l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
প্রতিশ্রুতি পালনে ‘ব্যর্থ’ বুদ্ধ,
বলল কোচবিহার সিপিএম
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
পঞ্চায়েত থেকে বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ‘প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা’কে দায়ী করল কোচবিহার জেলা সিপিএম। দিনহাটায় অনুষ্ঠিত দলের কোচবিহার জেলা সম্মেলনের সাংগঠনিক ও রাজনৈতিক প্রতিবেদনে ওই অভিযোগ তোলা হয়েছে। প্রতিবেদনের ৪৫-৪৭ নম্বর পৃষ্ঠায় ‘২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন’ শীর্ষক আলোচনায় বলা হয়েছে, জেলার ১২৮টি গ্রাম পঞ্চায়েতের ফলাফল আগের তুলনায় খারাপ হয়েছে। আসন সংখ্যাও কমেছে। এমন খারাপ ফলাফলের ব্যাপারে দলের জেলা কমিটির সভায় যে ৭টি কারণ উঠে এসেছে, তার মধ্যেই ৫ নম্বরে প্রতিশ্রুতি পালনে বিগত সরকারের মুখ্যমন্ত্রীর ‘ব্যর্থতা’র কথা উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত...
জোট-তর্কে আগ বাড়িয়ে মন্তব্য নয়,
পরামর্শ বিমানের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রাজ্যে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে যা কাজিয়া চলছে, তা নিয়ে দলীয় নেতা-কর্মীদের প্রকাশ্যে আলাপ-আলোচনা না-করার ‘পরামর্শ’ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। তাঁর মতে, সিপিএমের ‘উপযাচক’ হয়ে বলতে যাওয়ার কিছু নেই। যাঁরা কংগ্রেস-তৃণমূল জোটকে ভোট দিয়েছেন, সেই মানুষই নিজেদের অভিজ্ঞতায় পরিস্থিতি ‘যাচাই’ করে নেবেন। সোনারপুরের মহামায়াতলায় সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনের শেষ দিনে জবাবি বক্তৃতায় মঙ্গলবার বিমানবাবু বলেছেন, তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে লাগাতার কাজিয়া চলছে। কিন্তু ওই প্রসঙ্গে দলীয় কর্মীদের প্রকাশ্য সভা ও বৈঠকে আলোচনা করার দরকার নেই। দলীয় কর্মীদের প্রতি বিমানবাবুর ‘বার্তা’ মনে রাখতে হবে, যাঁরা জোটকে ভোট দিয়েছেন, তাঁরা তাদের ‘স্থায়ী আমানত’ নন!
বিস্তারিত...
সুকুর আলিই ফের সম্পাদক
গড়বেতা জোনাল সিপিএমে
বরুণ দে • মেদিনীপুর
এলাকায় ‘শেষ কথা’ ছিলেন যিনি, সেই প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ এখন জেলে। রাজ্যে পালাবদলের পরে আরও অনেক ‘দাপুটে’ সিপিএম নেতা-কর্মীই এলাকা ছাড়া। ছোট আঙারিয়া মামলা নতুন করে শুরু হয়েছে। একাধিক কঙ্কাল-মামলাতেও নাম জড়িয়েছে দলের আরও কয়েক জন নেতা-কর্মীর। পরিস্থিতি যা তাতে গড়বেতায় জোনাল সম্মেলন করার পরিস্থিতি ছিল না বলেই মনে করেছেন সিপিএম নেতৃত্ব। তাই কেশপুরের মতোই সিপিএমের গড়বেতা জোনাল কমিটির সম্মেলনও হল মেদিনীপুর শহরেই। এবং চূড়ান্ত গোপনীয়তার মধ্যে। দলের জেলা কার্যালয়ের অদূরে কৃষকভবনে মঙ্গলবারের এই সম্মেলন সম্পর্কে জানতেন না এমনকী দলের অনেক কর্মীও! সম্মেলনে অবশ্য সেই ‘বিতর্কিত’ সুকুর আলিই জোনাল সম্পাদক পদে পুনর্নির্বাচিত হলেন।
বিস্তারিত...
