দীপার ‘তালুকে’ ছাত্র সংসদ দখল তৃণমূলের
ক্রমণ-প্রতি আক্রমণের রাজনীতির ‘ছাপ’ লাগাতারই পড়ছে কংগ্রেস-তৃণমূলের শরিকি-সম্পর্কে। তারই মধ্যে রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির ‘খাসতালুক’ কালিয়াগঞ্জে (প্রিয়রঞ্জনের আদি বাড়ি যেখানে) কলেজের ছাত্র সংসদের দখল নিল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী নির্বাচনে ৮ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি সদস্যের সমর্থনে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন টিএমসিপি-র গৌরব সান্যাল। জোট রাজনীতিতে বর্তমান ‘টানাপোড়েনের’ নিরিখে যে ফল অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে দাবি করেছে তৃণমূল শিবির।
রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল গড়া নিয়ে উত্তর দিনাজপুরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বিরোধ চলছেই। শরিকি-সম্পর্ক ‘উত্তপ্ত’ হয়ে ওঠে তৃণমূলের ‘সন্ত্রাসের’ প্রতিবাদে কলকাতায় যুব কংগ্রেসের সাম্প্রতিক মৌনীমিছিলে দীপা দাশমুন্সির উপস্থিতিতে। দুই শরিকের সম্পর্কে ‘জটিলতা’ আরও বাড়ে নেতাজি ইন্ডোরে পঞ্চায়েতি রাজ সম্মেলনের মঞ্চ থেকে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে সুর মিলিয়ে দীপা রাজ্য সরকারকে ‘আক্রমণ’ করায়। রাজ্য রাজনীতির কারবারিরা মনে করছেন, এই প্রেক্ষিতেই কালিয়াগঞ্জ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বাছাইয়ের জন্য অন্তবর্তী নির্বাচনে শরিকি-বিরোধিতা ‘অন্য মাত্রা’ পেয়েছে।
ইতিমধ্যেই সাধারণ সম্পাদক নির্বাচন-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য কলেজে ধর্মঘটের ‘হুমকি’ দিয়েছে ছাত্র পরিষদ। সংগঠনের জেলা নেতা তুষারকান্তি গুহ বলেন, “কলেজ কর্তৃপক্ষ বেআইনি ভাবে সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কলেজ ধর্মঘট ডাকা হবে।” আজ, বুধবার বৈঠকের পরে কবে থেকে ওই ধর্মঘট শুরু--তা ঘোষণা করা হবে বলে ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে। কলেজের অধ্যক্ষ পীযূষ দাস বলেন, “অভিযোগ ভিত্তিহীন। সরকারি নিয়ম মেনে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে।”
গত ফেব্রুয়ারিতে কলেজের ছাত্র সংসদের ২৮টি আসনের মধ্যে ২১টিতে প্রার্থী দেয় এসএফআই ও ছাত্র পরিষদ। ৭টি আসনে কোনও পক্ষ প্রার্থী দিতে পারেনি। ভোটে ২১টি আসনে জিতে এসএফআই ছাত্র সংসদ দখল করে। গত জুনে এসএফআইয়ের ১৪ জন টিএমসিপিতে যোগ দেন। বিদায়ী ছাত্র সংসদের সাধারণ সম্পাদক-সহ এসএফআইয়ের ৭ জন সদস্য তৃতীয় বর্ষের পরীক্ষা দেওয়ার পরে ‘নিষ্ক্রিয়’ হয়ে যান। ফলে, ছাত্র সংসদে অচলাবস্থা দেখা দেয়। তাই অন্তর্বর্তী ভাবে সাধারণ সম্পাদক নির্বাচনের সিদ্ধান্ত নেন কলেজ কর্তৃপক্ষ।
আগামী ফেব্রুয়ারি মাসে কলেজের ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন হওয়ার কথা। তার মাস তিনেক আগেই ছাত্র সংসদের ক্ষমতা দখল করতে পেরে খুশি তৃণমূল-শিবির। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অসীম ঘোষের বক্তব্য, “এসএফআইকে নির্বাসনে পাঠিয়ে কংগ্রেসের স্বঘোষিত শক্ত ঘাঁটিতে ওই কলেজের ছাত্র সংসদ দখল করতে পেরে আমরা খুশি।”
তবে কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের উন্নয়ন ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রমথনাথ রায় বলেন, “কোনও ছাত্র সংসদের এক বছরের সময়সীমা শেষ হওয়ার আগে অন্তর্বর্তী কোনও ভোট হতে পারে? এটা নিয়ে আমার সংশয় রয়েছে। খোঁজ নিচ্ছি। যা বলার, পরে বলব।” পাশাপাশি, এসএফআইয়ের জেলা সম্পাদক প্রাণেশ সরকার টিএমসিপি-র বিরুদ্ধে ‘হুমকি দিয়ে’ ক্ষমতা দখলের অভিযোগ তুলেছেন। এসএফআইয়ের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে টিএমসিপি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.