|
|
|
|
অচলাবস্থা কাটল প্যারামেডিক্যালে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আপাতত অচলাবস্থা কাটল মেদিনীপুরের প্যারামেডিক্যাল কলেজে। আজ, বুধবার থেকে স্বাভাবিক পঠনপাঠন শুরু হবে বলে দাবি কর্তৃপক্ষের। কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরানোর দাবিতে ক’দিন আগে আন্দোলন শুরু করেন ছাত্রছাত্রীরা। এর জেরেই অচলাবস্থা দেখা দেয় প্যারামেডিক্যাল কলেজে। বিদ্যাসাগর ইনস্টিটিউট অব হেল্থ নামে একটি সংস্থা এই কলেজ পরিচালনা করে। সংস্থার চেয়ারম্যান সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার।
অচলাবস্থা কাটাতে মঙ্গলবার দুপুরে ছাত্রছাত্রীদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন দীপকবাবু। ছাত্রছাত্রীরা তাঁর কাছে নানা অভিযোগ জানান। তাঁদের সমস্যার কথা বলেন। সেই সব সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান। ছাত্রছাত্রীদের অভিযোগ, গত ক’মাস ধরেই কলেজে সময়মতো ক্লাস হচ্ছে না। বিশ্ববিদ্যালয় থেকে যে অধ্যাপকেরা আসতেন, তাঁরাও আসছেন না। ফলে, পঠনপাঠনের মান কমছে। অথচ, ভর্তির সময় বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরাও ক্লাস নেবেন। অন্য দিকে, কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, গত ক’মাস ধরে কয়েক জন গেস্ট লেকচারার ক্লাস নিতে আসছেন না। তাঁদের আসার অনুরোধ করা হয়েছে। কিন্তু, তাও আসছেন না। প্যারামেডিক্যাল কলেজে সব মিলিয়ে ২৩০ জন ছাত্রছাত্রী পড়েন। মঙ্গলবার দুপুরে কলেজের হলঘরেই আলোচনায় বসেন চেয়ারম্যান। অধ্যক্ষ নন্দদুলাল ভট্টাচার্য বলেন, “সমস্যার সমাধান হয়েছে। বুধবার থেকে পঠনপাঠন শুরু হবে।” কলেজ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ফের এখানে ক্লাস নেওয়ার আবেদন জানানো হবে। |
|
|
|
|
|