l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
যত্ন-নিষ্ঠা-ভক্তি নিয়ে প্রস্তুত হয় মাতৃ আরাধনার ভোগ প্রসাদ। এক এক
বাড়ির ভোগের পদ এক এক রকম। এমনকী পুজো কমিটিগুলোরও থাকে
ভিন্ন ভিন্ন পদ। পৃথিবীর নানা প্রান্তের বেশ কয়েকটি পুজোর বিশেষ
কয়েকটি পদ নিয়ে মাঝ-মাসের হাওয়াবদলে নিবেদিত হল
সঙ্গে অন্য খবরের খাজানা নিয়ে
সংবাদের হাওয়াবদল
বাঁকুড়া-পুরুলিয়ায় পানীয়
জল জোগাতে ঋণ দেবে জাপান
প্রভাত ঘোষ • পুরুলিয়া
এক জেলায় মাত্র ১৭% মানুষকে পানের জল দিতে পেরেছে রাজ্য সরকার। অন্য জেলায় অনুপাতটা সাকুল্যে ২২%! পশ্চিমবঙ্গের ‘শুখা’ দুই জেলা বাঁকুড়া ও পুরুলিয়ার অধিকাংশ বাসিন্দারই তাই ফ্লুরাইড মিশ্রিত বিষ-জল পান করা ছাড়া গত্যন্তর নেই। এ বার দুই জেলার ঘরে ঘরে শুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে জাপানের দ্বারস্থ হয়েছে কেন্দ্র। এবং দুই জেলার সর্বত্র পাইপলাইনে পানীয় জল সরবরাহের দু’টো প্রকল্পে জাপান প্রায় আড়াই হাজার কোটি টাকা সাহায্য করতে চলেছে বলে রাজ্যকে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় পানীয় জল ও নিকাশি মন্ত্রক। রাজ্যের দাবি: পুরো প্রকল্প বাস্তবায়িত হলে দুই জেলার বাসিন্দারা বছরভর দৈনিক মাথাপিছু ৭০ লিটার জল পাবেন। মূলত নদীর জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহের প্রকল্প-পরিকল্পনাটি আদতে তৈরি করেছিল রাজ্য জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) বিভাগ। কেন্দ্রীয় সরকার প্রকল্প দু’টি জাপানি আর্থিক সহায়তার জন্য পাঠিয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরিমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, বাঁকুড়ার প্রকল্পে প্রায় ১২০৪ কোটি টাকা এবং পুরুলিয়ায় অন্তত ১২৭৬ কোটি টাকা (মোট ২৪৮০ কোটি টাকা) খরচ ধরা হয়েছে। কেন্দ্র তা মঞ্জুর করে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জিকা)-কে পাঠিয়েছে বলে রাজ্যকে চিঠি লিখে জানিয়েছেন কেন্দ্রীয় পানীয় জল ও নিকাশি মন্ত্রকের অধিকর্তা সুজয় মজুমদার। জাপানের টাকা কি আদৌ মিলবে?
বিস্তারিত...
মন্ত্রীর বিশেষ অডিটের ঘোষণায় হদিস ৪৮ কোটির
কিশোর সাহা • শিলিগুড়ি
হদিস মিলছিল না উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ ৪৮ কোটি টাকার! বিষয়টি নজরে পড়তেই বিশেষ (স্পেশ্যাল) ‘অডিট’ করানো হবে বলে ঘোষণা করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সে ‘অডিট’ এখনও হয়নি। কিন্তু ‘অডিট’-এর ঘোষণা হতেই ফল মিলেছে হাতেনাতে। পর্ষদের সদস্য-সচিব তথা জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ মন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, ওই টাকা উত্তরবঙ্গের ছয় জেলায় জেলাশাসকদের তহবিলে পড়ে রয়েছে। খবর পৌঁছেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী গৌতমবাবুর উদ্যোগের প্রশংসা করে এ পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ ও খরচ হওয়া সব টাকার হিসেব বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই পদস্থ অফিসারদের একাংশ ওই বিশেষ ‘অডিট’ করানোর সিদ্ধান্ত যাতে কার্যকর না হয়, সে জন্য নানা ভাবে তৎপর হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর মনোভাব জেনে বিশেষ ‘অডিট’ করানোর সিদ্ধান্তে অনড় রয়েছেন গৌতমবাবু। বস্তুত, এত দিন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে টাকা বরাদ্দ হলেও তা খরচের বিশদ হিসেব যে রাখা হত না, তা রাজ্যে সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের অনেকেরই কাছেই স্পষ্ট।
বিস্তারিত...
