উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
বাণিজ্য বন্ধের জেরে যানজটে নাকাল মানুষ |
 |
নিজস্ব সংবাদদাতা, পেট্রাপোল: ক্লিয়ারিং এজেন্টদের সঙ্গে শুল্ক দফতরের কিছু কর্মীর দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র সোমবার বহির্বাণিজ্য বন্ধ থাকল বনগাঁর পেট্রাপোলে। ফলে এদিন এ পার থেকে কোনও পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে ঢোকেনি। সে দেশ থেকেও এ পারে ঢোকেনি কোনও ট্রাক। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, পেট্রাপোলে প্রায় দেড়শো ক্লিয়ারিং এজেন্ট রয়েছেন। অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তীর অভিযোগ, “শুল্ক দফতরের কর্মীদের একাংশ ক্লিয়ারিং এজেন্টদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই খারাপ ব্যবহার করছিলেন। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: হোটেলের ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে, বারাসতের চাঁপাডালি মোড়ের কাছে যশোহর রোডের একটি হোটেলে। পুলিশ জানিয়েছে, হোটেলের রেজিস্টার অনুযায়ী মৃত ব্যক্তির নাম রশিদ মেমন এরবার রহমান (২৩)। তিনি তাতে বাড়ির যে ঠিকানা লিখেছেন, তা উত্তর ত্রিপুরার। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই যুবককে খুন করা হয়েছে। বারাসতের এসডিপিও তরুণ হালদার বলেন, “একটি খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।” |
হোটেলের ঘরে যুবকের
দেহ উদ্ধার বারাসতে |
|
মিড-ডে মিলের চাল, টাকা আত্মসাতের অভিযোগ |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
গুদামেই কর্মীর রক্তাক্ত মৃতদেহ মিলল হাওড়ায়
|
 |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ছাঁট লোহার একটি গুদাম থেকে সেখানকারই এক কর্মীর মাথা থেঁতলানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে, লিলুয়ার ‘ও’ রোডের সেনপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রামজি সিংহ (৬০)। বাড়ি বেলুড়ের বি কে টেম্পল রোডে। দেহের পাশে মিলেছে একটি রক্তমাখা ভারী হাতুড়ি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কর্মী যখন রাতে ঘুমোচ্ছিলেন, তখন তাঁর মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। |
|
রেল যোগাযোগ গড়তে জমি সংগ্রহ ও চেক বিলি শুরু |
নিজস্ব সংবাদদাতা. মশাট: ফুরফুরাশরিফে প্রস্তাবিত স্টেশনের মডেল। ছবি: দীপঙ্কর দে।
ডানকুনি ও ফুরফুরাশরিফের মধ্যে প্রস্তাবিত রেল যোগাযোগ গড়ে তোলার জন্য জমি সংগ্রহ এবং জমি-মালিকদের ক্ষতিপূরণের চেক বিলি শুরু হল একই সঙ্গে।
সোমবার হুগলির মশাটে পূর্ব রেলের সাইট-অফিসে ওই কাজ শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত ১৫ জন জমি-মালিকের হাতে চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে ঘোষণা মতো, ওই জমি-মালিকদের হাতে তাঁদের পরিবারপিছু এক জনের চাকরির ফর্মও তুলে দেওয়া হয়। |
 |
|
প্রাতর্ভ্রমণে বেরিয়ে আক্রান্ত বৃদ্ধা |
ইন্দিরা আবাসের অর্থ অমিল, ক্ষোভ |
|
টুকরো খবর |
|

চিত্র সংবাদ |
|
|