বিদ্যালয়ের পোশাকের টাকা না পেয়ে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লি দিগম্বর সিনহা বিদ্যালয়ে। প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। ঘটনার বিষয়ে শিক্ষা দফতরকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ থামে।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সেখানে ৫২৯ জন ছাত্রছাত্রী রয়েছে। ২০১১-১২ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের ইউনিফর্ম কেনার জন্য সরকারের তরফে বিদ্যালয়কে টাকা দেওয়া হয়। পড়ুয়া পিছু ৪০০ টাকা দেওয়া হয়। যদিও, সেই টাকা এখনও পড়ুয়াদের দেওয়া হয়নি বলে অভিযোগ। এ দিন স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। তার মধ্যেই বেলা ১১টা নাগাদ কিছু ছাত্রছাত্রী বিক্ষোভ দেখাতে শুরু করে। বিকেলে আরও এক দফা বিক্ষোভ হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যামিনীরঞ্জন মৃধা বলেন, “ছাত্রছাত্রীদের দাবি যুক্তিসঙ্গত। বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক সরে যাওয়ার পরে সবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোন খাতে কোন টাকা খরচ করতে হবে, তা এখনও আমার কাছে স্পষ্ট নয়। ছাত্রছাত্রীরা যাতে ইউনিফর্মের জন্য প্রাপ্য টাকা দ্রুত হাতে পায়, সে জন্য গোটা বিষয়টি নিয়ে শিক্ষা দফতরকে অবহিত করা হয়েছে।” |