l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কলকাতার কথকতা নিয়ে
‘মাওবাদী’ মেয়ে গ্রেফতার, হৃদরোগে মৃত্যু মায়ের
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
মাওবাদী স্কোয়াড সদস্য সন্দেহে গ্রেফতার হয়েছেন এক যুবতী। ‘সেই শোকে’ তাঁর মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে দাবি করলেন আত্মীয়েরা। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের লালগড়ের শালবনি গ্রাম থেকে বছর কুড়ির রাইমণি সরেনকে ধরে পুলিশ। রাইমণির দাদা মধুসূদন সরেন জানান, এর পরেই অসুস্থ হয়ে পড়েন তাঁদের মা, বছর পঞ্চান্নর চাঁদমণিদেবী। রাতে তাঁর অসুস্থতা বাড়ে। রবিবার ভোরে স্থানীয় এক চিকিৎসককে ডাকা হয়। ওই চিকিৎসক মধুসূদনবাবুদের জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদমণি মারা গিয়েছেন। মধুসূদনের দাবি, “মিথ্যা মামলায় বোন ধরা পড়ায় মা ভেঙে পড়েন। ওঁর মৃত্যু হয় সেই শোকেই।” পুলিশের দাবি, ‘ফেরার’ মাওবাদী স্কোয়াড সদস্য রাইমণিকে দীর্ঘদিন খোঁজা হচ্ছিল। ২০০৯-এর জুলাইয়ে একই দিনে লালগড়ের ভাউদির জঙ্গলে যৌথ বাহিনীর উপরে গুলি চালানো এবং ধরমপুর ক্যাম্প লক্ষ করে গুলি চালানোর ঘটনায় ওই যুবতী জড়িত। ২০০৯-এর ডিসেম্বরে লালগড়ের তলবামালে মাওবাদী হামলায় সিপিএম সমর্থক মদন পাত্র খুনেও রাইমণি ‘অভিযুক্ত’।
বিস্তারিত...
বৈঠকে জট না কাটলে আন্দোলনের হুমকি তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি ও কোচবিহার
রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে কর্মচারী সমিতির আসন্ন বৈঠকের পরেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্যা না মিটলে আন্দোলনে নামার ‘হুমকি’ দিল তৃণমূলের শিক্ষা সেল। ২৮ ডিসেম্বর কলকাতায় শিক্ষামন্ত্রীর দফতরে ওই বৈঠক হওয়ার কথা। পক্ষান্তরে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে প্রায় এক বছর পরে অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। কোনও সমস্যা না হলে ১৭ জানুয়ারি ওই বৈঠক হবে বলে কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে শনিবার শিলিগুড়ির সার্কিট হাউসে বৈঠক করেন দলের শিক্ষা সেলের উত্তরবঙ্গ কোর কমিটির সদস্যেরা। উপস্থিত ছিলেন সংগঠনের দার্জিলিং জেলা আহ্বায়ক কৃষ্ণা পাল, বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতা রথীন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বৈঠকে ঠিক হয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও কর্মচারী সমিতি আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে শিক্ষা সেল বিশ্ববিদ্যালয় চত্বরে পাল্টা-অবস্থানে বসবে।
বিস্তারিত...
কুসংস্কারের বশে রাতভর পড়ে মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
কেবলমাত্র কুসংস্কারের বশে ১৮ ঘণ্টা ধরে পড়ে রইল মৃতদেহ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকার সরস্বতীপুর গ্রামের। রবিবার দুপুরে পুলিশ-জনপ্রতিনিধিরা গ্রামের মানুষকে অনেক বুঝিয়ে দেহটি সৎকারের ব্যবস্থা করেন। কারও কুনজরে গ্রামের লোকেদের অনিষ্ট হচ্ছে সম্প্রতি এই ধারণা চেপে বসেছিল ডেবরার সরস্বতীপুরের আদিবাসী পাড়ায়। বিধান নিতে শনিবার সকালে গড়বেতায় জানগুরুর কাছে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু মেদিনীপুর শহরের কেরানিতলা পেরনোর পরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে মৃত্যু হয় দু’জনের। আহত হন বেশ কয়েকজন। শনিবার বিকেলে দেহ পৌঁছে দেওয়া হয় বাড়িতে। সাহায্য করার জন্য স্থানীয় বিধায়ক রাধাকান্ত মাইতি ও সমাজসেবী শান্তি টুডু গ্রামে গিয়েছিলেন। রবিবার সকালে তাঁরা জানতে পারেন, রান্টা মুর্মু নামে এক মৃতের দেহ সৎকার করতে গ্রামের কেউ রাজি হননি। রান্টার মায়ের ‘কু-নজরেই’ গ্রামে অঘটন ঘটেছে বলে এখন ধারণা হয়েছে গ্রামবাসীদের। খবর পেয়েই এ দিন সকালে গ্রামে হাজির হন থানার ওসি কৃষ্ণেন্দু হোতা। বিধায়ক তাঁর প্রতিনিধি হিসাবে গ্রামে পাঠান শান্তি টুডুকে।
বিস্তারিত...
