Content on this page requires a newer version of Adobe Flash Player.
l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
লেকের জলে ভাসছে শিকারা। দিগন্ত রেখা বলতে শুধুই পাহাড়ের অবয়ব, সূর্যের
আলো ঝিলমিলিয়ে পিছলে যায় তার গা বেয়ে। বাগ-বাগিচা চিত্রিত রঙের স্পর্শে।
প্রকৃতির এমন নিঁখুত আয়োজন তাকে ভূষিত করেছে
‘ভূ-স্বর্গ’
উপাধিতে।
হাওয়াবদলে জম্মু-কাশ্মীরের এমন ছবি তো আছেই, থাকছে ‘বৈষ্ণোদেবী’-র
কাছে পৌঁছানোর হদিসও। সঙ্গে
মেলা-পার্বণ
ও
ফোটোশপের
গল্প।
খুন আত্মীয়, গুলিবিদ্ধ সিটু নেতাও
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
চোয়ালে পিস্তল ঠেকিয়ে গুলি করে মারা হল এক সিটু নেতার আত্মীয়কে। ওই সিটু নেতারও বুকে গুলি করা হয়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাল্লাগুড়ির নিয়ন্ত্রিত বাজারে। মাল্লাগুড়ি বাজার সমিতি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ওই সিটু নেতা রাজকুমার যাদব আশঙ্কাজনক অবস্থায় মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পুলিশ জানায়, রাজকুমারবাবুর আত্মীয়, নিহত সুরেন্দ্র যাদব (৪৬) বিহারের দ্বারভাঙ্গা জেলার বাসিন্দা। তিনি দিন তিনেক আগে মাল্লাগুড়ি বাজার লাগোয়া পোখাইজোতে রাজকুমারবাবাবুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। হামলাকারীরা তৃণমূল-আশ্রিত বলে অভিযোগ করেছে সিটু। ঘটনার প্রতিবাদে আজ, সোমবার নিয়ন্ত্রিত বাজারে ধর্মঘট পালনের ডাকও দিয়েছে তারা। পুলিশ ওই হামলায় জড়িত অভিযোগে বাজারেরই দুই শ্রমিককে গ্রেফতার করেছে। রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের অভিযোগ, “রাজকুমারবাবু দক্ষ সংগঠক। এলাকায় আতঙ্ক ছড়াতে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা ওই হামলা করেছে।” তিনি বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তবে মানুষ এ সব সহ্য করবেন না। বিচার চাইতে জনতার আদালতে যাব।” তবে ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই বলে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।
বিস্তারিত...
প্রত্যন্ত গ্রামে ফুটবলই নতুন
জীবনের স্বপ্ন দেখাচ্ছে মেয়েদের
নির্মল বসু • সন্দেশখালি
এই ‘টিম’-এর কোচ নন শাহরুখ ‘কবীর’ খান। তবুও এই ‘টিম’-এর সদস্যেরা স্বপ্ন দেখেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। পেটের জ্বালা মিটিয়েও প্রতিদিন লড়াই করছেন তাঁরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালির ‘ন্যাজাট স্টেডিয়ামে’ এই মহিলা ফুটবলারেরা প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছেন। উজার করে দিচ্ছেন নিজেদের। স্বপ্ন দেখাচ্ছেন এলাকার মানুষকেও। স্বপ্ন দেখার শুরুটা হয় বছর দু’য়েক আগে। তখন পাড়ার আর পাঁচটা ছেলেমেয়ের সঙ্গে বিচালি দিয়ে বল তৈরি করে তা প্লাস্টিকের প্যাকেটে পুরে ফুটবল খেলছিল কয়েকটি মেয়ে। তাঁদের মধ্যে অন্যতম স্বপ্না সর্দার ন্যাজাটে টুসু মেলার উদ্যোক্তাদের কাছে আচমকা দাবি করে, ‘একটা ফুটবল কিনে দাও না। আমরা খেলব।’ মেলার উদ্যোক্তারাও রাজি হয়ে যান। সেই শুরু। টুসু মেলার উদ্যোক্তাদের চেষ্টায় শুরু হয় মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবির। এলাকায় খেলাধূলার প্রসার ঘটাতে আশির দশকে স্থানীয় কয়েক জন মানুষ ১২ বিঘা জমি দিয়েছিলেন স্টেডিয়াম তৈরির জন্য। যদিও সরকারের তরফে কোনও সদর্থক প্রয়াস হয়নি। তবুও এলাকার মানুষের কাছে ওই ফাঁকা জমিটুকু ‘স্টেডিয়াম মাঠ’। তিন দিকে চাষের জমি, এক দিকে পুকুর। বর্ষার সময়ে ধানের খেতের মুখ লুকনো ওই মাঠে যেতে এক হাঁটু কাদা ভাঙতে হয়।
বিস্তারিত...
