টুকরো খবর
|
প্রতিশ্রুতিতে ‘সহবাস’, আরামবাগে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে আরামবাগের গৌরহাটি গ্রামের বাড়ি থেকে অরিজিৎ মল্লিক নামে ওই যুবককে ধরা হয়। পুলিশ জানায়, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা এক তরুণী পুলিশের কাছে অরিজিতের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর তিনেক ধরে ওই তরুণ-তরুণীর সম্পর্ক। মেয়েটি কলকাতার এক নার্সিংহোমের নার্স। ঘাটাল থেকে আরামবাগের ডোঙ্গলমোড় থেকে বাস ধরতেন তিনি। ডোঙ্গলমোড়েই ওই যুবকের দোকান আছে। সেখানে মোবাইল রিচার্জ করাতে গিয়ে তরুণীর আলাপ হয় অরিজিতের সঙ্গে। অভিযোগ, নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়েছিলেন অরিজিৎ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি ওই মেয়েটির সঙ্গে সহবাস করেন। মাস দু’য়েক আগে তরুণী জানতে পারেন, অরিজিৎ বিবাহিত। এক শিশুপুত্রও আছে তাঁর। এরপরে অরিজিতের সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অভিযোগ, গত রবিবার ডোঙ্গলে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী। সে সময়ে অরিজিৎ তাঁর হাত ধরে টানাটানি করেন। এরপরেই থানায় অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। পুলিশের দাবি, জেরায় ওই যুবক অভিযোগ স্বীকারও করেছেন। সোমবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। |
উলুবেড়িয়ার স্কুলে চুরির চেষ্টা, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
 |
নিজস্ব চিত্র |
স্কুলের কম্পিউটার রুমের তালা ভেঙে চুরির চেষ্টা হল রবিবার রাতে। উলুবেড়িয়ার খলিসানি জাতীয় বিদ্যাপীঠে গত এক মাসের মধ্যে দুষ্কৃতী হানা এই নিয়ে দ্বিতীয় বার। সোমবার সকালে স্কুলের প্রধান ফটকের সামনে থেকে বাক্স-বন্দি কম্পিউটার এবং একটি সাইকেল উদ্ধার হয়। এর আগের বার অবশ্য টাকা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। পর পর একই স্কুলে হানা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমেছে। সোমবার ঘটনার তদন্তে পুলিশ আসে স্কুলে। তাদের ঘিরে রাখেন স্থানীয় মানুষ। দুষ্কৃতীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে ঘেরাও-মুক্ত হন পুলিশকর্মীরা। স্কুল পরিচালন সমিতির সদস্য হিমাংশু দাস জানান, সর্বশিক্ষা মিশনের উদ্যোগে স্কুলটিতে কম্পিউটার ক্লাস চালু হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে কম্পিউটারগুলি পাওয়া গিয়েছে। সেগুলি চুরির চেষ্টা কোনও মতেই মেনে নেওয়া যায় না। আগে চুরির ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে তাঁর অভিযোগ। একই অভিযোগ করেছেন স্কুল পরিচালন সভাপতি বীরেশ্বর পাঁজা। তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের ঘরের তালা ভেঙে ৬টি আলমারি তছনছ করে দুষ্কৃতীরা। সরকারি অনুদানের বেশ কয়েক হাজার টাকা নিয়ে পালায় তারা। পুলিশ জানায়, কোনও কারণে রবিবার রাতে চুরির জিনিস নিয়ে পালাতে পারেনি দুষ্কৃতীরা। তদন্ত চলছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না। |
মুদির দোকানে বেআইনি মদ
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
মুদির দোকান থেকে মিলল ৮০ বোতল বিলিতি মদ। গোঘাটের বাজুয়া গ্রামের ওই দোকান মালিক সুকুমার ঘোষকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে শনিবার রাতে দোকানে হানা দেয় তারা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আবগারি দফতরের কিছু অসাধু কর্মীর সঙ্গে যোগসাজশ রেখে বেআইনি ভাবে মদের ব্যবসা চলছে। তখন আবগারি দফতরের বিরুদ্ধে এই অভিযোগের প্রসঙ্গে মহকুমা আবগারি ওসি শ্যামাপদ রাজবংশী বলেন, “বিষয়টি জানানো হয়নি। নির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” |