ভাটি থেকে ঠেকে চোলাই
পৌঁছে দিলেই ১৮০ টাকা
নিজস্ব সংবাদদাতা • কালনা
শহরে ‘পেপসি’। গ্রামে ‘ঢোলফোলা’। কালনার হাটে-বাজারে চোলাইয়ের দুই পরিচিত নাম। দাঁতনকাঠিতলা, শীতলাতলা, রাজীব গাঁধী মোড়-সহ কালনা শহরের বিভিন্ন এলাকায় গেলে চোলাইয়ের ঠেক চিনিয়ে দিতে পারেন যে কেউ-ই। খরিদ্দারের দেখা মিলতেই ঠেক-মালিকেরা তাঁদের নিয়ে চলে যাচ্ছেন গোপন ডেরায়। চোলাই খেতে খেতে ক্রেতারা হাত বাড়াচ্ছেন সিদ্ধ ছোলার বাটির দিকে। ক্রেতাদের বেশিরভাগই ভ্যানচালক, রিকশাচালক অথবা খেতমজুর। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেকেই দিন পাঁচ-ছ’বার করে ঠেকে যান। অনেকে আবার ঠেক ছাড়ার আগে কিনে নিয়ে যান প্যাকেটে মোড়া চোলাই। এই সব চোলাইয়ের দাম পাঁচ থেকে কুড়ি টাকা পর্যন্ত। কালনা শহর সংলগ্ন ভাগীরথী নদীর ধারে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইঁটভাটা। সারা বছরই ঝাড়খণ্ড, বিহার-সহ বিভিন্ন জায়গা থেকে শ্রমিকেরা আসেন। ওই সব ইঁটভাটাগুলিতে দীর্ঘ দিন ধরেই রমরমা চোলাইয়ের। সন্ধ্যা নামলেই ব্যাগভর্তি চোলাইয়ের প্যাকেট সঙ্গে নিয়ে হাজির হয়ে যান কারবারিরা। মুহূর্তের মধ্যেই খালি হয়ে যায় ব্যাগ। ভাটাগুলির নিয়মানুযায়ী, প্রত্যেক বুধবার ‘হপ্তা প্রথা’ রয়েছে।
বিস্তারিত...
হুল্লোড়, আনন্দে শীতকে হারাল বড়দিন
নিজস্ব প্রতিবেদন
একে বছরের শেষ রবিবার, সঙ্গে বড়দিন। সকাল থেকেই কলকাতা লাগোয়া চার জেলায় আনন্দ আর হই-হুল্লোড়ে মেতে উঠলেন সাধারণ মানুষ। গির্জায় গির্জায় চলল যিশুকে স্মরণ করে বিশেষ প্রার্থনা। শীতের ঝলমলে রোদ, হিমেল হাওয়ায় ভোর থেকেই হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার রাজপথগুলিতে দেখা গিয়েছে পিকনিক করতে যাওয়া অসংখ্য গাড়ি। সেই সব গাড়ির কোনওটা গিয়ে থেমেছে ব্যান্ডেল চার্চে, কোনওটা ক্যানিংয়ে, কোনওটা বা হাওড়ার ফুলেশ্বর বাংলোয়। গির্জায় গির্জায় শনিবার রাত ১২টা থেকেই শুরু হয়ে যায় উৎসব। বড়দিনে বন্ধ থাকে ব্যান্ডেল চার্চ। কিন্তু ছুটি উপভোগ করতে প্রতিবারই এখানে ভিড় জমান সাধারণ মানুষ। গির্জা সংলগ্ন মাঠে এবং পাশে গঙ্গাতীরে দর্শনার্থীরা মেতে ওঠেন চড়ুইভাতিতে। গঙ্গার পাড় ধরে বসেছিল রকমারি দোকানের মেলা। গঙ্গাবক্ষে নৌকাভ্রমণ ছিল বিশেষ আকর্ষণ। যাঁরা প্রথম বার এখানে এসেছেন, তাঁদের অবশ্য গির্জার ভিতরে ঢুকতে না-পারার আক্ষেপ নিয়ে ফিরতে হল। অস্ট্রেলিয়াবাসী উলফ্রেন্ড গোমস্ ভারতে বেড়াতে এসে শুনেছিলেন ব্যান্ডেল চার্চের ঐতিহ্যের কথা। এ দিন তা সচক্ষে দেখতে আসেন ওই যুবক।
বিস্তারিত...
