|
|
|
|
কালভার্ট ভেঙে যাওয়ায় বন্ধ বাস চলাচল |
নিজস্ব সংবাদদাতা • রানিবাঁধ |
সাম্প্রতিক বৃষ্টিতে জলের তোড়ে কালভার্টের একাংশ ভেঙে পড়েছে। রাস্তার উপরে তৈরি হয়েছে গর্ত। সেই গর্ত পেরিয়ে ছোট গাড়ি কোনও রকমে যাতায়াত করলেও বড় ভারি গাড়ি যাতায়াত করতে পারছে না। বাঁকুড়ার রানিবাঁধ থানার বুথখিলা ও জামশোল গ্রামের মাঝে রাস্তায় এই বিপজ্জনক গর্তের জেরে রানিবাঁধ-ধানাড়া ভায়া রুদড়া রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফলে বিপাকে পড়েছেন ওই ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।
অবিলম্বে ভেঙে যাওয়া কালভার্টের ওই গর্ত মেরামত করার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, ওই গর্তের জেরে দু’সপ্তাহ ধরে বাস চলাচল বন্ধ হয়ে রয়েছে। অথচ সংস্কারের ব্যাপারে প্রশাসনের কোনও হেলদোল নেই। প্রশাসনের তরফে অবশ্য শীঘ্রই ওই কালভার্ট মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে। |
|
নিজস্ব চিত্র। |
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিবাঁধের ভুরকুড়া মোড় থেকে মাদলভাঙা, বুথখিলা, জামশোল, দেউলি, বুড়িশাল, বাগডুবি, রুদড়া, বনগোড়া-সহ বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে গিয়েছে রাস্তাটি। রাজকাটা পঞ্চায়েতের বুথখিলা ও জামশোল গ্রামের মাঝখানে বছর পাঁচেক আগে নির্মিথ হয় ওই কালাভার্ট। প্রায় ১০ ফুট লম্বা এই কালাভার্টটির মধ্যে রাস্তার ভিতরে প্রায় সাড়ে চার ফুট বাই তিনি ফুট ঢালাই খসে গর্ত তেরি হয়েছে। ওই গর্তের পাশ দিয়ে ছোট গাড়ি কোনও রকমে ঝুঁকি নিয়ে চলাচল করছে। কিন্তু দুর্ঘটনার আশঙ্কায় বাস পুরোপুরি বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, কালভার্ট ভেঙে গর্ত তৈরি হলেও প্রশাসন কোনও সতর্কীকরণ নোটিশ দেয়নি। মাদলডাঙা গ্রামের বাসিন্দা স্বপন হাঁসদা, জামশোল গ্রামের শঙ্কর হাঁসদা, দেউলি রবি মাহাতোদের ক্ষোভ, “যানবাহন বন্ধ থাকায় আমরা দুর্ভোগে পড়েছি। কালাভার্ট সারানোর জন্য প্রসাসনের সব স্তরে আবেদন জানিয়েছি। কাজ হয়নি।”
রুদড়া গ্রামের বাসিন্দা সুধীর খাঁ, স্থানীয় দেউলি শুক্লা হাইস্কুলের শিক্ষক উত্তম পাল, ধানাড়া গ্রামের মৃণাল মাহাতোগের কথায়, “বাস না চলায় এলাকার প্রায় ১৫ হাজার মানুষ সমস্যায় পড়েছেন। গর্ত মেরামত তো দূরের কথা, একটা সতর্কীকরণ নোটিশ দেওয়ার প্রয়োজন মনে করেনি প্রশাসন।” গ্রামবাসীদের অভিযোগকে সমর্থণ করেছেন রাজকাটা পঞ্চায়েতের তৃণমূল সদস্য সরস্বতী সর্দার ও দলের রানিবাঁধ ব্লক সভাপতি সুনীল মণ্ডল। তাঁদের ক্ষোভ, “রাজকাটা, রুদড়া, অম্বিকানগর ও পুড্ডি পঞ্চায়েত এলাকার মানুষ প্রতিদিনই নানা প্রয়োজনে ব্লক সদর রানিবাঁধে আসেন। বাস বন্ধ থাকায় তাঁদের অনেকটা ঘুরপথে আসতে হচ্ছে।” রানিবাঁধের বিডিও সম্রাট মণ্ডল অবশ্য বলেন, “ওই রাস্তার ভেঙে যাওয়া কালভার্ট পুননির্মাণের দায়িত্ব আমাদেরই। সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। সতর্কীকরণের নোটিশ কেন লাগানো হয়নি খোঁজ নিয়ে দেখছি।” |
|
|
|
|
|