টুকরো খবর
নেশা করা নিয়ে ছেলের মারধরে মৃত্যু বাবার
নেশা করে এসে স্ত্রী, ছেলেদের মারধর নিয়ে ছেলে ও বাবার মধ্যে হাতাহাতিতে মৃত্যু হল বাবার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলের নয়া বাজার এলাকায়। এই ঘটনায় ছেলে আকবর আলিকে পুলিশ অনিচ্ছাকৃত খুনের অভিযোগে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, চটকল শ্রমিক মহম্মদ আসলাম (৪৫) নিয়মিত নেশা করে বাড়ি ফিরে চেঁচামেচি করতেন। স্ত্রী ও ছেলেদের মারধর করতেন। সোমবার রাতেও নেশা করে বাড়ি ফেরেন আসলাম। নেশা করা নিয়ে আকবরের সঙ্গে গণ্ডগোল বাধে। দু’জনের মধ্যে হাতাহাতি হয়। বাবাকে মারধর করে আকবর। পরিবারের অন্যরা থামান। রাতে খেয়েদায়ে সকলেই ঘুমোতে চলে যান। সকালে ডাকাডাকি করাতেও আসলাম না ওঠায় চিকিৎসক ডাকা হয়। চিকিসক এসে তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নেশার ঘোরে বেধড়ক মারের চোটেই ঘুমের ঘোরে মৃত্যু হয়েছে আসলামের। প্রসঙ্গত, সম্প্রতি নোয়াপাড়ার প্রভাস পল্লিতে নেশা করে শাবল দিয়ে মা’কে মারতে যেতে দেখে বাবাকে বাধা দেন ছেলে। ধস্তাধস্তিতে শাবলের ঘা লাগে বাবার মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুকুল বিশ্বাস নামে ওই ব্যক্তির।

তড়িদাহত হয়ে মৃত্যু
পোলট্রিতে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বসিরহাটের গোখনা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম পিণ্টু সরকার (২২)। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বানির কাছেই পোলট্রি ছিল পিণ্টুর। আশপাশে ঝোপ-জঙ্গল থাকায় প্রায়ই পোলট্রি থেকে মুরগি নিয়ে যাচ্ছিল বনবিড়াল, শিয়াল। এ জন্য পিণ্টু পোলট্রির চারপাশে বৈদ্যুতিক তারের বেড়া লাগান। এ দিন সন্ধ্যায় মুরগিকে খাবার দেওয়ার জন্য পোলট্রিতে ঢুকতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

লক্ষ্মীকান্তপুরে দোকানে আগুন
ছবি: দিলীপ নস্কর।
আগুনে পুড়ে গেল ২০টি দোকান। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-কাকদ্বীপ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনের পাশে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্টেশনে ঢোকার রাস্তার বাঁ দিক ধরে সার দিয়ে দোকান ঘরগুলি আছে। রাত দেড়টা নাগাদ একটি মোয়ার দোকানে আগুন লাগে। তা দেখতে পান স্টেশনের কিছু লোকজন। তাঁরা হইচই শুরু করেন। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। খবর যায় ডায়মন্ড হারবার দমকলকেন্দ্র এবং থানায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। পুলিশের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।

দুর্ঘটনায় জখম ৩০
বাস দুর্ঘটনায় জখম হলেন প্রায় ৩০ জন। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে দেগঙ্গার কালিয়ানি বিলের কাছে টাকি রাস্তায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৫৩ রুটের বাসটি কলকাতা থেকে আসছিল বসিরহাটের দিকে। উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েছিল বাসটি। রাস্তার একটি বড় গর্তে পড়ে চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়ে রাস্তার পাশের কালিয়ানি বিলের জল-কাদার মধ্যে। যাত্রী ছিলেন জনা ষাটেক। দেগঙ্গা থানার পুলিশ দ্রুত উদ্ধারে নামে। জখম ৩০ জনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে। ২৫ জনকে পরে পাঠানো হয় বারাসত হাসপাতালে।

