উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
আইনজীবী নিগ্রহে অভিযুক্তদের ধরার দাবিতে আদালতে তালা, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: সহকর্মী নিগ্রহে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে
বসিরহাট আদালত চত্বরের গেটে তালা ঝুলিয়ে বুধবার বিক্ষোভ দেখালেন আইনজীবী এবং মুহুরিরা। এই
অবস্থায় আদালতে এসেও চলে যেতে বাধ্য হন বিচারকেরা। বিক্ষোভকারীরা দাবি জানান, তাঁদের দুই সঙ্গীকে মারধর
করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আইনজীবী এবং মুহুরিদের নিরাপত্তার দাবিও জানান তাঁরা।
পরে দুপুর নাগাদ বারাসাত থেকে জেলা ও দায়রা জজ অসীম মণ্ডল এবং সিজেএম বসিরহাটে আসেন।
আইনজীবীদের অভিযোগ শুনে দ্রুত অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশকে বলা হয়। |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
তৃণমূলের ‘গোষ্ঠী সংঘর্ষে’ খানাকুলের গ্রামে হত ১ |
|
নিজস্ব সংবাদদাতা, খানাকুল ও ক্যানিং: কেশপুর, কেতুগ্রাম, জয়পুরের পরে এ বার ঘটনাস্থল হুগলির খানাকুল। ফের খুন তৃণমূলের এক সমর্থক। অভিযোগ, দলের দুই গোষ্ঠীর মারামারির জেরেই এই ঘটনা। গ্রেফতার করা হয়েছে তৃণমূলের ৩ কর্মী-সমর্থককে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঠাকুরানিচক গ্রামের টুঙ্গিরহাট পাড়ায় খালপাড়ের জমিতে একটি বাড়ি তৈরিকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত। যার জেরে মঙ্গলবার রাতে দু’দলের মারামারি বাধে। মাথায় চোট পান স্বপন সানকি (৪৫)। |
|
‘সুদিনে’ ফিরতে চায় বেগমপুর |
প্রকাশ পাল, বেগমপুর: দিনরাত খটাস-খটাস মাকুর শব্দে শব্দে মুখর হয়ে থাকে পাড়াগুলো। মাঝ-পৌষের দু’তিনটে দিন অবশ্য তাঁত কার্যত চলেই না এখানে। কেননা, এই ক’টা দিন অকাল বিশ্বকর্মা পুজোয় মাতে হুগলির বেগমপুরের তন্তুবায় পরিবারগুলি। মাকুর আওয়াজের সঙ্গে ঘোড়ার চলার শব্দের মিল রয়েছে। সে কারণে বিশ্বকর্মার বাহন এখানে হাতি নয়, ঘোড়া। বর্তমানে অন্তত ৩০টি বারোয়ারি পুজো হয় এখানে। দু’দিনের এই পুজো শেষ হল মঙ্গলবার। পুজো উপলক্ষে আলোর বন্যায় ভেসেছে এলাকা। |
|
|
বরাদ্দ টাকা খরচ করতে না পারায় শো-কজ স্কুলকে |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|