l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আরও একটা নতুন বছর! আরও কিছু নতুন জায়গার বর্ণনা, ঝুলিতে আরও কিছু নতুন অভিজ্ঞতা— ঘোরা, দেখা, ছবি তোলা আর অবশ্যই খাওয়াদাওয়া। সব কিছু মিলিয়ে এ বছরের প্রথম মাসে বিদেশের তিনটি শহরের বিশেষ বিবরণ নিয়ে
‘বিদেশ বিভুঁই’
। আর আছে
‘উত্তরের ভেনিস’
স্টকহোমের গল্প— ছবিতে।
ক্যাম্প-কাণ্ডে আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের
নিজস্ব সংবাদদাতা • শীলাপাড়া (লালগড়) ও মেদিনীপুর
লালগড়ের বেলাটিকরি অঞ্চলের শীলাপাড়া সিআরপি ক্যাম্পে নিজেদের মধ্যে বিবাদের জেরে ৩ জওয়ান নিহত হওয়ার পরে ফের আশঙ্কায় জঙ্গলমহলবাসী। আপাত মাওবাদী-মুক্ত ‘শান্তির জঙ্গলমহলে’ সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই আচরণের প্রেক্ষিত যাই হোক, তা পুলিশ-প্রশাসনেরও অস্বস্তি বাড়িয়েছে। এই ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর তরফে জঙ্গলমহলের সব ক’টি ক্যাম্পের কম্যান্ডিং অফিসার (সিও)-দের সতর্ক করা হয়েছে। জওয়ানদের মধ্যে কোনও বিষয় নিয়ে ক্ষোভ-বিক্ষোভ থাকলে তা খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ করতে বলা হয়েছে সিও-দের। এলাকাবাসীর একাংশের অবশ্য বক্তব্য, এই ঘটনা যৌথ বাহিনীর উপস্থিতি নিয়েই নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে। তাঁদের বক্তব্য, এমনিতেই জওয়ানেরা ‘রাগি’। সামান্য সন্দেহেই লোকজনদের আটক করে জেরা করেন। ‘বেচালপনা’ দেখলে কখনও সখনও মারধরও করেন। তবে টহলে যাওয়া-আসার পথে গ্রামবাসীদের সঙ্গে কোনও কোনও ‘ভদ্র’ জওয়ান নিয়মিত বিনিময়ও করতেন। যেমন মঙ্গলবার রাতে নিহত আর কুমার (৩৭, আদতে তামিলনাড়ুর বাসিন্দা)।
বিস্তারিত...
আইনজীবী নিগ্রহে অভিযুক্তদের
ধরার দাবিতে আদালতে তালা, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
সহকর্মী নিগ্রহে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে বসিরহাট আদালত চত্বরের গেটে তালা ঝুলিয়ে বুধবার বিক্ষোভ দেখালেন আইনজীবী এবং মুহুরিরা। এই অবস্থায় আদালতে এসেও চলে যেতে বাধ্য হন বিচারকেরা। বিক্ষোভকারীরা দাবি জানান, তাঁদের দুই সঙ্গীকে মারধর করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আইনজীবী এবং মুহুরিদের নিরাপত্তার দাবিও জানান তাঁরা। পরে দুপুর নাগাদ বারাসাত থেকে জেলা ও দায়রা জজ অসীম মণ্ডল এবং সিজেএম বসিরহাটে আসেন। আইনজীবীদের অভিযোগ শুনে দ্রুত অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশকে বলা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাবাদের কালুতলা গ্রামে একটি জমির দখলকে কেন্দ্র করে দুলাল চন্দ্র দাস এবং বিশ্বনাথ দাসের মধ্যে ঝগড়া আদালত পর্যন্ত গড়ায়। বসিরহাট দেওয়ানি আদালতের বিচারকের নির্দেশে ‘কমিশনার’ হিসেবে গত ১৮ ডিসেম্বর আইনজীবী দেবাশিস দাস এবং মুহুরি তাপস মণ্ডল ওই গ্রামে যান। অভিযোগ, সেই সময় বিশ্বনাথ দাসের নেতৃত্বে একদল লোক আইনজীবী এবং মুহুরির উপর চড়াও হয়ে তাঁদের একটি ঘরে আটকে রেখে মারধর করে। এই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত বিশ্বনাথ দাস-সহ ১১ জনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বিস্তারিত...