বেটিং-চাঁই ধৃত
নিজস্ব সংবাদাদাতা • কলকাতা |
হাওড়ার বেটিং চক্র কান্ডে গ্রেফতার মূল অভিযুক্তকে গ্রেফতার করে এবার নগদ ৭ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করল হাওড়ার জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে হাওড়া ময়দানের কাছে বৈকুন্ঠ চ্যাটার্জ্জী লেনের একটি বহুতল আবাসনের নিচের তলায় হানা দিয়ে ওই টাকা উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার হাওড়ার মল্লিক ফটকের কাছে রাউন্ড ট্যাঙ্ক রোডের একটি আবাসনে হানা দিয়ে গোয়েন্দারা একটি বেটিং চক্রের কয়েকজন পান্ডাকে গ্রেফতার করে। গোয়েন্দারা জানান, চক্রের অন্যতম মূল পান্ডা ধৃত ললিত তুলসিয়ানকে জিজ্ঞাসাবাদ করেই টাকার সন্ধান পাওয়া গেছে। |
বধূকে নির্যাতন, ধৃত আইআরবি কনস্টেবল
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
পণের দাবিতে বধূ নির্যাতনের অভিযোগে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) এক কনস্টেবলকে গ্রেফতার করল পুলিশ। সোমবার কৌশিক লায়েক নামে ওই কনস্টেবলকে তাঁর কর্মস্থল দুর্গাপুর থেকে করা হয়। কৌশিকের বাড়ি পুরুলিয়ার পুঞ্চা থানার বনগ্রামে। পুলিশ জানায়, বছর খানেক আগে গোঘাটের বিজলকোনা গ্রামের বাসিন্দা ইতু চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় কৌশিকের। তার মাস কয়েক পর থেকেই সাংসারিক অশান্তি শুরু হয়। সেপ্টেম্বর মাসের শেষ দিকে গোঘাট থানায় দায়ের করা অভিযোগে ইতুদেবী জানান, পণের দাবিতে শ্বশুরবাড়িতে তাঁর উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। গত মাসে মারধর করে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ পাঁচ জনের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেন। ধৃত কনস্টেবলের দাবি, “স্ত্রীর উপরে কোনও অত্যাচার করা হয়নি। ওর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় তা নিয়ে অশান্তি চলছিল। সেই কারণেই ও বাপের বাড়ি চলে যায়।” |
সোনা চুরি, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
হরিয়ানার একটি সোনার দোকান থেকে সোনা চুরি করে নিয়ে চলে আসার অভিযোগে গোঘাটের উদয়রাজপুর গ্রামের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে হরিয়ানা পুলিশ এবং গোঘাট পুলিশ যৌথ ভাবে ওই গ্রামে হানা দিয়ে অমিত নন্দী নামে ওই যুবককে ধরে। পুলিশ জানায়, হরিয়ানার একটি সোনার দোকানে কাজ করতেন অমিত। সেখান থেকে সোনা চুরি করে কিছু দিন আগে নিজের বাড়িতে ফিরে আসেন। তল্লাশি চালিয়ে পুলিশ তাঁর কাছ থেকে ১৬২ গ্রাম সোনা উদ্ধার করেছে। |
সিপিএম নেতা খুনে গ্রেফতার আরও ৪
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
খানাকুলের রঞ্জিতবাটি গ্রামে সিপিএম নেতা মহাদেব মণ্ডল খুনের ঘটনায় রবিবার রাতে আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৮ জন ধরা পড়ল। |
যুবকের অস্বাভাবিক মৃত্যু |
সোমবার দুপুরে আরামবাগের ডিহবয়রা গ্রামে মাঝপাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম নিমাই কর্মকার (৩৫)। পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হন বলে অনুমান পুলিশের। তাঁর দেহ পড়ে ছিল একটি পুকুরের ধারে। স্থানীয় মানুষ আরামবাগ মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। |
|