পঞ্চায়েতে তাকিয়েই সংগঠন গড়ায় জোর
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
আগামী পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূলই যাতে একক ভাবে জেলা পরিষদ দখল করতে পারে, সে জন্য কর্মীদের এখনই সংগঠন গড়ে তোলার কাজে নামার পরামর্শ দিলেন দলের কেন্দ্রীয় মহাসচিব তথা কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। সোমবার জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে দলের এক সাংগঠনিক সভায় তিনি বলেন, “২০০৮ সালে রাজ্য জুড়ে মমতা হাওয়া বইলেও পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়িতে জেলায় তা কাজে লাগানো যায়নি। ২০১০ সালে জলপাইগুড়ি পুর নির্বাচন, এমনকী, চলতি বছরে বিধানসভা নির্বাচনেও দলের ফল আশাব্যঞ্জক নয়। আগামী পঞ্চায়েত নির্বাচনে যাতে আমরাই জেলা পরিষদে একক ভাবে ক্ষমতার আসতে পারি সেই ব্যাপারে কর্মীদের উদ্যোগী হতে হবে।”দলের জেলা কমিটির নির্বাচন হতে চলেছে চাউর হয়ে যাওয়ায় এদিন সন্ধ্যা থেকেই রবীন্দ্র ভবন প্রাঙ্গন ছিল তৃণমূলের নেতা কর্মীদের ভিড়ে ঠাসা। সন্ধ্যা ৭টা থেকে দলের সভা হওয়ার কথা থাকলেও প্রায় এক ঘন্টা আগেই রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে তিলধারণের জায়গা ছিল না।
বিস্তারিত...
গুদামেই কর্মীর রক্তাক্ত মৃতদেহ মিলল হাওড়ায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ছাঁট লোহার একটি গুদাম থেকে সেখানকারই এক কর্মীর মাথা থেঁতলানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে, লিলুয়ার ‘ও’ রোডের সেনপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রামজি সিংহ (৬০)। বাড়ি বেলুড়ের বি কে টেম্পল রোডে। দেহের পাশে মিলেছে একটি রক্তমাখা ভারী হাতুড়ি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কর্মী যখন রাতে ঘুমোচ্ছিলেন, তখন তাঁর মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ছাঁট লোহার ওই গুদামটি ঘুসুড়ি থেকে লিলুয়ার সেনপাড়ায় উঠে এসেছে। এ দিন সকালে কর্মীরা এসে দেখেন, কারখানার ছোট গেটটি খোলা। ভিতরে অফিসঘরের বারান্দায় ক্যাম্প খাটে মাথা থেঁতলানো অবস্থায় পড়ে রয়েছে রামজির দেহ। মশারি ছেঁড়া। ক্যাম্প খাটটিও ভাঙা। মৃতদেহের পাশেই পড়ে আছে একটি ভারী রক্তমাখা হাতুড়ি। এই দৃশ্য দেখে তাঁরা কারখানার মালিককে খবর দেন। খবর যায় পুলিশের কাছেও। বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান হাওড়া পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (উত্তর) রশিদ মুনির খান।
বিস্তারিত...
হোটেলের ঘরে যুবকের দেহ উদ্ধার বারাসতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
হোটেলের ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে, বারাসতের চাঁপাডালি মোড়ের কাছে যশোহর রোডের একটি হোটেলে। পুলিশ জানিয়েছে, হোটেলের রেজিস্টার অনুযায়ী মৃত ব্যক্তির নাম রশিদ মেমন এরবার রহমান (২৩)। তিনি তাতে বাড়ির যে ঠিকানা লিখেছেন, তা উত্তর ত্রিপুরার। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই যুবককে খুন করা হয়েছে। বারাসতের এসডিপিও তরুণ হালদার বলেন, “একটি খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।” ওই হোটেল সূত্রে পুলিশ জেনেছে, ১৩ অক্টোবর রশিদ সেখানে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। রেজিস্টার অনুযায়ী তাঁর নাম আব্দুল আনিস। তাঁরা দু’জনে একই ঘরে ছিলেন। নিজেদের ব্যবসা সংক্রান্ত কাজেই ওই এলাকায় এসেছেন বলে তাঁরা হোটেল-কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। পুলিশ জানায়, রবিবার কিছু মালপত্র নিয়ে আনিস হোটেল থেকে বেরিয়ে যান। সোমবার দুপুরে হোটেলের কর্মীরা দেখতে পান, ওই ঘরের দরজায় তালা ঝুলছে। কাউকে কিছু না জানিয়ে ঘরের বাইরে থেকে তালা দিয়ে চলে যাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এর পরেই তাঁরা জানলা দিয়ে দেখতে পান, ঘরের ভিতরে রশিদ খাটে শুয়ে রয়েছেন।
বিস্তারিত...