বিপিএল তালিকায় গরমিল, ক্ষোভ ময়ূরেশ্বরে
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর
কেউ বাস করেন পাকা বাড়িতে। কারও রয়েছে জমি-জমা, ট্রাক্টর, সাবমার্সিবল পাম্প। আর্থিক সঙ্গতিসম্পন্ন ওই সব ব্যক্তিরা দারিদ্রসীমার নীচে বসবাসকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। আবার অনেক পরিবার আছে যাঁদের মাটির কুঁড়ে ঘরের চাল দিয়ে জল পড়ে, কার্যত ভিক্ষাবৃত্তি করে তাঁদের পেট চলে। ওই সব হতদরিদ্র সহায়-সম্বলহীনদের দারিদ্রসীমার নীচে বসবাসকারী হিসেবে স্বীকৃতি মেলেনি। এমনই চিত্র ধরা পড়েছে ময়ূরেশ্বর থানার দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের পাখুরিয়া গ্রামের বিপিএল তালিকায়। ওই তালিকার সৌজন্যে যথেষ্ট অবস্থাপন্ন পরিবারের লোকেরা সরকারি সুযোগ-সুবিধা হাতিয়ে নিচ্ছেন। আর প্রকৃত দুঃস্থরা তার নাগাল পাচ্ছেন না বলে অভিযোগ। সম্প্রতি গ্রামবাসীদের একাংশ জেলাশাসকের কাছে ওই বিপিএল তালিকা বাতিল করে প্রকৃত দুঃস্থদের তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালে ওই গ্রামের আংশিক বিপিএল তালিকা প্রকাশিত হয়। সেই সময় পঞ্চায়েতে ক্ষমতায় ছিল সিপিএম। ২০০৮-এ ক্ষমতায় আসে বিজেপি-তৃণমূল জোট। তার পরে প্রকাশিত হয় পূর্ণাঙ্গ তালিকা। সেই তালিকা প্রকাশিত হওয়ার পরে এলাকায় হইচই পড়ে যায়।
বিস্তারিত...
তৃণমূল নেতার আপত্তি, ঘাট ইজারা স্থগিত
পীযূষ নন্দী • পুড়শুড়া
বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যাতে নিজস্ব আয় বাড়াতে পারে, তার জন্য দীর্ঘদিন ধরেই জোর দিচ্ছে সরকার। কিন্তু শনিবার পুড়শুড়ার ব্লক তৃণমূল সভাপতি জয়দেব জানার আপত্তিতে স্থগিত হয়ে গেল বড়দিগরুই ঘাট-ইজারার ‘ডাক’। প্রক্রিয়ায় বাধা দানেরও অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। জয়দেববাবু অবশ্য বাধা দানের অভিযোগ অস্বীকার করেছেন। পুড়শুড়া পঞ্চায়েত সমিতি এলাকায় মোট ফেরিঘাটের সংখ্যা ৮। এর মধ্যে বড়দিগরুই ঘাট দিয়েই সবচেয়ে বেশি যাত্রী পারাপার করেন। সমিতি সূত্রে জানা গিয়েছে, ওই ঘাট থেকে দৈনিক প্রায় ৪-৫ হাজার টাকা আয় হয়। শনিবার দুপুর ১২টা নাগাদ ঘাটের ‘ডাক’ হওয়ার কথা ছিল। ৮টি পঞ্চায়েত এলাকায় এ নিয়ে প্রচারও হয়। ব্লক অফিসের ব্যবস্থাপনায় ওই ডাকে অংশ নিতে সকাল ১১টাতেই প্রায় ৬০ জন চলে আসেন বলে সমিতি জানিয়েছে। কিন্তু ‘ডাক’ শুরু হওয়ার আগেই জয়দেববাবু ব্লক অফিসে গিয়ে বিডিও ফৈয়াজ আহমেদ, সভাপতি শিখা সাঁতরা-সহ আধিকারিকদের জানান, দু’বছর আগে যিনি ‘ডাক’-এর মাধ্যমে ঘাট ইজারা নিয়েছিলেন, তিনি পুরো টাকা সমিতিকে শোধ করেননি। সমিতি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এ বারের ‘ডাক’-এর নিম্নসীমা হিসাবে ৫ লক্ষ ১৫ হাজার টাকা ধার্য করা হয়।
বিস্তারিত...
