l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
সাবিত্রীর প্রতি অভিযোগ আনলেন মৌসম
নিজস্ব সংবাদদাতা • মালদহ
তৃণমূল-কংগ্রেসের জোট-সম্পর্কে ‘জটিলতা’ বেড়েই চলেছে। মালদহে কংগ্রেসকর্মীদের উপরে ‘হামলা’র জন্য এ বার জেলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্রের দিকে আঙুল তুললেন উত্তর মালদহের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবি নিয়ে কংগ্রেস-তৃণমূলের ‘ব্যবধান’ স্পষ্ট হচ্ছিল। গত শুক্রবার কলকাতায় তৃণমূলের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে মৌনীমিছিল করে ‘বিতর্ক’ তৈরি করে যুব কংগ্রেস। তার রেশ না কাটতেই এ দিন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি মৌসমের অভিযোগ, “তৃণমূলের জেলা সভানেত্রী মালদহ থেকে কংগ্রেসকে শেষ করতে সিপিএমের সমাজবিরোধীদের দলে ঢোকাচ্ছেন। তারা তৃণমূলের হয়ে কংগ্রেসকর্মীদের উপরে হামলা করছে।” পাশাপাশি তাঁর দাবি, “রাজ্যের নানা এলাকায় যুব কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ওই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝানো হয়েছে।”
বিস্তারিত...
বিমানবন্দর আগে গড়ুন, চাঙ্গি-কর্তাদের রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সোমবার রাতের বিমানে কলকাতায় পা রেখে মঙ্গলবার দুপুরেই রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসলেন চাঙ্গি এয়ারপোর্টস ইন্টারন্যাশনাল (সিএআই)-এর শীর্ষ কর্তারা। এবং সেই আলোচনার পর শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানালেন, অন্ডাল বিমাননগরী প্রকল্পের অন্যতম অংশীদার ওই সংস্থাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফে। সিঙ্গাপুরের সংস্থাটির কর্তাদের তিনি বলেছেন, “আগে বিমানবন্দর গড়ে সরকারের আস্থা জিতুন আপনারা। সেই সঙ্গে স্থানীয় মানুষেরও।” রাজ্যের শিল্পমন্ত্রীর এই মন্তব্য থেকে অনেকেই মনে করছেন, বিমাননগরী প্রকল্পটি নিয়ে নির্মাণকারী সংস্থার প্রতি কোথাও একটা অনাস্থা রয়েছে রাজ্য সরকারের। সে কারণেই তাদের আগে বিমানবন্দরের কাজ ‘শেষ করে দেখাতে’ বলা হয়েছে। যদিও প্রত্যাশিত ভাবেই এ নিয়ে বিশদে মুখ খোলেননি দু’পক্ষ। তবে বৈঠকের পরে সংস্থার তরফে দাবি করা হয়েছে, প্রকল্প ঘিরে দু’পক্ষের মধ্যে যে অবিশ্বাসের মেঘ জমেছিল, তা অনেকটাই কেটে গিয়েছে। চাঙ্গি সংস্থার চিফ এগ্জিকিউটিভ অফিসার (সিইও) লিম লিয়াং সং-ও বৈঠকের পরে বাইরে এসে বলেন, “বৈঠক ফলপ্রসূ হয়েছে।”
বিস্তারিত...
দীপার ‘তালুকে’ ছাত্র সংসদ দখল তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • কালিয়াগঞ্জ
আক্রমণ-প্রতি আক্রমণের রাজনীতির ‘ছাপ’ লাগাতারই পড়ছে কংগ্রেস-তৃণমূলের শরিকি-সম্পর্কে। তারই মধ্যে রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির ‘খাসতালুক’ কালিয়াগঞ্জে (প্রিয়রঞ্জনের আদি বাড়ি যেখানে) কলেজের ছাত্র সংসদের দখল নিল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী নির্বাচনে ৮ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি সদস্যের সমর্থনে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন টিএমসিপি-র গৌরব সান্যাল। জোট রাজনীতিতে বর্তমান ‘টানাপোড়েনের’ নিরিখে যে ফল অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে দাবি করেছে তৃণমূল শিবির। রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল গড়া নিয়ে উত্তর দিনাজপুরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বিরোধ চলছেই। শরিকি-সম্পর্ক ‘উত্তপ্ত’ হয়ে ওঠে তৃণমূলের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে কলকাতায় যুব কংগ্রেসের সাম্প্রতিক মৌনীমিছিলে দীপা দাশমুন্সির উপস্থিতিতে। দুই শরিকের সম্পর্কে ‘জটিলতা’ আরও বাড়ে নেতাজি ইন্ডোরে পঞ্চায়েতি রাজ সম্মেলনের মঞ্চ থেকে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে সুর মিলিয়ে দীপা রাজ্য সরকারকে ‘আক্রমণ’ করায়।
বিস্তারিত...