মূলস্রোতে ফিরতে ৪ মাওবাদীর আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
সমাজের মূলস্রোতে ফিরতে ফের প্রশাসনের কাছে আত্মসমর্পণ করলেন চার মাওবাদী। সুজিত ওরফে সন্দীপ সরকার, প্রভাত রাজোয়াড়, সঞ্জয় রাজোয়াড় এবং আয়েন রাজোয়াড় নামে ওই চার মাওবাদী রবিবার বহরমপুর থানায় আত্মসমর্পণ করেন। পুলিশের দাবি, এই চার জনকে তারা বছর খানেক ধরে খুঁজছিল। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানাও ছিল। মুর্শিদাবাদের পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “এই চার জনের বিরুদ্ধেই মাওবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১০-এর ১১ নভেম্বর কুন্দীপ সরকার নামে এক যুবককে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়। জেরার মুখে সে তার পাঁচ সঙ্গীর নাম জানায়। তখনই এই চার জনের নাম জানা যায়। সন্তোষ রাজোয়ার নামে আরও এক জনকে পুলিশ খুঁজছে।” সম্প্রতি স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে বেশ কয়েক জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে জাগরী বাস্কে, রাজারাম সোরেন, দুর্যোধন রাজোয়াড়ের মতো প্রথম সারির মাওবাদী নেতা-নেত্রী ও স্কোয়াড সদস্য রয়েছেন। পুলিশ সূত্রের খবর, এ দিন যে চার জন আত্মসমর্পণ করেছেন, তাঁরা সিপিআই (মাওবাদী)-র নদিয়া-মুর্শিদাবাদ জোনাল কমিটির গ্রাম কমিটির সদস্য।
বিস্তারিত...
এক নজরে
• বিপন্ন সিংহদুয়ার
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ভাওয়াইয়ার মিলনমঞ্চ
সরু রাস্তা জুড়ে পড়ে
রয়েছে ইট-কাঠ, ক্ষোভ
বেলাকোবায়
দক্ষিণবঙ্গ
টেস্টে ফেল, শিক্ষিকাদের
ঘেরাও করল ছাত্রীরা
শ্মশান সংস্কারের
দাবি গোপালনগরে
বর্ধমান
ট্রান্সফর্মার থেকে দরজা
উধাও, পর্যটনকেন্দ্র বন্ধই
বড়দিনে মাতোয়ারা পার্ক
পুরুলিয়া
বড়দিনে বিষ্ণুপুর-জয়চণ্ডী
পাহাড়ে পর্যটকদের ঢল
জনবসতি এলাকায় ক্রাশার,
তদন্ত শুরু করল প্রশাসন
মুর্শিদাবাদ
বড়দিনে ভেঙেছে
ধর্মের বেড়া
দেবতার নৈবেদ্যে কচুরি, নলেনগুড়ের মিষ্টি, কেক
মেদিনীপুর
কিসান কার্ড দ্রুত
বিলির জন্য উদ্যোগী
হতে আবেদন মন্ত্রীর
দলের বন্দি নেতা-কর্মীদের
কম্বল বিলি সিপিএমের
কলকাতা
২৪.৩/১১.৯
আজকের দিনে
•
১৯৯৯
: প্রাক্তন রাষ্ট্রপতি
শঙ্কর দয়াল শর্মার মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.