টুকরো খবর |
উত্তরপাড়ায় নৈশালোকে ফুটবলে জয়ী রেড স্টার
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
উত্তরপাড়ার শিবনারায়ণ রোড অধিবাসীবৃন্দের পরিচালনায় অষ্টাদশ বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল এই শহরেরই জেনেসিস রেড স্টার। রানার্স হয় ডানকুনি ন্যাশনাল টায়ার। উত্তরপাড়া গভর্নমেন্ট হাইস্কুলের মাঠে সিক্স-এ-সাইড ওই প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল গত ২৫ ডিসেম্বর। বিভিন্ন জেলার ৮টি দল তাতে যোগ দেয়। ফাইনাল হয় গত ৩১ ডিসেম্বর। প্রতিটি খেলাই হয় নৈশালোকে। ফাইনালে উত্তরপাড়ার জেনেসিস রেড স্টার ২-১ গোলে ডানকুনির দলটিকে হারিয়ে দেয়। উভয় দলেই এক জন করে নাইজেরিয় খেলোয়াড় ছিলেন। ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার এবং গত দু’বারের জাতীয় চ্যাম্পিয়ন বাংলা দলের কোচ সাবির আলি এবং রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। ছিলেন প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা প্রাক্তন গোলকিপার দেবাশিস মুখোপাধ্যায়। ফুটবলে জয়ী জেলা পুলিশ। শহর তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় এবং চুঁচুড়ার বিধায়ক তপন মজুমদারের উদ্যোগে রবিন মুখার্জি স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা হল ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি। চুঁচুড়া ময়দানে এই খেলায় জেলার ৮টি দল যোগ দেয়। চেয়ারম্যান একাদশ বনাম বিধায়ক একাদশের মধ্যে এক প্রদর্শনী ম্যাচে বিধায়ক একাদশ ৪-১ গোলে জেতে। ফাইনালে হুগলি পুলিশ অ্যাথলেটিক ক্লাব বনাম ডিএম রিক্রিয়েশন ক্লাবের খেলায় পুলিশ দল ১-০ গোলে জেতে। জয়সূচক গোলটি করেন প্রশান্ত বন্ধ্যোপাধ্যায়। সেরা খেলোয়াড় হন প্রশান্তবাবু। প্রধান অতিথি ছিলেন মন্ত্রী রচপাল সিংহ। |
পুরস্কার বিতরণী
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
খানাকুলের রাধানগর পল্লি উন্নয়ন সমিতির বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল সোমবার। সমিতির প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে খানাকুল থানা এলাকার ২০১১ সালের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়াও বিজ্ঞান মেধা অন্বেষণে দ্বিতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪২ জনকে পুরস্কার দেওয়া হয়। সাঁতার প্রতিযোগিতার জন্যও ছিল পৃথক পুরস্কারের ব্যবস্থা। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৯৩ সাল থেকে এই পুরস্কার চালু আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতুলচন্দ্র পণ্ডিত। বিশেষ অতিথি ছিলেন খানাকুলের রাজা রামমোহন কলেজের অধ্যক্ষ দেবব্রত মজুমদার। হাজির ছিলেন প্রধান শিক্ষক বিশ্বনাথ মহাপাত্র-সহ বহু বিশিষ্ট মানুষ। |
বাগনানে সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
বাগনান ১ মহিলা বিকাশ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি-র উদ্যোগে আয়োজিত হচ্ছে মহিলা স্বনির্ভর গোষ্ঠী সম্মেলন। বুধবার বাঙ্গালপুর সিংহবাহিনীতলায় এই সম্মেলনের উদ্বোধন হয়। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিনই আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সমন্বয় সমিতির পক্ষ থেকে মাধুরী ঘোষ বলেন, “আর্থিক ও সামাজিক বিকাশের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলাদের অনুপ্রাণিত করার জন্যই এই সম্মেলন করা হচ্ছে।” |
চিত্র প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • কুলগাছিয়া |
|
নিজস্ব চিত্র। |
গত ২৪ ডিসেম্বর উদ্বোধন হল ‘কুলগাছিয়া আর্ট গ্যালারি’। কুলগাছিয়া স্টেশনের পাশেই শিল্পী তপন কর নিজের বাড়িতে ৩৫ ফুট বাই ১০ ফুট ঘরে গ্যালারিটি তৈরি করেছেন। উদ্বোধন উপলক্ষে ১৯ জন শিল্পীর ২৫টি শিল্পকর্মের প্রদর্শনীর আয়োজন হয়। |
শিশু উৎসব
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গত ২০-২৬ ডিসেম্বর তুলসিবেড়িয়া ফুটবল মাঠে শিশু উৎসবের আয়োজন হয়েছিল। এই উপলক্ষে নানা প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। বিশেষ আকর্ষণ ছিল শিশুদের বিজ্ঞান মডেল ও হাতের কাজের সচিত্র প্রদর্শনী। |
কংগ্রেসের অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
ইন্দিরা ভবনের নাম পরিবর্তনের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় রাস্তা অবরোধ করল বাগনান ২ ব্লক যুব কংগ্রেস কমিটি। নুন্টিয়ার কাছে বাগনান-শ্যামপুর রোডে এই অবরোধ চলে প্রায় আধ ঘণ্টা ধরে। এর ফলে রাস্তায় বেশ যানজট হয়। |
কল্পতরু উৎসব
নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল |
সারেঙ্গা হিরাপুরে শ্মশানকালী মন্দির কমিটির উদ্যোগে রবিবার কালী মন্দিরে কল্পতরু উৎসব পালিত হল। মন্দির কমিটির সম্পাদক ব্রহ্মমিত্র রায় জানান, হাজার দশেক দর্শনার্থীকে এ দিন অন্নকূট পরিবেশন করা হয়।
অন্য দিকে, হাওড়া জেলার সাঁকরাইলের চকশ্রীকৃষ্ণপুর গ্রামেও শ্রীসারদাবিহার সেবা মন্দিরের উদ্যোগে কল্পতরু উৎসব পালিত হয়েছে। বহু ভক্তের সমাগত হয় এই উপলক্ষে। |
ট্রাক ছিনতাই |
খোদ হাওড়া শহর থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটল। আগে ৬ নম্বর জাতীয় সড়কে এমন ঘটলেও শহরের মধ্যে এটিই প্রথম। পুলিশ জানায়, ৩০ ডিসেম্বর রাতে কোনা এক্সপ্রেসওয়ের মন্দিরতলা অ্যাপ্রোচ রোডে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, দেড় টন লোহার রড বোঝাই একটি ট্রাকের পথ আটকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক থেকে ৮-১০ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে নেমে অন্য ট্রাকটি ছিনতাই করে। পরদিন ছিনতাই হওয়া ট্রাকটির চালক ও খালাসি বাগনান থেকে আহত অবস্থায় উদ্ধার হয়। ডিসি সদর সুকেশকুমার জৈন জানান, গত সোমবার বজবজ রোড থেকে ফাঁকা ট্রাকটি উদ্ধার হয়েছে। |
মন্দিরে চুরি |
ফের মন্দিরে চুরি। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার এক শীতলামন্দিরের মূর্তির গা থেকে চুরি যায় লক্ষাধিক টাকার সোনার গয়না। পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয়েরা মন্দিরের দরজার তালা ভাঙা দেখে ভিতরে যান। এর পরেই খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করে। |
|