উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ
মন্ত্রীর বিশেষ অডিটের ঘোষণায় হদিস ৪৮ কোটির
দিস মিলছিল না উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ ৪৮ কোটি টাকার! বিষয়টি নজরে পড়তেই বিশেষ (স্পেশ্যাল) ‘অডিট’ করানো হবে বলে ঘোষণা করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সে ‘অডিট’ এখনও হয়নি। কিন্তু ‘অডিট’-এর ঘোষণা হতেই ফল মিলেছে হাতেনাতে। পর্ষদের সদস্য-সচিব তথা জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ মন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, ওই টাকা উত্তরবঙ্গের ছয় জেলায় জেলাশাসকদের তহবিলে পড়ে রয়েছে।
খবর পৌঁছেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী গৌতমবাবুর উদ্যোগের প্রশংসা করে এ পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ ও খরচ হওয়া সব টাকার হিসেব বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই পদস্থ অফিসারদের একাংশ ওই বিশেষ ‘অডিট’ করানোর সিদ্ধান্ত যাতে কার্যকর না হয়, সে জন্য নানা ভাবে তৎপর হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর মনোভাব জেনে বিশেষ ‘অডিট’ করানোর সিদ্ধান্তে অনড় রয়েছেন গৌতমবাবু।
উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কার্যালয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। —ফাইল চিত্র
বস্তুত, এত দিন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে টাকা বরাদ্দ হলেও তা খরচের বিশদ হিসেব যে রাখা হত না, তা রাজ্যে সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের অনেকেরই কাছেই স্পষ্ট। বিষয়টি আঁচ করেই নবগঠিত উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আওতায় ওই পর্ষদকে কাজ করতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে গৌতমবাবু পর্ষদের যাবতীয় হিসেব চেয়ে পাঠান। পর্ষদের সদস্য-সচিব জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার যে হিসেব জমা দেন, তার মধ্যে বরাদ্দ ৪৮ কোটি টাকা কোথায় খরচ হয়েছে, সেই নথি না দেখে মন্ত্রী বিস্মিত হন।
গত ১২ সেপ্টেম্বর নবগঠিত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ওই বিশাল অঙ্কের টাকার হদিস করতে বিশেষ ‘অডিটের’ সিদ্ধান্ত ঘোষণা করেন গৌতমবাবু। ওই ঘোষণার পরেই সদস্য-সচিব জেলাশাসকদের তহবিলে ওই টাকা পড়ে থাকার বিষয়ে গৌতমবাবুকে জানান। কিন্তু কোন জেলায়, কী খাতে টাকা আছে তার বিবরণ কমিশনার এখনও দিতে পারেনি। কমিশনার বলেন, “কোন জেলায়, কোন খাতে কত টাকা পড়ে আছে তা বিশদে জানিয়ে ৩১ অক্টোবরের মধ্যে ডিএমদের রিপোর্ট দিতে বলেছি। ওই রিপোর্ট পেলে তা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে দেওয়া হবে।”
প্রশ্ন হল, এত দিন ওই টাকা জেলাশাসকদের তহবিলে পড়ে থাকলেও বিশেষ ‘অডিট’ করানোর সিদ্ধান্ত ঘোষণার আগে কেন তার হদিস মিলল না? এমনকী, জেলাশাসকদের তহবিল থেকে ওই টাকা ভিন্ন খাতে খরচের নামে নয়ছয়ের আশঙ্কাও কি উড়িয়ে দেওয়া যায়? উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের এক শীর্ষ কর্তার জবাব, ‘‘স্পেশ্যাল অডিট হলে সবই স্পষ্ট হয়ে যাবে।”
সরকারি সূত্রেই জানা গিয়েছে, সব ঠিক থাকলে দীপাবলির পরেই বিশেষ ‘অডিট’ কী ভাবে, কারা করবেন-- ঘোষণা করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। মন্ত্রীর কথায়, “আগে যা হওয়ার হয়েছে। উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ নয়ছয় যে বরদাস্ত করা হবে না তা গোড়া থেকেই মুখ্যমন্ত্রী বলছেন। আমরাও উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এ পর্যন্ত বরাদ্দ ও খরচ হওয়া প্রতিটি পাইপয়সার হিসেব জনতার সামনে রাখতে চাই। স্বচ্ছতার স্বার্থে বিশেষ ‘অডিট’ অবশ্যই করানো হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.