মিশ্র প্রভাব বামেদের কৃষি-বন্ধে
নিজস্ব প্রতিবেদন
বামেদের ডাকা কৃষি ধর্মঘটের জেরে উত্তরবঙ্গের ছয় জেলার গ্রামাঞ্চলের জনজীবন বুধবার কিছুটা বিপর্যস্ত হয়ে যায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি, বালুরঘাট, চাঁচল, হলদিবাড়ি, কোচবিহার সদর লাগোয়া অনেক গ্রামেই চাষবাস বন্ধ রেখে চাষিদের মিছিল করতে দেখা যায়। উত্তর দিনাজপুর ও শিলিগুড়িতে আলু-পাট রাস্তায় ফেলে কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করা হয়। কৃষি ধর্মঘটের জেরে রাঙাপানি, খড়িবাড়ি বাজার, চেকরমারি, ভালুগাড়া এলাকায় কৃষিজাত পণ্যের হাট বসেনি। ফাঁসিদেওয়া, বিধাননগর, নকশালবাড়ি কিংবা বাগডোগরায় গ্রামের সবজি চাষিদের আনাগোনা ছিল না বললেই চলে। এদিন সকালে কৃষক সভার ডাকে হাতিঘিষা একটি সভা হয়। সেখানে বক্তব্য রাখেন কৃষক সভার রাজ্য সহ সম্পাদক অনিল সাহা-সহ অন্যান্যরা। পরে সেখানে প্রায় ত্রিশ মিনিট প্রতীকী জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়। ফাঁসিদেওয়া ও খড়িবাড়িতেও প্রতিবাদ মিছিল হয়। কৃষক সভার রাজ্য সহ সম্পাদক বলেন, “যেভাবে ধান, পাট কিংবা আলু বিক্রি করতে গিয়ে কৃষকদের নাকাল হতে হয়েছে তাতে কৃষি ধর্মঘটে এই স্বতঃস্ফূর্ত সাড়া স্বাভাবিক ছিল। কৃষি পণ্যের লাভজনক দরের দাবিতে লাগাতার আন্দোলন চলবে।”
বিস্তারিত...
সাড়া নেই, মাঠেই মারা গেল কৃষি বনধ
নিজস্ব প্রতিবেদন
বিধানসভা নির্বাচনের পরে প্রথম বার শক্তিপরীক্ষা দিতে মাঠে নেমে এক কালের ‘দুর্গ’ বর্ধমানে হালে বিশেষ পানি পেল না সিপিএম। বুধবার রাজ্যের গ্রামাঞ্চলে কৃষি কাজ বনধ রাখার আহ্বান জানিয়েছিল চার বামপন্থী কৃষক সংগঠন। কিন্তু সকাল থেকে জেলার গ্রামীণ এলাকায় ঘুরে দেখা যায়, বহু মাঠে খেতমজুররা যথারীতি কাজ করছেন। গ্রাম থেকে শহরের বাজারে টাটকা শাকসব্জিও এসেছে। জেলা প্রশাসনের এক কর্তার কথায়, “বাজারে সমস্ত কিছুর জোগান ঠিকই ছিল। কৃষি কাজ বনধ হলে তো আর খেত থেকে সদ্য তোলা টাটকা শাকসব্জির জোগান মিলত না!” সিপিএমের সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল অবশ্য দাবি করেছেন, বন্ধে অভূতপূর্ব সাড়া মিলেছে। খেতে কাজ হওয়া বা না হওয়া সম্পর্কে জেলা সহকারী কৃষি অধিকর্তা শ্যামল দত্ত কোনও নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
তাঁর বক্তব্য, “আমি মহাকরণে গিয়েছিলাম। জেলা দফতর থেকে কয়েক বার জরুরি ফোন পেয়েছিলাম ঠিকই, কিন্তু এই বিষয়ে কোনও কথাই বলা হয়নি। তেমন বড় কিছু ঘটলে নিশ্চয়ই খবর পেতাম।”
বিস্তারিত...
গাড়ির নম্বর প্লেটে নাম থেকে ছবি, শুরু প্রচার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
কোনও গাড়ির নম্বর প্লেটে লেখা, ‘মা ঘাগরবুড়ি’। কোথাও আবার লেখা শুধুই ‘জয়গুরু’। কোথাও অবশ্য নম্বরের অস্তিত্বটুকু আছে। কিন্তু নেই কোনও মাথামুণ্ডু। আসানসোল মহকুমার বিভিন্ন প্রান্তে এমন ভাবেই চলছে বহু গাড়ি। বিশেষ করে স্কুটার, মোটরবাইক, ছোট ভাড়া গাড়ি ও ব্যক্তিগত গাড়িতে এই অনিয়ম দেখা যাচ্ছে। পরিবহণ আইনের নির্দিষ্ট নিয়ম না মেনে লাগানো ওই প্লেট এখন পুলিশের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসিপি (ট্রাফিক) সুবিমল পাল বলেন, “আমরা সচেতনতামূলক অভিযান শুরু করেছি। চালকদের ধরে ধরে নির্দিষ্ট নিয়ম মেনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ দিয়েছি।” জানা গিয়েছে, ‘বিশেষ নম্বর প্লেট’ লাগানোর কাজ ধাপে ধাপে শুরু হবে আসানসোল দুর্গাপুরেও। কেন এই বিশেষ নম্বর প্লেট? মূলত নিরাপত্তা ও প্রশাসনিক স্বার্থে ২০০৫-এর ১ জুন থেকে রাজ্যের সর্বত্র গাড়িতে এই ‘হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট’ (এইচএসআরপি) বসানোর নির্দেশ দিয়েছিল কেন্দ্র।
আইনি বাধায় ২০১০ পর্যন্ত কাজে হাত দেওয়াই যায়নি।
বিস্তারিত...
