দুষ্কৃতী হানা, মৃত সিপিএম কর্মী |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
দুষ্কৃতীদের বোমা-গুলিতে শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় ইসব শেখ নামে এক সিপিএম কর্মীর। তাঁর বাড়ি কান্দির উদয়চাঁদপুরেয়। ওই দিন পেয়ারকাটা গ্রামের কাছে তাঁকে লক্ষ করে বোমা-গুলি ছোড়ে এক দন দুষ্কৃতী। এই ঘটনায় হানিফ শেখ নামে এক ট্রাক্টরচালকও জখম হয়েছেন। তাঁকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসববাবুর পরিবারের তরফে অভিযোগ, ব্যক্তিগত আক্রোশের কারণেই তাঁকে খুন করা হয়েছে। কান্দির সিপিএম জোনাল কমিটির সম্পাদক কাজল চক্রবর্তী বলেন, “ইসব আমাদের সক্রিয় কর্মী। কংগ্রেসের লোক জন ব্যক্তিগত আক্রোশের জেরেই ওঁকে খুন করেছে।” যদিও সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। কান্দি ব্লক কংগ্রেস সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, “যে কোনও মৃত্যুই দুঃখজনক। তবে এই খুনের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই। সিপিএম মিথ্য অভিযোগ করছে।” প্রথমিক তদন্তের পরে পুলিশ সূত্রে জানানো হয়েছে, বছর ছ’য়েক আগে উদয়চাঁদপুরের একটি লুটের ঘটনায় ইসব অভিযুক্ত ছিল। পরে একটি খুনের ঘটনায়ও ইসবের নামে অভিযোগ ছিল। ইসব রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁর দাদা শেখ সেকেন্দার শেখ বলেন, “সমাজবিরোধীরাই আমার ভাইকে খুন করেছে। আমি কয়েক জনের নাম উল্লেখ করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি।” পুলিশের ধারণা, ব্যক্তিগত আক্রোশ বা পুরনো বিবাদের জেরেই এই খুন। মুর্শিদাবাদের পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “মন হচ্ছে এই খুনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ইসবের বিরুদ্ধে পুরনো যা অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
শহরের হাল ফেরাতে উদ্যোগী হয়েছে কান্দির পুলিশ ও প্রশাসন। রাস্তা দখলমুক্ত করতে, শহরে পলিপ্যাকের ব্যবহার রুখতে এর আগে লাগাতার অভিযান চালিয়েছে প্রশাসন। এ বার রাস্তার জট কাটাতে শহরে লছিমনের অবাধ গতিবিধির উপরে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। শনিবার থেকেই শহরের ভিতরের রাস্তায় লছিমনের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। শহর জুড়ে যানজট এখানে নিত্য দিনের ঘটনা। এমনিতেই মোটর সাইকেল ও রিকশার দৌরাত্বে রাস্তায় নাকাল হতে হয় সাধারণ মানুষকে। তার উপরে লছিমন একটা বড় সমস্যা। পণ্যবোঝাই বা অতিরিক্ত যাত্রী নিয়ে শহরের সব অলি-গলিতেই ঢুকে পড়ে লছিমন। রাস্তার যানজট মুক্ত করতে শহরের রাস্তার ভিতরের তাই বন্ধ করা হয়েছে লছিমন। এখন শহরের বাইরে লছিমনের চলাফেরা নিয়ে কোনও নিষেধাজ্ঞা না থকলেও পরবর্তীকালে তাও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রসাশনের এই উদ্যোগকে সমর্থন করেছেন এলাকার বাসিন্দারাও। কান্দির মহকুমাশাসক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “শহরের রাস্তা যানজটমুক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের ভিতরে কোথাও লছিমন দেখলেই তা আটক করা হবে। গ্রেফতার করা হবে চালককেও।”
|
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
রান্নার গ্যাস সরবরাহ কেন্দ্রে হানা দিয়ে কয়েক লক্ষ টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। শনিবার কল্যাণীর গয়েশপুরের বেদীভবন এলাকার ওই গ্যাস সরবরাহ কেন্দ্রে হানা দেয় জনা কয়েক দুষ্কৃতী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যে সাতটা নাগাদ ওই অফিসের কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে। যাওয়ার সময়ে তারা অফিসের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে স্থানীয় বাসিন্দারা অফিসটি খোলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী
|
অপরাধ-ভঞ্জন মেলায় এসে পুজো দিলে সব পাপ ধুয়ে যায়। এমনই বিশ্বাস কুলিয়ার মানুষের। প্রতিবারই কৃষ্ণ একাদশীতে এই মেলায় ভিড় জমান মানুষ। এ বারও জমজমাট অপরাধ-ভঞ্জন মেলা। এখানে রয়েছে নিতাই-গৌরের মন্দির। রয়েছে রাধা গোবিন্দ এবং শিবের মন্দিরও। মানুষের বিশ্বাস এই মন্দিরে পুজো দিলে পাপমুক্ত হওয়া যায়। এখানকার যমুনা খালে স্নান করে মন্দিরে পুজো দিচ্ছেন বহু মানুষ। বুধবার শুরু হওয়া এই মেলার আজই শেষ দিন। চাকদহের শিমুরালীর বাসিন্দা লক্ষ্মী সরকার বললেন, “আমরা জ্ঞানে-অজ্ঞানে অনেক অপরাধ করি। মেলায় পুজো দিলে ক্ষমা পাওয়া যায়।”
|
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
বাস উল্টে ১১ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে তেহট্টের নিশ্চিন্তপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগর পাটিকাবাড়ি রুটের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের পলাশিপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পলাতক।
|
দুর্ঘটনায় মত্যু হয়েছে শুকচাঁদ মণ্ডল(৪৬) নামে এক ব্যক্তির। বাড়ি তেহট্টের তরণীপুরে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পাশের একটি খাদে নেমে যায়। গাড়ির ধাক্কায় আহত হন স্থানীয় এক মহিলাও। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান শুকচাঁদবাবু। ভ্যানটিকে আটক করেছে পুলিশ।
|
এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার চাকদহের তাঁতিগাছি গ্রাম থেকে ফরিদ মণ্ডল (২৯) নামে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাড়ি সরাটি গ্রামে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। |