ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ভদ্রেশ্বর ও বৈদ্যবাটি স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ায় মঙ্গলবার সকালে হাওড়া-বর্ধমান ডাউন লাইনে বেশ কিছু ক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। শেষ পর্যন্ত হাওড়া থেকে অন্য একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে গন্তব্যে পাঠানো হয়।
পূর্ব রেল সূত্রের খবর, ট্রেনটি এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ চন্দননগর স্টেশন ছাড়ে। এর পরে প্রান্তিক স্টেশন হাওড়ায় যাওয়ার কথা। কিন্তু ভদ্রেশ্বর ও বৈদ্যবাটি স্টেশনের মাঝে খুঁড়িগাছি এলাকায় ট্রেনটি থমকে দাঁড়িয়ে পড়ে।
চালক জানিয়ে দেন, ইঞ্জিনের যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়াতেই এই বিপত্তি। তড়িঘড়ি খবর যায় রেল দফতরের কর্তাদের কাছে। ব্যান্ডেল থেকে রেলের ইঞ্জিনিয়ার এবং অফিসারেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। রেল পুলিশও চলে আসে এলাকায়। শেষ পর্যন্ত, হাওড়া থেকে নতুন ইঞ্জিন এনে ট্রেনটিকে রওনা করিয়ে দেওয়া হয়। খারাপ হয়ে যাওয়া ইঞ্জিনটিকে শেওড়াফুলিতে নিয়ে যাওয়া হয়।
রেল দফতরত সূত্রে জানানো হয়েছে, যান্ত্রিক গোলোযোগের ফলে ট্রেনটি আটকে পড়ায় ৯টা ৩৮ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এই কারণে, হাওড়াগামী লোকাল ট্রেনের পাশাপাশি কয়েকটি দূরপাল্লার ট্রেনেরও গন্তব্যে পৌঁছতে দেরি হয়। সব মিলিয়ে বহু ক্ষণ দুর্ভোগে আটকে থাকেন যাত্রীরা। |