ভর দুপুরে আধ ঘণ্টা ধরে ব্যাঙ্ক ডাকাতি নবদ্বীপে
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ
শান্তিপুরের পর এ বার নবদ্বীপ। বুধবার ভরদুপুরে নবদ্বীপের স্বরূপগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে কয়েক লক্ষ টাকা লুঠ করে চম্পট দিল এক দল সশস্ত্র দুষ্কৃতী। এ দিন বেলা দেড়টা নাগাদ জনা ছয়েকের ওই দলটি রিভলভার, বোমা নিয়ে ব্যাঙ্কে ঢোকে। তারপর কর্মী ও গ্রাহকদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাথরুমে আটকে রেখে প্রায় চল্লিশ মিনিট ধরে ‘অপারেশন’ চালায়। ব্যাঙ্ক থেকে বেরোনোর সময় বেশ কয়েকটি জায়গায় বোমা রেখে তারা শাসিয়ে যায়, আধ ঘন্টার মধ্যে ব্যাঙ্ক থেকে বের হলেই বোমা ফাটবে! ব্যাঙ্ক কর্মীরা অবশ্য ডাকাতরা সরে পড়তেই সাইরেন বাজাতে থাকেন। গ্রাহকদেক চেঁচামেচিতে ছুটে আসেন আশপাশের লোকজন। ব্যাঙ্ক ম্যানেজার পঙ্কজ মণ্ডল জানান, ‘‘৫ লক্ষ ৮৫ হাজার ৬৩৩ টাকা ৫০ পয়সা লুঠ হয়েছে।’’
নদিয়ার পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, ‘‘এ দিন প্রায় জনা ছয়েকের একটি দল ব্যাঙ্ক লুঠ করে পালায়। গোটা এলাকা আমরা নাকাবন্দী করে দিয়েছি। পুলিশ তল্লাশি শুরু করেছে।’’
নবদ্বীপে গঙ্গার পূর্বপারে স্বরূপগঞ্জে নবদ্বীপঘাট স্টেশন এবং অটোস্ট্যান্ড থেকে কয়েক পা দুরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সকালে তখন ব্যস্ততা তুঙ্গে। পাঁচ ব্যাঙ্ক কর্মী এবং জনা কুড়ি গ্রাহক মিল তখন ভিতরে মেরেকেটে পঁচিশ জন। আচমকা জনা ছয়েক যুবক ঢুকে পড়ে ব্যাঙ্কে। মুখ মাঙ্কি টুপি কিংবা মাফলারে ঢাকা। প্রত্যেকের হাতে রিভলভার। গ্রাহকদের কয়েক জন জানান, ডাকাতরা ঢুকেই নিজেদের মাওবাদী বলে পরিচয় দেয়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বকেয়া চেয়ে আন্দোলন
‘চাক্কা জ্যাম’ তিন জেলায়
যানজট চলছেই
তিস্তা সেতুতে
দক্ষিণবঙ্গ
তৃণমূলের ‘গোষ্ঠী সংঘর্ষে’ খানাকুলের গ্রামে হত ১
বরাদ্দ টাকা খরচ করতে না পারায় শো-কজ স্কুলকে
বর্ধমান
ভর্তি নিয়ে ক্ষোভ,
পুরসভার স্কুলে ভাঙচুর
ঠিকা শ্রমিকদের কাজে না আসার নির্দেশ, ক্ষোভ
পুরুলিয়া
লেভেলক্রসিংয়ে যানজট, উড়ালপুলের দাবি
১২০টি ক্রাশারে
কাজ বন্ধ থাকবে
মুর্শিদাবাদ
দশ মাস পরে সভা
ডেকে মুলতুবি
পরীক্ষার ‘রাঙাচোখ’,
বন্ধ ক্রিকেট লিগ
মেদিনীপুর
‘ছোট আঙারিয়া দিবস’
রইল অন্তরালেই
সিপিএম নেতাদের নামের
ফলক তুলে দিল তৃণমূল
কলকাতা
২৪.৭/১৮.৭
আজকের দিনে
•
১৯৮৬
: অভিনেত্রী
দীপিকা পাডুকোনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.