বিল পেরিয়েই ঢুকতে হয় উপানন্দ কলোনি গ্রামে
গৌরব বিশ্বাস • করিমপুর
ঘটনা ১- বছর খানেক আগের কথা। কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কীর্তিবাস বিশ্বাস (২৭)। গ্রামের লোকজন যখন তা বুঝতে পেরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু গ্রামে ঢোকা বেরোনোর প্রধান রাস্তাটাই জল ভরা বিল হওয়ায় অনেক দেরি হয়ে গেল। মারা যান তিনি। ঘটনা ২- মাস কয়েক আগে সাপে কেটেছিল গ্রামের শোভারানি বিশ্বাসকে (২২)। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। কিন্তু, রাস্তা তো নেই। হাসপাতাল পর্যন্ত তাঁকে নিয়েই যাওয়া যায়নি। পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনা ৩- দিন কয়েক আগে কৃষ্ণনগর থেকে পাত্র দেখতে এসেছিলেন পাত্রীপক্ষ। পাত্র পছন্দ, তার বাড়িঘরও ঠিকঠাক। কিন্তু মেয়ের বিয়ে দিলে তার শ্বশুরবাড়ির গ্রামে ঢোকার রাস্তা কোথায়? অতএব বিয়ে বাতিল। সম্বৎসর সমস্যা নিয়েই থাকে অধিকাংশ গ্রাম। কিন্তু যে গ্রামে বছরে ১১ মাসই ঢোকার রাস্তাটাই নেই, সেখানে ঠিক কী হতে পারে, তা উপানন্দ কলোনির মানুষই সব থেকে ভাল বোঝেন।
বিস্তারিত...
শ্রী পদ্ধতিতে ধানচাষ শিল্পাঞ্চলেও
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
প্রচলিত পদ্ধতিতে ধান চাষে জল লাগে প্রচুর। কিন্তু অপেক্ষাকৃত শুকনো এলাকায় কম জলে ধানচাষে ইতিমধ্যেই শ্রী পদ্ধতি প্রয়োগে সাফল্য মিলেছে। এ বার শিল্পাঞ্চলে এই পদ্ধতির প্রয়োগ শুরু করল কৃষি দফতর। দুর্গাপুরের সহ কৃষি অধিকর্তা মিলন মণ্ডল বলেন, “এ বারই প্রথম দুর্গাপুর শিল্পাঞ্চলে নতুন এই পদ্ধতিতে ধানচাষ শুরু হল। আশা করা যায়, এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে অন্য চাষিরাও এই পদ্ধতি অনুসরণ করবেন।” মূলত, যে মাটিতে জলের পরিমাণ কম সেই এলাকায় বেশি ফলন পেতে শ্রী পদ্ধতি কার্যকরী। মাদাগাস্কারে ১৯৮৩ সালে এই পদ্ধতি প্রয়োগ করে চাষ শুরু করেন ফরাসি পাদ্রি হেনরি দে লাওলানি। তবে এই পদ্ধতি জনপ্রিয় করে তুলে সারা বিশ্বে ছড়িয়ে দিতে মুখ্য ভূমিকা নেন নিউইয়র্কের ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড, এগ্রিকালচার অ্যান্ড ডেভলপমেন্ট’ নামক প্রতিষ্ঠানের ডিরেক্টর নর্মান উপহফ। ১৯৯৭ সালে তাঁর উদ্যোগেই এই পদ্ধতির প্রয়োগ শুরু হয় এশিয়ায়। ভুটান, ইরান, ইরাক প্রভৃতি দেশে এই পদ্ধতিতে চাষ হচ্ছে। বর্তমানে ভারতে শ্রী পদ্ধতির প্রয়োগে উদ্যোগী হয়েছে সরকার।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
টানা বৃষ্টিতে জলস্ফীতি
উত্তরবঙ্গের নদীগুলিতে
প্রতারণার অভিযোগে
ধৃত দম্পতি
দক্ষিণবঙ্গ
পাণ্ডুয়ায় আজ প্রতিবাদ
মিছিল তৃণমূলের
যুবকের মৃতদেহ ফের
ময়নাতদন্তের দাবি
বর্ধমান
কাটোয়ায় বাড়ছে দুষ্কৃতী
দৌরাত্ম্য, ‘নিষ্ক্রিয়’ পুলিশ
তল্লাশির নামে জিনিসপত্র
তছনছে অভিযুক্ত পুলিশ
পুরুলিয়া
কালভার্ট ভেঙে যাওয়ায়
বন্ধ বাস চলাচল
অর্থ তছরূপের অভিযোগে
গ্রেফতার ম্যানেজার
মুর্শিদাবাদ
স্ত্রীকে নিগ্রহের নালিশ,
ধৃত প্রাথমিকের শিক্ষক
বহরমপুর রবীন্দ্রসদন
সংস্কারে উদ্যোগী
মেদিনীপুর
কেশপুরে ক্ষুদিরাম স্মরণও
এ বার তৃণমূলের উদ্যোগে
পরিকাঠামোই নেই, প্রকল্প
রূপায়ণ নিয়ে প্রশ্ন পুলিশে
কলকাতা
৩৫.৮/২৭.৯
আজকের দিনে
l
১৯৩৬:
হুগলির মহসীন কলেজের প্রতিষ্ঠা।
l
১৯২০:
ভারতের জাতীয়তাবাদী
নেতা বাল গঙ্গাধর তিলকের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.