শিল্পায়নে গতি আনতে রঘুনাথপুরে হবে উন্নয়ন পর্ষদ
শুভ্রপ্রকাশ মণ্ডল • রঘুনাথপুর
রঘুনাথপুরকে ঘিরে উন্নয়ন পর্ষদ (ডেভলপমেন্ট অথরিটি) গড়ার কাজ শুরু হল। রাজ্য মন্ত্রিসভায় এ ব্যাপারে অনুমোদন পাওয়ার পরে প্রথম ধাপ হিসেবে পরিকল্পনা পর্ষদ গড়ার কথা ঘোষণা করেছে সরকার। চলতি অক্টোবর মাসে পরিকল্পনা পর্ষদ (প্ল্যানিং অথরিটি) গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য নগরোন্নয়ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি দেবাশিস সেন। উন্নয়ন পর্ষদ গড়ার পথে এটাই প্রথম ধাপ। পরিকল্পনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ। তিনি বলেন, “রঘুনাথপুর উন্নয়ন পর্ষদ গঠন করার প্রথম ধাপ হিসেবে পরিকল্পনা পর্ষদ গঠন করা হয়েছে। রঘুনাথপুরের মহকুমাশাসকের কার্যালয়ে পর্ষদের একটি দফতর খুলে কাজও শুরু হয়েছে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিকল্পনা পর্ষদ গঠনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে তার কাজও এগিয়েছে। রাজ্য নগরোন্নয়ন দফতরের আধিকারিকদের একটি দল সম্প্রতি এলাকায় প্রাথমিক সমীক্ষা করে গেছেন। রঘুনাথপুর ১ ও ২ ব্লক এবং নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ পঞ্চায়েত ও রঘুনাথপুর পুরসভা এলাকা মিলিয়ে মোট ২১২টি মৌজাকে পর্ষদের আওতায় নিয়ে আসা হয়েছে।
বিস্তারিত...
তৃণমূল নেতা খুনে অভিযুক্ত
ধরা দিলেন তৃণমূল অফিসেই
নিজস্ব প্রতিবেদন
তৃণমূল নেতা খুনে অভিযুক্ত জনগণের কমিটির এক নেতা পুলিশের হাতে ধরা দিলেন শাসকদলের অফিসে এসেই। মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে এ ভাবে ধরা দেওয়া কমিটি-নেতার নাম প্রণব ওরফে বাবলু মাহাতো। বাড়ি ঝাড়গ্রামেরই নেদাবহড়ায়। ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অলোক রাজোরিয়ার দাবি, “ধাংড়ি গ্রামে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মিশ্র খুনে অন্যতম অভিযুক্ত বাবলু। রাষ্ট্রদ্রোহ, হামলা, নাশকতা, ভাঙচুর-লুঠ, তোলাবাজির অভিযোগও রয়েছে।” আজ, বুধবার তাঁকে আদালতে হাজির করানো হবে। মঙ্গলবার দুপুরে শহরের কোর্ট রোডে তৃণমূল অফিসে আসেন বাবলু। ওই অফিসে নিয়মিত বসেন দলের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক গৌরাঙ্গ প্রধান (দলবিরোধী কাজে আপাতত অবশ্য ‘সাসপেন্ড’ রয়েছেন)। বাবলু এসে গৌরাঙ্গবাবুকে জানান, তিনি ধরা দিয়ে মূলস্রোতে ফিরতে চান। গৌরাঙ্গবাবু থানায় খবর দেন। এএসআই নবীন পাত্র-র নেতৃত্বে পুলিশ এসে কমিটি-নেতাকে নিয়ে যায়। তৃণমূল নেতার মাধ্যমে ধরা দেওয়ার কারণ হিসাবে বাবলুর বক্তব্য, “সোজাসুজি পুলিশে যেতে সাহস হয়নি। গৌরাঙ্গদাকে চিনি। তাই ওঁর মাধ্যমেই ধরা দিলাম।”
বিস্তারিত...
