১ এখানে শহরের কোলাহল নেই,
গ্রামের নির্জনতাও নেই।
৪ জলে জন্মে, পদ্ম, শঙ্খ।
৬ স্বগত, আত্মনিষ্ঠ।
৮ জানা হয়েছে, জ্ঞাত।
৯ “---ভিড়াও তীরে’/
উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রীদল।”
১০ গণশক্তির অধিদেবতা।
১১ এর বিশ্বাসযোগ্যতায় ভর করা যায়।
১৩ ভীষণা, কঠিন-স্ত্রীশব্দ।
১৪ তৃপ্তিদায়ক।
১৫ বুদ্ধিনাশ।
১৭ দখল করা হয়েছে।
১৯ কুলাদ্রি।
২১ অভিপ্রায়, কী---নিয়ে
আবার এখানে এলে।
২২ কৃষ্ণের অন্যতম নাম।
২৪ চণ্ডীদাসের ‘---রামি’।
২৫ আত্মনির্ভরশীল।
২৭ নিম্ন, ভারী ধ্বনিযুক্ত।
২৮ এমন দৃষ্টিতে চিত্তচাঞ্চল্য
তো হতেই পারে।
৩০ খাঁদি।
৩২ ‘কে তুমি---আগে তো দেখিনি’।
৩৪ নকলনবিশ, লেখকও।
৩৬ বুন্দেলখণ্ডের পাহাড়।
৩৭ খাল।
৩৮ শাড়ির খুঁট বা আঁচল। |
|
১ সুরা, মদ।
২ শুভ্র কৈলাস পর্বত।
৩ মৌখিক নয়---অভিযোগ চাই।
৪ যে কাঠের ঘর্ষণে আগুন জ্বলে।
৫ ভারতে নির্ণয়নের এ
কাজটা দশ বছর অন্তর হয়।
৬ ---আটখানা।
৭ গণতন্ত্রের নীতি অনুসারী।
১১ ব্যবসায় বা চাকরিতে এমন হলে
পরবর্তী প্রজন্ম নিয়ে চিন্তা নেই।
১২ তত্ত্বজ্ঞানবতী।
১৩ রম্ভা, কলা।
১৪ তৃণ বা খড়ের বাড়ি।
১৬ মতে বিশ্বাসী ও শ্রদ্ধাবান।
১৮ সেই কারণে।
২০ জ্যোৎস্না।
২৩ বিড়াল।
২৬ বর্ণনাসংবলিত কাগজ।
২৭ আকাশরূপ আঙিনা।
২৯ নভেলের নায়ক-নায়িকার
মতো ভাবপ্রবণ আচরণ।
৩১ গালিচা।
৩২ দৃষ্টান্ত।
৩৩ ‘এবার---করে দাও
হে তোমার মুখর কবিরে’।
৩৫ সাধুর---সম্বল। |