টুকরো খবর
ব্যবসায়ী খুনে গ্রেফতার ৩
নিখোঁজ বিড়ি ব্যবসায়ী মহম্মদ রফিকুল ইসলামকে খুনের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর ওই ব্যবসায়ী নিখোঁজ হন। রবিবার রাতে বোগদাদনগর লাগোয়া সাতঘড়িয়া গ্রাম থেকে জামিরুল শেখকে এবং সোমবার রঘুনাথগঞ্জ থেকে রাজু দত্ত ও নিমতিতা লাগোয়া দুর্গাপুর গ্রাম থেকে সনৎ সাহাকে গ্রেফতার করে পুলিশ।
বহরমপুর থেকে বাড়ি ফেরার পথে ধুলিয়ানের বোগদাদনগরের বিড়ি ব্যবসায়ী মহম্মদ রফিকুল ইসলাম নিখোঁজ হন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “ওই ব্যবসায়ী গত ২৯ সেপ্টেম্বর বহরমপুরের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা আদায় করে প্রায় এক লক্ষ টাকা নিয়ে একটি সাদা অ্যাম্বাসাডর নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই গাড়িটি চালাচ্ছিল রাজু দত্ত। আরও ৪ জন ওই গাড়িতে ছিলেন। তারাই গাড়ির মধ্যে ওই ব্যবসায়ীকে গলা টিপে খুন করে। মৃতদেহটি আহিরণের কাছে ফিডার ক্যানালে ফেলে দেওয়া হয় বলে ধৃতেরা জেরায় স্বীকার করেছে। গাড়িটি আমরা আটক করেছি। টাকার লোভেই তাঁকে খুন না কি অন্য কোনও কারণ আছে তা আমরা খতিয়ে দেখছি।”
তবে ওই ব্যবসায়ীর দেহটি এখনও উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, আরও এক অভিযুক্তের খোঁজ চলছে। ধৃত সনৎ বেলডাঙার আরও একটি অপহরণের ঘটনায় জড়িত। ওই ব্যবসায়ীর শ্যালক জাহাঙ্গির আলম বলেন, “বহরমপুরে গাড়িতে ওঠার সময়ে জামাইবাবুর এক প্রতিবেশির সঙ্গে দেখা হয়। ওই গাড়িতে পরিচিত আর কারা ছিল তা তিনি দেখেছিলেন। জামাইবাবু নিখোঁজ হওয়ার পরে তিনিই ওই দুই সহযাত্রীকে শনাক্ত করেন। এর পরেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃত জানিরুলকে চার দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সোমবার তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে।

হজ-এ সহায়তা
এ বছর মুর্শিদাবাদ জেলা থেকে হজযাত্রীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫৯ জন। ১৭ অক্টোবর থেকে তাঁরা আরব মুলকে মক্কায় রওনা দিয়েছেন। এ বছরের হজযাত্রার শেষ দিন ১ নভেম্বর। মুর্শিদাবাদ জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি বলেন, “হজযাত্রার ২ দিন আগে কলকাতার ভি আই পি রোডে কৈখালি এলাকায় হজ-টাওয়ারে প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে হজযাত্রীদের দেখা করতে হবে। মুর্শিদাবাদ জেলার হজযাত্রীদের সহায়তা করার জন্য হজ টাওয়ারে রয়েছেন সংখ্যালঘু দফতরের মুর্শিদাবাদ জেলা আধিকারিক মোহাম্মদ আবু সালেক। কোনও হজযাত্রী কোনও রকম সমস্যায় পড়লে সমাধানের জন্য তিনি যেন ৯৪৩৪০৭৪৮৮৬ নম্বরের আবু সালেকের সঙ্গে যোগাযোগ করেন।”

