নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কেন্দ্রের প্রস্তাবিত জমি বিলে ‘জনস্বার্থে’ বেসরকারি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের যে সুযোগ রাখা হয়েছে তা বতিলের দাবি জানালেন রাজ্য সরকারের জমি নীতির প্রণেতা তথা তৃণমূল সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর দূত হয়ে আসা কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশের সঙ্গে মিনিট পনেরো বৈঠকের পরে প্রস্তাবিত বিলটিকে ‘ইতিবাচক’ বললেও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। |
|