বড়দিনে ভেঙেছে ধর্মের বেড়া |
|
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর: সকাল থেকে নাওয়া-খাওয়া ভুলে বড়দিনের উৎসবের চাঁদা তুলে বেড়াচ্ছিলেন সাহেব শেখ। পেশায় গাড়ি চালক এই মধ্য চল্লিশের মানুষটিই নির্মলনগর যুবক বৃন্দের বড়দিন উৎসব কমিটির সহ সম্পাদক। বলতে গেলে এই উৎসবের প্রাণ পুরুষ। আবার যে মানুষটি পাড়ার পুজো থেকে বড়দিন, সব উৎসবই সফল করতে প্রাণপাত করেন, তাঁর নাম শান্তনু ব্রহ্ম। আর যে গোশালা সেই উপলক্ষে তৈরি করা হয়েছে, তার মূল দায়িত্বে সম্পাদক খ্রিস্টান ধর্মাবলম্বী অনুপ বিশ্বাস |
|
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: সমাজের মূলস্রোতে ফিরতে ফের প্রশাসনের কাছে আত্মসমর্পণ করলেন চার মাওবাদী। সুজিত ওরফে সন্দীপ সরকার, প্রভাত রাজোয়াড়, সঞ্জয় রাজোয়াড় এবং আয়েন রাজোয়াড় নামে ওই চার মাওবাদী রবিবার বহরমপুর থানায় আত্মসমর্পণ করেন। পুলিশের দাবি, এই চার জনকে তারা বছর খানেক ধরে খুঁজছিল। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানাও ছিল। মুর্শিদাবাদের পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “এই চার জনের বিরুদ্ধেই মাওবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। |
মূলস্রোতে ফিরতে ৪
মাওবাদীর আত্মসমর্পণ |
|
প্রশাসনের আশ্বাসে উঠল বাস ধর্মঘট |
|
মঠে অগ্নিনির্বাপণ
নিয়ে সতর্কতা |
দেবতার নৈবেদ্যে কচুরি,
নলেনগুড়ের মিষ্টি, কেক |
|
টুকরো খবর |
|
বড়দিনের নানা মেজাজ |
|
|