পুলিশ-প্রশাসনের ‘বদল’ হয়নি: প্রদীপ
নদিয়ার বগুলায় গুলিচালনার ঘটনা নিয়ে আবার পুলিশের সমালোচনায় ‘সরব’ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। ওই ঘটনার প্রতিবাদে আগামী ১০ নভেম্বর নদিয়া জেলা কংগ্রেস ‘বগুলা চলো’ কর্মসূচি নিয়েছে। ওই কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার প্রদীপবাবু সাফ বলেন, “রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। কিন্তু পুলিশের বদল হয়নি।” ঘটনাচক্রে রাজ্যে পুলিশের দায়িত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ব্যাপারে প্রদীপবাবু স্পষ্ট বলেছেন, “এটার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনও সম্পর্ক নেই। ওটা পুলিশের অপদার্থতা।” পুজোর ঠিক পরেই, গত ৯ অক্টোবর বগুলায় একটি ঘটনায় পুলিশের গুলিতে মহিলা কংগ্রেস কর্মী রাজেশ্বরী মল্লিক নিহত হন। রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, কিছু দুষ্কৃতী পুলিশের বন্দুক ছিনতাই করার চেষ্টা করতেই গুলি ছুটে যায়। প্রদীপবাবু সরকারের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে পাল্টা বলেন, “আমি সরকরি বক্তব্যের ঘোরতর বিরোধী। একজন মহিলা কেন পুলিশের বন্দুক ছিনতাই করতে যাবেন? আসলে বগুলার ওই পুলিশরা অপদার্থ।” ইতিমধ্যেই বিষয়টি প্রদীপবাবু কংগ্রেস হাইকম্যান্ড থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। রাজ্য সরকারও অভিযুক্ত তিন পুলিশকে ঘটনার অব্যবহিত পরেই সাসপেন্ড করেছে। তা সত্ত্বেও দলকে ‘আন্দোলনমুখী’ করতে পুলিশের ‘অপদার্থতা’ ও ঘটনার প্রতিবাদ জানাতে কংগ্রেস ‘বগুলা চলো’ কর্মসূচি নিয়েছে। পাশাপাশি পঞ্চায়েত স্তর থেকে সংগঠনকে মজবুত করতেও প্রদীপবাবুরা আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন। এদিন প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান, শুভঙ্কর সরকারদের উপস্থিতিতে প্রদীপবাবু বলেন, “গ্রামের মানুষের কল্যাণে কোনও প্রকল্প রূপায়িত করার আগে গ্রাম সংসদের সভা করার বিজ্ঞপ্তি জারি করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে আর্জি জানাচ্ছি। গ্রাম সংসদের সভা চাই বলে আমরা আন্দোলনেও যাব।” পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ নভেম্বর প্রদেশ কংগ্রেস রাজ্য সম্মেলনও করছে। এখন জেলায় জেলায় সেই সম্মেলনের প্রস্তুতি সভা চলছে।

বাসের দাবি
পাঁচথুপি থেকে বর্ধমান হয়ে কলকাতা যাওয়ার জন্য নতুন একটি বাসের দাবি জানিয়েছেন বড়ঞার বাসিন্দারা। বহু বছর আগে ওই রুটে একটি বাস চলত। তবে তা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। কলকাতা যাওয়ার প্রয়োজন হলে এলাকার বাসিন্দাদের অতিরিক্ত খরচ করে বর্ধমান, কাটোয়া কিংবা বহরমপুর গিয়ে সেখান থেকে কলকাতার ট্রেন ধরতে হয়। স্থানীয় কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক বলেন, “এলাকাবাসীর এই বাস চালু করার দাবি আমি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের কাছে জানিয়েছি। ইতিমধ্যেই কান্দি-কলকাতা রুটের একটি বাস চালু করা হয়েছে। এলাকাবাসীর দাবি অনুসারে এই রুটের বাসও যাতে খুব তাড়াতাড়ি চালু করা যায়, তার জন্য ওই সংস্থার কাছে আবেদন করা হয়েছে।”

যুবকের দেহ উদ্ধার
এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আজিমগঞ্জ-ফরাক্কা রেলপথের হাউসনগর রেল ফটকে। পুলিশ জানিয়েছে মৃতের নাম জালিম শেখ (২০)। রেলপুলিশ জানায়, জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ওই যুবক গ্রামের একটি মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু বাড়ির লোক জন রাজি হননি। এ দিন সকালে একটি ব্যাগে জামা কাপড় ভরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন জালিম। মৃতদেহের ময়না-তদন্ত করা হয়েছে।

ফেনসিডিল-সহ ধৃত
ফেনসিডিল সিরাপের বোতল-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভগবানগোলা থানার পুলিশ। রবিবার রাতে ৩০০ বোতল ফেনসিডিল সিরাপ পাচারের সময়ে হাতেনাতে ধরা পড়ে যায় সে। ধৃত ব্যক্তির নাম রফিক শেখ। তার বাড়ি ভগবানগোলা থানার বাংলাদেশ সীমান্ত লাগোয়া চর-লবণগোলায়।

ট্যাঙ্ক সারাইয়ের দাবি
পাঁচথুপিতে, সাটিতারায় এবং বড়ঞায় তিনটি পানীয় জল সরবরাহকারী জলের ট্যাঙ্ক রয়েছে। তবে স্থানীয় মানুষের দাবি, প্রায় ২৫ বছর আগে তৈরি ওই ট্যাঙ্কগুলি কার্যত বেহাল। সেগুলো সারিয়ে, নতুন পাম্প বসিয়ে পরিষ্কার জল সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বড়ঞার কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক জানান, এ বার বিধানসভায় গিয়ে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে স্থানীয়দের এই দাবি জানাবো।

বেহাল রাস্তা
কলেজ মোড় থেকে সুন্দরপুর পর্যন্ত রাস্তা বেহাল। জায়গায় জায়গায় মোরাম উঠে গিয়ে ওই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। মারগ্রামের প্রধান কংগ্রেসের অজিত বন্দ্যোপাধ্যায় জানান, প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনানর আওতায় ওই মোরামের রাস্তার সংস্কার করা হচ্ছে। খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.