এমকেডিএ
বকেয়া কাজ দ্রুত শেষে জোর বৈঠকে
রাজ্যে পালাবদলের পরে চলতি বছরের জুন মাসে নতুন চেয়ারম্যান নিযুক্ত হন। তার পর গত অগস্টে নতুন কমিটি গঠন হয় মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের (এমকেডিএ)। সেই নতুন কমিটিরই প্রথম বৈঠক হল সোমবার। ১৩ জন সদস্যের মধ্যে এ দিন অবশ্য ৯ জন উপস্থিত ছিলেন। অন্য জরুরি কাজে ব্যস্ত থাকায় জেলাশাসক-সহ ৪ সদস্য হাজির হতে পারেননি। বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোন কোন প্রকল্পের কাজ যুদ্ধাকালীন তৎপরতায় শুরু হবে, আলোচনায় তাও উঠে আসে। বকেয়া কাজ দ্রুত শেষ করার উপরেই সবচেয়ে বেশি জোর দেন নতুন কমিটির সদস্যরা। তাঁরা জানান, অযথা কাজ ফেলে রাখা যাবে না। কেউ যদি কাজের ক্ষেত্রে গড়িমসি করেন, তা হলে উপযুক্ত পদক্ষেপ করতে হবে।
বৈঠক শেষে এমকেডিএ’র চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি বলেন, “বেশ কয়েকটি নতুন প্রকল্পের কাজ শুরু হবে। তবে বকেয়া কাজ দ্রুত শেষ করার উপরেই আপাতত সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। যে প্রকল্পই হোক না কেন, মাঝপথে কাজ আটকে থাকলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়।” এমকেডিএ সূত্রে খবর, নতুন কমিটির কাছে ইতিমধ্যেই মাঝপথে কাজ আটকে থাকার বেশ কয়েকটি অভিযোগ এসেছে। অভিযোগ খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে। সময়ের মধ্যে কাজ শেষ করেনি, এমন একাধিক ঠিকাদারের টাকাও আটকে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারেরা অবশ্য জানাচ্ছেন, কিছু সমস্যা ছিল বলেই সময়ের মধ্যে কাজ শেষ করা যায়নি। তবে এ বার দ্রুত কাজ শেষ করা হবে।
কাঁসাইয়ের দু’দিকে দুই শহর ও তার আশপাশের এলাকায় উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করতেই সাত বছর আগে মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদ গঠন করা হয়। জেলা পরিষদ ক্যাম্পাসে পরিকল্পনাভবনে পর্ষদের দফতর। পর্ষদের বার্ষিক বাজেট সাড়ে ৪ থেকে ৫ কোটি টাকা। নতুন কমিটি অবশ্য নিজস্ব সম্পদ সৃষ্টি করে পর্ষদের আয় বাড়ানোর চেষ্টা করছে। সংস্থার এক আধিকারিকের কথায়, “রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া অর্থে পরিকল্পনামাফিক কাজ করা সম্ভব নয়। তাই পর্ষদের আয় বাড়ানো জরুরি।” এ দিকে নজর রেখেই মেদিনীপুর-খড়্গপুর শহরে চারটি করে মোট আটটি ‘পে-অ্যান্ড-ইউজ’ শৌচাগার তৈরির পরিকল্পনা করেছে এমকেডিএ। ব্যয় ধরা হয়েছে ৪৮ লক্ষ টাকা। রানি শিরোমণির স্মৃতি-বিজড়িত কর্ণগড়ে ইকো-ট্যুরিজম পার্ক গড়ার কথাও ভাবা হয়েছে। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা।
গত অগস্টে পর্ষদের নতুন কমিটি গঠনের পরেই অবশ্য দলতন্ত্রের অভিযোগ উঠেছিল। কমিটিতে মেদিনীপুরের সিপিআই সাংসদ প্রবোধ পান্ডা কিংবা খড়্গপুরের সিপিএম বিধায়ক নাজমুল হকের ঠাঁই হয়নি। অথচ তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়, যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ চক্রবর্তীদের রাখা হয়। পর্ষদ কর্তৃপক্ষ অবশ্য সে-সব অভিযোগে আমল দেননি। সোমবার হয়ে গেল সেই নতুন কমিটির প্রথম বৈঠকও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.