অটোর মধ্যেই এক যুবককে গুলি করে খুন করল তার সঙ্গীরা। এক দুষ্কৃতীকে ধরে ফেলে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের কাটায়ো শাখার রেল গেটে। পুলিশ জানায়, নিহতের নাম মহম্মদ আলি (৩৫)। বাড়ি পাণ্ডুয়ায়। ঘটনার তদন্তে যান হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অশেষ বিশ্বাস।
পুলিশ জানায়, এ দিন সন্ধ্যায় মগরা থেকে ব্যান্ডেল আসছিল একটি অটো। পথে কাটায়ো শাখার রেল গেটের কাছে লেভেল ক্রসিংয়ে অটোটি দাঁড়িয়ে যায়। সে সময়ে অটোর চালক জল খেতে রাস্তার পাশের চায়ের দোকানে গিয়েছিলেন। হঠাৎই তিনি একটি গুলির আওয়াজ পান। দ্রুত অটোর কাছে চলে এসে দেখেন, অটোর এক আরোহী গুলিবিদ্ধ। অন্যেরা ছুটে পালাচ্ছে। এক জনকে ধরে ফেলে পেটাতে শুরু করে আশপাশের লোকজন। চালক দ্রুত অটোটি নিয়ে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে যান। হাসপাতালে চিকিৎসকেরা মহম্মদ আলিকে মৃত বলে ঘোষণা করেন।
তদন্তকারী পুলিশ অফিসারেরা জানিয়েছেন, মহম্মহ আলি অস্ত্র-সহ গত মাসে ধরা পড়ে পাণ্ডুয়া থানার পুলিশের হাতে। এ দিন বিকেলে তার থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। সেই মতো একটি অটো ভাড়া করে তিন সঙ্গীকে নিয়ে থানায় হাজিরা দিতে যায় সে। ফেরার পথে হঠাৎই তার এক সঙ্গী রুদ্রমূর্তি ধরে। গুলি চালিয়ে দেয়। জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “নিহতের দুই সঙ্গী পালিয়ে গিয়েছে। যে ধরা পড়েছে সে অবস্থা কথা বলার অবস্থায় নেই। কেন মহম্মদকে গুলি করা হল তা ধৃতের সঙ্গে কথা বলার পরেই স্পষ্ট হবে।” অটোর চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। |