উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
গুলিবিদ্ধ পুলিশকর্মীর
মৃত্যুর কারণ নিয়ে
এখনও ধোঁয়াশা |
নিজস্ব সংবাদদাতা, সন্দেশখালি ও কোন্নগর: মারা গেলেন উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার গুলিবিদ্ধ পুলিশকর্মী প্রদীপ গঙ্গোপাধ্যায় (৫০)। গত শনিবার, ১৯ নভেম্বর থানার ব্যারাকেই তিনি গুলিবিদ্ধ হন। মঙ্গলবার কলকাতার বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, প্রদীপবাবু আত্মঘাতী হয়েছেন। তাঁর বাড়ি হুগলির কানাইপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি থানার এএসআই প্রদীপবাবু সেখানকার বয়ারমারি চৌকিতে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে তিনি থানায় আসেন। |
|
পাকাপাকি সংস্কার দূরঅস্ত, শুধু তাপ্পি দিয়েই দায় শেষ |
নিজস্ব সংবাদদাতা, মথুরাপুর: বন্ধ হয়ে গিয়েছে অটো, ট্রেকার চলাচল। কারণ গোটা রাস্তার পিচ উঠে গিয়ে তলার ইটের খোয়া বেরিয়ে পড়েছে। রাস্তার শোচনীয় অবস্থা নিয়ে নজেহাল মানুষ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার মথুরাপুর-১ ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতের পাটুনিঘাটা মোড় থেকে জয়নগর-২ ব্লকের তুলসিঘাটা মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। প্রশাসনের কাছে রাস্তার হাল ফেরানোর জন্য বার বার আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি বলে স্থানীয় মানুষের অভিযোগ। |
|
|
কংগ্রেস-তৃণমূল জোটের আনা
অনাস্থায় হার তৃণমূল প্রধানের |
পোশাকের টাকা না পেয়ে
বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
ভাঙন রুখতে
বিশেষ প্রজাতির ঘাস
চাষের পরিকল্পনা খানাকুলে |
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: নদীবাঁধের ভাঙন রুখতে আরামবাগ মহকুমায় ভেটিভার ঘাস চাষের ব্যবস্থা চালু হল। রাজ্যে এই উদ্যোগ প্রথম বলে হুগলি জেলা প্রশাসন সূত্রের খবর। মঙ্গলবার খানাকুল ১ ব্লকের উদনা গ্রামে মুণ্ডেশ্বরী নদীর বাঁধে এই কর্মসূচির শিলান্যাস করেন জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন। জেলাশাসক জানান, একশো দিনের কাজের প্রকল্পে নদীবাঁধগলুলিতে এই চাষ হবে। পরীক্ষামূলক ভাবে উদনায় তা শুরুও হয়ে গেল। |
|
নিজস্ব সংবাদদাতা, ব্যান্ডেল: অটোর মধ্যেই এক যুবককে গুলি করে খুন করল তার সঙ্গীরা। এক দুষ্কৃতীকে ধরে ফেলে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের কাটায়ো শাখার রেল গেটে। পুলিশ জানায়, নিহতের নাম মহম্মদ আলি (৩৫)। বাড়ি পাণ্ডুয়ায়। ঘটনার তদন্তে যান হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অশেষ বিশ্বাস।
পুলিশ জানায়, এ দিন সন্ধ্যায় মগরা থেকে ব্যান্ডেল আসছিল একটি অটো। |
অটোতে গুলি,
যুবকের মৃত্যু |
|
যান্ত্রিক বিভ্রাটে ভদ্রেশ্বরের থমকাল ট্রেন |
|
|
|
চিত্র সংবাদ |
|
|