড়ার টিম কিনতে একটি বড় পাইপ কোম্পানি ইতিমধ্যেই আগ্রহী। ওই দলটির সঙ্গে থাকতে পারেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। টিম কেনায় আগ্রহী বলে শোনা যাচ্ছে, ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। সি এম জি-র সি ই ও ধরমদত্ত পান্ডে বললেন, “ব্যক্তিগত, কর্পোরেট এবং জয়েন্ট ভেঞ্চার কোম্পানিও টিম কিনতে পারে। ইতিমধ্যেই অনেকে যোগাযোগ করেছেন। দরপত্র খোলা হলেই সেগুলো আমরা জানাব। যারা আগ্রহী তারা ১৪ থেকে ২১ তারিখ তারা কিনতে পারবেন।”
ভারতীয় ফুটবলে তো বটেই বিশ্ব ফুটবলেও আজ পর্যন্ত কোচ বা ফুটবলারদের নিলামে তোলা হয়নি দাবি করেছেন আই এফ এ ও সি এম জি কর্তারা। ভাস্বর বললেন, “আমরা জুরিখে গিয়ে শেপ ব্লাটারের দফতরে পি এল এসের কাগজপত্র জমা দিয়েছিলাম। ওঁরা দেখে বলেছেন অভিনব। মেলও করেছেন।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.