খুনের অভিযুক্ত ধৃত সোনারপুরে
খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে হাকিম মোল্লা নামে ওই ব্যক্তিকে সোনারপুর থেকে গ্রেফতার করা হয়। বাড়ি গোসাবার বটতলিতে। পুলিশ জানিয়েছে, গত ৪ জুন ওই গ্রামেরই প্রাথমিক স্কুলের শিক্ষক তরুণ হালদার (৩৭) ও তাঁর স্ত্রী কৃষ্ণাকে পিটিয়ে মারা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন প্রতিবেশী শ্যামলী সর্দারের একটি হাঁস কৃষ্ণাদেবীর বাড়িতে ঢুকে পড়লে কৃষ্ণাদেবীর ছোড়া ইটের আঘাতে হাঁসটি মারা যায়। শ্যামলীদেবী প্রতিবাদ জানালে তাঁকে ছুরি নিয়ে আক্রমণ করেন কৃষ্ণাদেবী। শ্যামলীদেবীকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে জখম হন তাঁর ভাইঝি। এর পরেই গ্রামবাসীরা খেপে গিয়ে ওই শিক্ষক দম্পতিকে পিটিয়ে মেরে ফেলেন। গ্রামবাসীদের নেতৃত্ব দেন হাকিম মোল্লা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বাড়ুই বলেন, “সেই সময় তদন্তে নেমে পুলিশ ওই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করলেও হাকিম ছিলেন পলাতক। সোমবার তাকে সোনারপুর থেকে ধরা হয়।”

বেড়াচাঁপায় ক্রীড়া প্রতিযোগিতা
ছবি: নির্মল বসু।
উত্তর ২৪ পরগনা জেলা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে দেগঙ্গার বেড়াচাঁপায় হয়ে গেল প্রতিবন্ধী ও সাধারণ শিশুদের বার্ষিক ক্রীড়া। বেড়াচাঁপা চক্রের সহযোগিতায় মঙ্গলবার এই প্রতিযেগিতার আয়োজন করা লহয়েছিল স্থানীয় বীণাপানি বালিক বিদ্যালয়ের মাঠে। উদ্বোধন করেন বেড়াচাঁপা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সন্ধ্যা পণ্ডিত। প্রতিবন্ধী এবং সাধারণ মিলিয়ে প্রতিযোগিতায় শতাধিক শিশু যোগ দিয়েছিল। প্রতিবন্ধী শিশুর সংখ্যা ছিল ৮৫ জন। আলু দৌড় এবং ক্রিকেট বল ছোড়ায় প্রথম হয় হাবিলা খাতুন। হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় প্রথম হয় নাজিরা খাতুন। জিমন্যাস্টিকে নিলয় দাস প্রথম স্থান অধিকার করে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, মূলত প্রতিবন্ধী শিশুরা যাতে নিজেদের একা মনে না করে সে জন্যই তাদের উৎসাহ দিতে সাধারণ শিশুরাও খেলায় যোগ দিয়েছিল।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আমিনুদ্দিন মণ্ডল নামে ওই দুষ্কৃতীকে দক্ষিণ কালিকতলায় তার বাড়ি থেকে ধরে ক্যানিং থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়।

গুলিতে জখম দুষ্কৃতী
গুলিবিদ্ধ হয়েছে এক দুষ্কৃতী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দলের পলতা পাড়ায়। পুলিশ জানিয়েছে, শঙ্কর বালা নামে স্থানীয় ওই দুষ্কৃতীকে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে রাস্তার ধারে গুলি করে পালায় তার বিরুদ্ধ গোষ্ঠীর দুষ্কৃতীরা। দু’টি গুলি লাগে। তাকে প্রথমে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল ও পরে সেখান থেকে কলকাতায় আর জি কর হাসপাতালে পাঠানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.