জয়ী নিমতলা বালক সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • সাগর |
দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের কয়লাপাড়া নেতাজি স্মৃতি সঙ্ঘের পরিচালনায় পাঁচদিনের এক ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। গত বুধবার শুরু হয় প্রতিযোগিতা। ৬৪টি দল যোগ দিয়েছিল এই প্রতিযোগিতায়। রবিবার ছিল ফাইনাল। নেতাজি সঙ্ঘের মাঠে ফাইনালে ফাইনালে মুখোমুখি হয় কয়লাপাড়া নিমতলা বালক সঙ্ঘ এবং কয়লাপাড়া নজরুল স্মৃতি সঙ্ঘ। খেলায় ২-০ গোলে নজরুল স্মৃতি সঙ্ঘকে হারিয়ে জয়ী হয় নিমতলা বালক সঙ্ঘ। নিমতলার হয়ে দু’টি গোলই করেন বিমল প্রামাণিক। খেলা পরিচালনা করেন তপন গিরি, শেখ আনসার ও অনুপ মসিয়ান। খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। |
তালদিতে সাঁতার প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
ক্যানিংয়ের তালদি সুইমিং সেন্টারের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা হয়ে গেল রবিবার। ২২টি বিভাগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা যোগ দেন। প্রতিযোগিতা এ বার ৩৮ বছরে পড়ল। এই উপলক্ষে মহিলা ও পুরুষদের পৃথক ওয়াটারপোলো প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সফল প্রতিযোগীদের হাতে নগদ অর্থ, ট্রফি-সহ নানা জিনিসপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ তরুণ মণ্ডল প্রমুখ। |
কৃতী পড়ুয়া ও মায়েদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
এলাকার বিভিন্ন স্কুলের এ বারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী প্রথম তিন জন এবং তাদের মায়েদের সংবর্ধনা দেওয়া হল অশোকনগর-কল্যাণগড় পুরসভার পক্ষ থেকে। সম্প্রতি স্থানীয় শহিদ সদনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান সমীর দত্ত, বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার এবং কাউন্সিলাররা। পড়ুয়াদের স্মারকের পাশাপাশি অভিধান উপহার দেওয়া হয়। মায়েদের দেওয়া হয় স্মারক। সমীরবাবু বলেন, “সন্তানদের সাফল্যের পিছনে মায়েদের অক্লান্ত পরিশ্রম থাকে। কিন্তু তাঁদের কথা কেউ মনে রাখেন না। তাঁদের সম্মান জানাতেই সংবর্ধনা দেওয়া হয়।” |
‘সৃজনী’র অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙা |
সম্প্রতি গোবরডাঙার ‘সৃজনী’ নাট্যসংস্থার বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল স্থানীয় আনন্দ সম্মেলন মাঠে। সংস্থার তরফে ‘ঋতুর রঙে রবীন্দ্রনাথ’ নামে একটি নৃত্যনাট্য পরিবেশন করা হয়। নাট্যসংস্থা ‘নকশা’ পরিবেশন করে ‘রঙ্গে ব্যঙ্গে রবীন্দ্রনাথ’ নামে একটি নাটক। রূপান্তর নাট্যসংস্থা পরিবেশন করে শ্রুতিনাটক। সংস্থার তরফে শঙ্কর নন্দী জানান, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতেই এ বারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। |
নদীতে নিখোঁজের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নদীতে তলিয়ে যাওয়া মাঝির দেহ উদ্ধার হল। গত শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা খোকন সর্দার (৩৫) নামে ওই যুবক খেয়া পারাপার করার সময় নৌকা থেকে বেতনি নদীতে পড়ে যান। রবিবার রাতে তাঁর দেহ উদ্ধার হয়। কালীনগরে নদীর বাঁকে রবিবার রাতে একটি দেহ ভাসতে দেখেন একটি নৌকার মাঝি। পরে জল থেকে দেহটি তোলার পরে পুলিশকে খবর দেওয়া হয়। মৃতের পরিবার দেহটি শনাক্ত করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। |
স্কুলভোটে জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি |
স্কুল নির্বাচনে জিতল সিপিএম। রবিবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নগেন্দ্রনগর হেমন্তকুমারী উচ্চ বিদ্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬টি আসনের মধ্যে সিপিএম ৪টি ও অঞ্চল নাগরিক কমিটি ২টি আসনে জয়ী হয়। তৃণমূল ৬টি আসনে প্রার্থী দিলেও একটিও আসন পায়নি। স্থানীয় সিপিএমের দাবি, তৃণমূলশাসিত পঞ্চায়েতগুলি যে ভাবে আর্থিক দুর্নীতি করছে তা দেখে মানুষ ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তৃণমূলের দাবি, এসইউসি-র সঙ্গে জোট না হওয়াতেই তাঁদের ফল খারাপ হয়েছে। |
অজ্ঞাতপরিচয়ের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গোকুলপুরে ধানখেত থেকে সোমবার এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। সোমবার সকালে ধানখেত থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বাসিন্দারা গিয়ে সেখানে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির পা দু’টি বাঁধা ছিল। পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি। রক্তাক্ত অবস্থায় দেহটি পড়েছিল। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। |