সাফল্যের শিখরে পৌঁছেও নিজের শিকড়ের কথা ভোলেননি তিনি।
জিয়াগঞ্জের রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির স্কুলটিকে এখনও মনে আছে তাঁর। উচ্চমাধ্যমিক ওই স্কুলের পড়ুায়াদের মানোন্নয়নের জন্য তাই ১২ লক্ষ টাকা দান করলেন তিনি। তিনি, ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী উৎপলকুমার মজুমদার।
সোমবার স্কুলে একটি অনুষ্ঠানে প্রধানশিক্ষকের হাতে ৫ লক্ষ টাকার চেক তিনি তুলে দেন। তাঁর প্রতিশ্রুতি, “বিজ্ঞানভবন গড়তে ওই ৫ লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করুন। ওই টাকা খরচ করার ‘ইউটিলাইজেশান সার্টিফিকেট’ পাওয়ার পর প্রতিশ্রুতি মতো বাকি ৭ লক্ষ টাকাও দেওয়া হবে।” প্রধানশিক্ষক শ্যামল সাহা বলেন, “ওই ১২ লক্ষ টাকায় গড়ে তোলা হবে উৎপলবাবুর প্রয়াত বাবা স্মৃতিকুমারের নামে ‘স্মৃতিকুমার বিজ্ঞানভবন’। |
আগামী ৪ মাসের মধ্যে ওই দোতলাভবন নির্মান করে সেখানের ৭টি ঘরে থাকবে হাতে কলমে পদার্থ বিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান, ভূগোল, কম্পিউটার ও গণিত শিক্ষার জন্য অত্যাধুনিক গবেষণাগারের ব্যবস্থা। ১১০ বছরের প্রাচীন ওই স্কুলে উৎপলবাবুর বাবা স্মৃতিকুমারবাবুও পড়া শোনা করেছেন। স্কুলের পরিচালন সমিতিরও সদস্য ছিলেন তিনি। উৎপলবাবুর আবাল্য বন্ধু অবসরপ্রাপ্ত শিক্ষক জিয়াগঞ্জের সমীর ঘোষ বলেন, “যে স্কুলে উৎপলের সঙ্গে আমরা লেখাপড়া করেছি সেই স্কুলে ল্যাবরেটরির দীনহীন দশার কথা বলতেই উৎপল এক কথায় আর্থিক সাহায্য করতে চাইল। ক-জন এমন করবে!” উৎপলবাবু বলেন, “ওই স্কুলে পড়াশোনা করে আজ এখানে পৌঁছেছি। সেই বিদ্যামন্দিরের প্রতি আমাদেরও প্রতিদান দেওয়া উচিৎ।” |