তৃণমূল নেতা খুনে ধৃত বাম শিক্ষক
দেবাশিস বন্দ্যোপাধ্যায় • নবদ্বীপ
কেদারনাথ ভট্টাচার্য • পূর্বস্থলী
প্ল্যাটফর্মে একের পর এক ছিনতাই করছে মুখঢাকা দুষ্কৃতীরা। অথচ যাত্রীরা রেলপুলিশের কাছে ছুটে গিয়ে শুনলেন, ‘জানেনই তো ও দিকে ছিনতাই হয়! ওখানে যাওয়ার কী দরকার?’ পরপর ছিনতাই ও রেলপুলিশের ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগেই শুক্রবার সাতসকালে রেল অবরোধ করা হল কাটোয়ায়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ওই স্টেশনে ভোর সওয়া ৫টা থেকে সকাল পৌনে ৭টা পর্যন্ত এই অবরোধে তিনটি হাওড়াগামী লোকাল ট্রেন আটকে যায়। পরে রেলপুলিশ ও রেল রক্ষী বাহিনীর কর্তারা গিয়ে নিরাপত্তার আশ্বাস দিলে অবরোধ ওঠে। ঘটনার সূত্রপাত ভোর পৌনে ৫টা নাগাদ। কাটোয়া স্টেশনের ১এ প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়ে হাওড়াগামী কাটোয়া লোকাল।
বিস্তারিত...
জেলে বসে ধান্দা চালাচ্ছে জয়দেব,
দাবি কমিশনারের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
ধৃত কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল জেলের ভিতর থেকেই অবৈধ কয়লার কারবার চালিয়ে যাচ্ছে বলে দাবি করলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ। খনি এলাকার বিভিন্ন জায়গা থেকে অবৈধ কয়লার ৬টি লরি আটক করে সেগুলির চালক ও খালাসিদের জিজ্ঞাসাবাদের পরে পুলিশ ৮ জনকে ধরেছে। যার মধ্যে অন্তত তিন জন জয়দেব মণ্ডলের ঘনিষ্ঠ। মঙ্গলবার দুর্গাপুরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দ এ কথা জানিয়ে বলেন, “জয়দেবের সঙ্গে এই চক্রের যোগাযোগের সূত্র পাওয়া গিয়েছে।” পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, পুরুলিয়ার নিতুড়িয়া, পারবেলিয়া থেকে বেআইনি কয়লা তোলা হচ্ছে। রানিগঞ্জ থেকেও হচ্ছে। এর পরে সেই কয়লা লরি করে এক দিকে পাচার করা হচ্ছে ঝাড়খণ্ডে। অন্য দিকে শক্তিগড় হয়ে চলে যাচ্ছে বর্ধমান ও হুগলিতে।
বিস্তারিত...
সাত নাবালিকার বিয়ে রুখে
অঞ্জলি বলছেন, কাজ বাকি
পীযূষ সাহা • গাজল
প্রথম হুমকিটা ছিল বাবা-মাকে, “যদি কম বয়সে বিয়ে দাও, তা হলে তোমাদের পুলিশে দেব।” পুলিশের নয়, মেয়ের ভয়েই বাবা-মা আর বিয়ের কথা তোলেননি। তবে এতেই থেমে যাননি গাজলের তৃতীয় বর্ষের ছাত্রী অঞ্জলি বর্মন। এক, দুই, তিন চার করে সাত-সাতটি নাবালিকার বিয়ে রুখে দিয়েছেন। নাছোড় মেয়ের ‘দস্যিপনা’ দেখে অঞ্জলির মা বলছেন, “মেয়ে আমাদের চোখ খুলে দিয়েছে।” চোখ খুলেছে আরও বহু কিশোরীর, যারা আজ অঞ্জলির ডান হাত, বাঁ হাত। গাজলের বিডিও আজমল হোসেন বলেছেন, “অঞ্জলির মতো আর পাঁচটা মেয়ে থাকলে বাল্যবিবাহই এতদিনে উঠে যেত।” স্কুলে পড়ার সময়েই অঞ্জলি দেখেছেন, গ্রামের মেয়েদের কম বয়সে বিয়ে হয়, কিছুদিন পরে তারা অন্তঃসত্ত্বা হয়, সন্তান প্রসবের সময় অনেকে মারাও যায়। যদি কেউ বা বাঁচে, তার সন্তান ভোগে অপুষ্টিতে। তাকে তখন বাঁচানোই কঠিন।
বিস্তারিত...