মেমারিতে সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত ৭
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
বহিরাগত খেতমজুরদের দিয়ে চাষ করানো নিয়ে সিপিএম-তৃণমূল সংঘর্ষে সাত জন আহত হলেন মেমারির রুকুনপুরে। তিন জনের আঘাত গুরুতর। দু’জনকে মেমারি গ্রামীণ হাসপাতাল এবং এক জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, গ্রামের খেতমজুরেরা ধর্মঘট করেছিলেন। সোমবার সকালে স্থানীয় চাষিরা বাইরে থেকে মজুর এনে কাজে লাগান। তাতেই ক্ষিপ্ত হয়ে ধমর্ঘটীরা বহিরাগত মজুর ও চাষিদের উপর হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূলের কিছু স্থানীয় নেতা চাষিদের সঙ্গে রয়েছেন বলে সিপিএমের দাবি। তৃণমূলের অভিযোগ, সিপিএমই গ্রামের খেতমজুরদের ইন্ধন দিয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে ১১ জন খেতমজুরকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার সূত্রপাত দিন সাতেক আগে। রুকুনপুর গ্রামে এক চাষির বাড়ি থেকে একটি চালকুমড়ো চুরি গিয়েছিল। বাড়িতে ধান ঝাড়ার কাজ করতে আসা কয়েক জন মজুরকে গালিগালাজ করেন ওই চাষি। তিন দিন পরে গ্রামের খেতমজুরেরা জানিয়ে দেন, ওই চাষির বাড়িতে কেউ কাজ করতে যাবেন না।
বিস্তারিত...
২২০টি ক্রাশার বন্ধ করলেন আদিবাসীরা
অপূর্ব চট্টোপাধ্যায় • রামপুরহাট
বীরভূমের পাথর শিল্পাঞ্চলে ফের অশান্তির বাতাবরণ। পুলিশ-প্রশাসন এবং মালিকপক্ষকে না জানিয়েই সোমবার কার্যত ‘জোর করে’ রামপুরহাটের ২২০টি পাথর ভাঙার কল বা ক্রাশার বন্ধ করে দিলেন আদিবাসীরা। নেতৃত্বে ছিল জেলার আদিবাসী সংগঠন বীরভূম আদিবাসী গাঁওতা। এর ফলে কর্মহীন হয়ে পড়লেন এই সব ক্রাশারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত হাজার হাজার শ্রমিক, যাঁদের মধ্যে কয়েক হাজার আদিবাসীও আছেন। দূষণ নিয়ন্ত্রণ, শ্রমিকদের পরিচয়পত্র প্রদান-সহ বিভিন্ন দাবিতে বারোমেশিয়া, দিঘলপাহাড়ি, বড়পাহাড়িএই তিন এলাকার ক্রাশারগুলি এ দিন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন আদিবাসীরা। জেলা আদিবাসী গাঁওতার সম্পাদক রবীন সোরেনের বক্তব্য, “বারোমেশিয়া, দিঘলপাহাড়ি ও বড়পাহাড়ি এলাকায় পাথর ব্যবসায়ীদের দূষণ নিয়ন্ত্রণ, শ্রমিকদের পরিচয়পত্র প্রদান, ক্রাশার এলাকায় মহিলা শ্রমিকদের জন্য আলাদা শৌচাগার তৈরি, শ্রমিকদের কাজের নিরাপত্তা-সহ বিভিন্ন দাবি আমরা মাসখানেক ধরে মালিকপক্ষের কাছে জানিয়েছি।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
উত্তরেও জাগছে তৃণমূল
ক্ষুব্ধ ফুলবাড়িবাসী
দক্ষিণবঙ্গ
বাণিজ্য বন্ধের জেরে
যানজটে নাকাল মানুষ
রেল যোগাযোগ গড়তে জমি
সংগ্রহ ও চেক বিলি শুরু
বর্ধমান
বিএসইউপি প্রকল্পে
অনিয়মের অভিযোগ
‘ঝাড়ফুঁকে’ মেয়ের
মৃত্যু, ধৃত দম্পতি
পুরুলিয়া
বেহাল বাইপাস,
যানজট বিষ্ণুপুর শহরে
‘হোম সেন্টারের’ দাবি,
বিক্ষোভ সাঁইথিয়ায়
মুর্শিদাবাদ
কর্তাদের পরিদর্শনে থমকাল
ট্রেন, হয়রান যাত্রী
জিয়াগঞ্জের স্কুলে
গবেষণাগার গড়তে
১০ লক্ষ দান প্রাক্তনীর
মেদিনীপুর
মজফ্ফরের জেল-হাজত
নিয়ে ধুন্ধুমার অনুগামীদের
বকেয়া কাজ দ্রুত
শেষে জোর বৈঠকে
কলকাতা
৩৪.১ /২৫.৭
আজকের দিনে
•১৯৫৬:
মার্কিন টেনিস তারকা
মার্টিনা নাভ্রাতিলোভার জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
কলকাতার কথকতা নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.