আইন অমান্য সফল করতে মরিয়া সিপিএম
বাম শরিক ফরওয়ার্ড ব্লকের খাসতালুক কোচবিহারের দিনহাটায় বামফ্রন্টের আইন অমান্য কর্মসূচি সফল করতে মরিয়া হয়ে উঠেছে ময়দানে নেমেছে সিপিএম। কাল, বৃহস্পতিবার দিনহাটার মহকুমাশাসকের দফতরের সামনে বামফ্রন্টের ওই কর্মসূচিতে পাঁচ হাজারের মত কর্মী, সমর্থককে আনার পরিকল্পনা হয়েছে। শহর এবং লাগোয়া বিভিন্ন এলাকা থেকে হেঁটে মিছিল করে আসা ছাড়াও সাইকেল, মোটর সাইকেলে কর্মীরা দিনহাটায় আসবেন বলে ঠিক হয়েছে। আগামী জানুয়ারি মাসে এই দিনহাটাতেই সিপিএমের জেলা সম্মেলন হবে। সম্প্রতি সিপিএমের বিভিন্ন লোকাল কমিটির সম্মেলনের ফরওয়ার্ড ব্লকের রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকী, আগামী পঞ্চায়েত নির্বাচন ফরওয়ার্ড ব্লক তৃণমূলের সঙ্গে হাত মেলাতে পারে বলেও সম্মেলনগুলিতে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিএম নেতারা। এর পরেই শরিক ফরওয়ার্ড ব্লক কোচবিহার ফ্রন্টের কোনও কর্মসূচিতে যোগ দেবে না বলে ঘোষণা করে দেন। সোমবার তুফানগঞ্জে ফরওয়ার্ড ব্লক প্রথম কর্মসূচিতে সামিল হয়নি। এরই কার্যত পাল্টা জবাব দিতে দিনহাটার কর্মসূচিতে সফল করার আয়োজন বলে দলের একাংশ নেতারা জানাচ্ছেন। দলীয় সূত্রের খবর, আইন অমান্য কর্মসূচিতে জমায়েত নজর কাড়া করতে দলের শাখা এবং গণ সংগঠনগুলিকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বেণুবাদল চক্রবর্তী বলেন, “রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত মেনে দিনহাটায় কর্মসূচি সফল করার চেষ্টা চলছে। গণ সংগঠনগুলিও সামিল হবে। স্থানীয়ভাবে কেউ না আসেন তাতেও নজরকাড়া জমায়েত হবেই।” দলের দিনহাটার জোনাল সম্পাদক তারাপদ বর্মন বলেন, “কর্মসূচি সফল করতে কর্মীরা পরিশ্রম করছেন। কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদেরই লড়তে হবে। কেউ না এলেও আমাদের লড়াই জারি থাকবে।” একই দিনে ফরওয়ার্ড ব্লকের অন্যতম দূর্গ বলে পরিচিত মেখলিগঞ্জেও বামফ্রন্টের ডাকে আইন অমান্য কর্মসূচি হবে। কোচবিহারের দিনহাটা এবং মেখলিগঞ্জ সাংগঠনিক দিক থেকে ফরওয়ার্ড ব্লকের ঘাঁটি বলেই পরিচিত। এই দুটি জায়গায় ফরওয়ার্ড ব্লককে ছাড়া ফ্রন্টের কর্মসূচি কতটা সফল হবে তা নিয়ে অবশ্য দলের মধ্যেই দ্বিমত রয়েছে। বিষয়টি জেলাস্তরের নেতারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। ফরওয়ার্ড ব্লকের মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী বলেন, “সিপিএম নিজেদের বড় দল মনে করে। এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। সম্মেলনের প্রতিবেদন প্রকাশ্যে আনা মেনে নেওয়া যায় না। দিনহাটা, মেখলিগঞ্জ আইন অমান্য কতটা সফল হবে তা মানুষ জানেন।” ফ্রন্ট সূত্রে খবর, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ দিনহাটার বিধায়ক। সেই কারণে সাম্প্রতিক পরিস্থিতিতে দিনহাটায় কর্মসূচি সফল করার উপর সিপিএম নেতারা জোর দিচ্ছেন। উদয়নবাবু বলেন, “তৃণমূলের বিরুদ্ধে জেলায় কারা লড়াই করেন তা মানুষ জানেন। আগামী ২৫ নভেম্বর জেলায় সব কিছু নিয়েই আলোচনা হবে।”

গ্রেফতার প্রাক্তন মন্ত্রী, আরএসপি বিধায়ক

আইন অমান্য করে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শৈলেন সরকার, আরএসপি বিধায়ক আবদুর রহিম বক্সি সহ একাধিক বাম নেতা। একই সঙ্গে গ্রেফতার হলেন বহু বাম কর্মী সমর্থকও। মঙ্গলবার মালদহের চাঁচল মহকুমাশাসকের দফতরের সামনে বামফ্রন্টের ডাকে আইন অমান্য হয়। গ্রেফতারের পরেই তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। দ্রব্যমুল্য বৃদ্ধি, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি সহ নানা অভিযোগে বামফ্রন্টের কৃষক সংগঠনগুলির ডাকে আইন অমান্য কর্মসূচি পালন করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.