উৎসবেও উপেক্ষারই অভিযোগ জঙ্গলমহলে
কিংশুক গুপ্ত • ঝাড়গ্রাম
‘উন্নয়নের পাশাপাশি এ বার উৎসব’এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ঝাড়গ্রামে শুরু হল ‘জঙ্গলমহল উৎসব’। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় রাজ্য যুবকল্যাণ দফতরের আয়োজনে প্রায় কোটি টাকা বাজেটের এই উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শেষ দিন উৎসব-মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মজয়ন্তীর দিনটিতে সমাজকর্মী, ক্রীড়াবিদ, অনগ্রসর ও সংখ্যালঘু ছাত্রছাত্রী, প্রতিবন্ধীদের মধ্যে থেকে কয়েক জনকে ‘বিবেক পুরস্কার’ও দেবেন মুখ্যমন্ত্রী। লাখ টাকার আতসবাজি প্রদর্শনীও থাকছে সে দিন সন্ধ্যায়। জঙ্গলমহল উৎসব ঘিরে অবশ্য ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক।
বিস্তারিত...
হলদিয়া পেট্রোকেমের জট ছাড়ানোর চেষ্টা শুরু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হলদিয়া পেট্রোকেমিক্যালসে অবশেষে আশার আলো। সংস্থার শেয়ার হস্তান্তর নিয়ে রাজ্য সরকার ও চ্যাটার্জি গোষ্ঠীর মধ্যে দীর্ঘ বিবাদ মেটার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, দু’পক্ষই চাইছে নিজের নিজের স্বার্থ বজায় রেখে এ ব্যাপারে একটি স্বচ্ছ প্রক্রিয়া গ্রহণ করতে। মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন চ্যাটার্জি গোষ্ঠীর কর্ণধার পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। যদিও বিষয়টি নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। হলদিয়া পেট্রোকেমের শেয়ার কেনা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে পূর্ণেন্দু গোষ্ঠীর বিবাদের সূত্রপাত বাম আমল থেকে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বিয়ে ভাঙতে চাপ দম্পতিকে,
অভিযুক্ত ২ বিধায়ক
পুলিশি ভূমিকায়
ক্ষুব্ধ বিদ্বজ্জনেরা
দক্ষিণবঙ্গ
পুলিশি নিষ্ক্রিয়তার
অভিযোগে অবরোধ
কংগ্রেসের বাকিরাও যোগ
দিচ্ছেন দলে, দাবি তৃণমূলের
বর্ধমান
প্রদীপের বাড়িতে ভাঙচুর,
হামলা সিপিএম অফিসে
পরিস্থিতি থমথমে,
চলছে পুলিশি টহল
পুরুলিয়া
ভর্তির লটারি নিয়ে
ক্ষোভ, ভাঙচুর
রামপুরহাট কলেজে
ভাঙচুর-মারধরের অভিযোগ
মুর্শিদাবাদ
সব আসনে লটারি নয়
ভর্তি নিয়ে ক্ষোভ স্কুলে
পশ্চিমি ঝঞ্ঝায় তছনছ
তিন পঞ্চায়েত
মেদিনীপুর
চার দশক স্কুল চালিয়েও
স্বীকৃতি নেই
বেহাল রাস্তায় ইট ফেলে
জোড়াতালি, বাধা
কলকাতা
২০.৫/১৬.৯
আজকের দিনে
• ১৯৬৬:
প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.