বন্ধ হয়ে গিয়েছে অটো, ট্রেকার চলাচল। কারণ গোটা রাস্তার পিচ উঠে গিয়ে তলার ইটের খোয়া বেরিয়ে পড়েছে। রাস্তার শোচনীয় অবস্থা নিয়ে নজেহাল মানুষ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার মথুরাপুর-১ ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতের পাটুনিঘাটা মোড় থেকে জয়নগর-২ ব্লকের তুলসিঘাটা মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। প্রশাসনের কাছে রাস্তার হাল ফেরানোর জন্য বার বার আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি বলে স্থানীয় মানুষের অভিযোগ।
২০০৪ সালে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পের টাকায় ওই রাস্তায় পিচ ফেলা হয়। বছর দুয়েক চলার পরে রাস্তার হাসল খারাপ হতে থাকে। মাঝে একবার কোনওরকম তাপ্পি দিয়ে সংস্কারের কাজ করা হলেও বর্তমানে ওই রাস্তায় চলাফেরা করাই দায় হয়ে দাঁড়িয়েছে। মথুরাপুরের লালপুর, কৃষ্ণচন্দ্রপুর, নালুয়া এবং জয়নগরের চুবড়িঝাড়া, মনিরতট, গড়দেওয়ালি, বাইসহাটা, ফুটিগাদা-সহ বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের মানুষ এই রাস্তা ব্যবহার করেন। নিমপীঠ এবং মথুরাপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যেতেও এই রাস্তাই ব্যবহার করতে হয়। কিন্তু গত -৪৫ বছর ধরে রাস্তার কারাপ অবস্থার কারণে অটো, ট্রেকার চাচ বন্ধ হয়ে গিয়েছে। ফলে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। স্থানীয় মানুষের অভিযোগ, বর্তমানে রাস্তার যা অবস্থা দাঁড়িয়েছে তাতে সাইকেলে যাওয়াও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। |
মথুরাপুর-১ ব্লকের পাটুনিঘাটা মোড় থেকে জয়নগর-২ ব্লকের
তুলসিঘাটা মোড় পর্যন্ত বেহাল রাস্তা। —নিজস্ব চিত্র। |
রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে। একে খারাপ রাস্তা। তার উপর আলোর ব্যবস্থা না থাকায় রাতবিরেতে চলাফেরা করাও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। জয়নগর-২ ব্লকের নলগোড়া, ফুটিগাদা এই দুই গ্রাম পঞ্চায়েত মথুরাপুর-১ ব্লকের সীমন্তবর্তী এলাকায়। ওই রাস্তায় গাড়িতে নিমপীঠ স্বাস্থ্যকেন্দ্রে বা নিমপীঠ রামকৃষ্ণ মিশন স্কুলে যেতে ১০-১২ কিলোমিটার পথ অতিক্রম করতে হত। কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন দক্ষিণ বিষ্ণুপুর হয়ে জয়নগর থেকে ঘুরপথে প্রায় ২৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে স্বাস্থ্যকেন্দ্র বা স্কুলে যাতায়াত করতে হচ্ছে। ফলে যেমন সময় বেশি লাগছে, তেমনই খরচও বেশি হচ্ছে। স্থানীয় বাসিন্দা শ্রীমন্ত ঘরামি, মইদুল কয়ালদের অভিযোগ, রাস্তার খারাপ অবস্থার জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ছেলেমেয়েদের অনেক কষ্ট করে স্কুলে পাঠাতে হচ্ছে। পঞ্চায়েত থেকে সর্বত্র রাস্তার সমস্যার কথা জাননো হয়েছে। কিন্তু কারও কোনও উদ্যোগ নেই।” মথুরাপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন খাঁ বলেন, “আমরা বিভিন্ন দফতরে বলে বলে নাজেহাল হয়ে গিয়েছি। সত্যিই রাস্তাটি সংস্কারের আশু প্রয়োজন।” |