এবার জলপাইগুড়ির উন্নয়নে নজর মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
গন্তব্য জলপাইগুড়ি! লক্ষ্য, উন্নয়নে আরও গতি আনা। সে জন্য মঙ্গলবার প্রায় সকাল থেকে সন্ধে পর্যন্ত টানা বৈঠক ও পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। কখনও জেলার উন্নয়ন নিয়ে সরকারি অফিসারদের নিয়ে বৈঠক করলেন। তার পরে শহরের বিশিষ্ট জনদের সঙ্গে খোলামেলা আলোচনা করে পরামর্শ নিলেন। শহরের উন্নয়ন নিয়ে পুর চেয়ারম্যানের সঙ্গে ঘরোয়া বৈঠকও করলেন। সেই সঙ্গে হাসপাতালের পরিষেবা নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিলেন। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বান্ধব নাট্য সমাজ পরিদর্শন করে প্রাচীন প্রেক্ষাগৃহের পুর্নগঠনে উদ্যোগীও হলেন। সকাল দশটায় সার্কিট হাউসে ঢোকার পরে যখন গৌতমবাবু জলপাইগুড়ি শহর ছাড়লেন তখন ঘড়িতে সাতটা, মধ্যে মিনিট পনেরোর দুপুরের খাওয়ারের বিরতি ছাড়া। সকাল থেকে অন্তত আটটি বৈঠকের পরে মন্ত্রী বললেন, “স্বাধীনতার পর থেকে বিভাগীয় সদর জলপাইগুড়ির উন্নয়ন কার্যত স্তব্ধ, এই স্তব্ধতা কাটাতে ঐতিহ্যবাহী এই শহরকে একটি ঝাঁকুনি দিতে হবে।”
বিস্তারিত...
সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত নন দলের নেতা-মন্ত্রীরা
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
সরকারি অনুষ্ঠান। কিন্তু আমন্ত্রিতদের তালিকায় নাম ছিল না জোট-শরিক কংগ্রেসের স্থানীয় সাংসদ, বিধায়ক তথা মন্ত্রিসভার অন্যতম সদস্য এবং পুরপ্রধানের। জেলা থেকে মন্ত্রিসভায় তৃণমূলের এক মাত্র প্রতিনিধিরও নাম ছিল না। মঙ্গলবার বহরমপুরে বিদ্যুৎ বণ্টন দফতরের সাব-স্টেশন উদ্বোধন অনুষ্ঠানের ওই সরকারি আমন্ত্রণপত্রে নাম ছিল শুধু এক জনের, সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মনীশ গুপ্ত। মুর্শিদাবাদ থেকে মন্ত্রিসভায় তৃণমূলের একমাত্র সদস্য, পূর্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা বলেন, “আমন্ত্রিতদের তালিকায় আমার নাম ছিল না। তবে উন্নয়নের প্রশ্নে কার্ডে নাম থাকল কি না, তা বড় নয়। অনুষ্ঠানে আমি যেতাম।” কিন্তু তাদের ‘শক্ত ঘাঁটি’ হিসেবে চিহ্নিত মুর্শিদাবাদে, দলীয় সাংসদ ও মন্ত্রী সরকারি অনুষ্ঠানে নিমন্ত্রণ না পাওয়ায় কংগ্রেসের ক্ষোভ ছিল চরমে। শেষ পর্যন্ত অবশ্য বিদ্যুৎ দফতরের ওই উদ্বোধন অনুষ্ঠানই বাতিল করে দেন মনীশবাবু। তিনি বলেন, “আজ উদ্বোধন হচ্ছে না। উদ্বোধন আপাতত স্থগিত থাকছে।” কেন? মন্ত্রীর জবাব, “উদ্বোধন এমন কিছু বড় ব্যাপার নয়। সেখানে কার্ড-টার্ড ছাপিয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল না। ভুল করে একটা কার্ড ছাপা হয়ে গিয়েছে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
আইন অমান্য সফল
করতে মরিয়া সিপিএম
উত্তরপ্রদেশ-বিভাজন
প্রস্তাবের জেরে জল্পনা
পৃথক গোর্খাল্যান্ড নিয়েও
দক্ষিণবঙ্গ
পাকাপাকি সংস্কার দূরঅস্ত,
শুধু তাপ্পি দিয়েই দায় শেষ
ভাঙন রুখতে বিশেষ
প্রজাতির ঘাস চাষের
পরিকল্পনা খানাকুলে
বর্ধমান
অন্য জেলা থেকে ঢুকেছে
ধান, বিক্ষোভ গলসিতে
লাউদোহায় বাজারে আগুন,
পুড়ে ছাই কুড়িটি দোকান
পুরুলিয়া
কার্তিক ভাসানে
মাতল সোনামুখী
৬০০ পরোয়ানা বকেয়া
বীরভূমে, বিস্মিত কোর্ট
মুর্শিদাবাদ
বৈদ্যুতিক চুল্লি বিকল,
শবদাহ নিয়ে সমস্যা
শীতের পদ্মায় কেটেছে
মাছের-খরা
মেদিনীপুর
নতুন সরকারও ফিরে
দেখেনি, হতাশ হৈমবতী
অচলাবস্থা কাটল প্যারামেডিক্যালে
কলকাতা
২৯.৪/১৯.২
আজকের দিনে
•
১৮৯৭:
ভারতীয় লেখক
নীরদ সি চৌধুরির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.