নরসমুদা কোলিয়ারি সংলগ্ন এলাকায় মঙ্গলবারও পরিস্থিতি ছিল থমথমে। এ দিনও এলাকায় পুলিশ পিকেট ছিল। ছিল পুলিশি টহলও। দোকানপাট খুললেও লোকজনের ভিড় ছিল সামান্য। মিঠানি-চিনাকুড়ি রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও সংখ্যায় কম ছিল।
সোমবার কয়লা পরিবহণের সময় তোলা আদায়ের জন্য এলাকার দখল নেওয়া নিয়ে দুই মাফিয়া গোষ্ঠীর সংঘর্ষ হয়। এ দিন বেলা ১১টা নাগাদ কোলিয়ারির সামনে মিঠানি-চিনাকুড়ি রাস্তায় গণ্ডগোল বাধে। যথেচ্ছ ইট, বোমা, গুলি বৃষ্টি করা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সাতটি লরি ও দু’টি মোটরবাইক। যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সোমবার রাত পর্যন্ত পুলিশ এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে।
বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক মাস ধরে দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল শুরু হয়েছে। সোমবার অবস্থা চরমে ওঠে। আপাতত সংঘর্ষ থামলেও স্থায়ী সমাধান হয়নি বলেই দাবি করেন তাঁরা। যদিও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার জেরে মঙ্গলবার নরসমুদা কোলিয়ারি থেকে কয়লা পরিবহণ হয়নি বলে জানিয়েছেন সোদপুর এরিয়ার জিএম বিএন মিশ্র। তিনি বলেন, “ইসিএল নিজে যে কয়লা পরিবহণ করে সেগুলি ছাড়া বেসরকারি সংস্থার কয়লা পরিবহণ বন্ধ ছিল। তার জন্য ইসিএলের কোনও আর্থিক ক্ষতি হয়নি।” |