দুর্গাপুরে মিনিবাস উল্টে জখম ১৫ |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল একটি মিনিবাস। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দুর্গাপুরের সি-জোন এলাকায়। অল্প বিস্তর জখম হন বাসের জনা ১৫ যাত্রী। পরে পুলিশ ক্রেন এনে বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, চালক ও খালাসি পলাতক। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনিবাসটি প্রান্তিকা থেকে বিধাননগরের দিকে যাচ্ছিল। সি জোনের কাছে এক সাইকেল আরোহী হঠাৎই বাসের সামনে চলে আসেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গতি সামলাতে না পেরে বাসটি এর পরে সোজা ডিভাইডারের উপরে উঠে গিয়ে উল্টে যায়। আতঙ্কে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন যাত্রীরা। আশপাশ থেকে ছুটে আসেন বহু বাসিন্দা। তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধারকাজে হাত লাগায়। বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। জখম যাত্রীদের দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে অধিকাংশ যাত্রীকেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে দু’টি হাসপাতাল মিলিয়ে এখনও জনা কয়েক রোগী ভর্তি আছেন।
বাসিন্দারা জানিয়েছেন, প্রান্তিকা-বিধাননগর রুটে প্রতি দশ মিনিটে একটি করে বাস চলে। ফলে যাত্রীর লোভে অত্যন্ত দ্রুতগতিতে বাসগুলি যাতায়াত করে বলে অভিযোগ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিও এ দিন অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। |