টুকরো খবর
|
বধূহত্যা, যাবজ্জীবন স্বামী-সহ তিন জনের |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
বধূহত্যায় জড়িত থাকার দায়ে স্বামী-সহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। শনিবার সাজা ঘোষণা করেন পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তপন কুমার দাস। মামলার সরকারি কৌঁসুলি সনৎ সরকার বলেন, “খুনের ঘটনাটি ঘটে ২০০৮-এর ১৮ এপ্রিল। অগ্নিদগ্ধ অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে মৃত্যু হয় পুরুলিয়া সদরের হুচুকপাড়ার গৃহবধূ ববিতা বাজপেয়ি’র (৩৯)।”তিনি জানান, ১৯৯৩-এর ১ মার্চ ঝাড়খণ্ডের ধানবাদের পিরসা থানা এলাকার পাঁড়রা গ্রামের বাসিন্দা অশোক কুমার তিওয়ারির মেয়ে ববিতার বিয়ে হয় পুরুলিয়ার হুচুকপাড়া-র বাসিন্দা প্রদ্যোৎ কুমার বাজপেয়ির ছেলে সৈনিক বাজপেয়ির সঙ্গে। অভিযোগ, পণের দাবিতে মানসিক নির্যাতন করা হত ববিতাকে। ঘটনার দিন ববিতাদেবীর শ্বশুরবাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হয়। আসে দমকলও। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। জ্ঞান ফিরলে মৃত্যুর আগে ববিতাদেবী জবানবন্দী দেন যে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। পরে ববিতাদেবীর দাদা প্রশান্ত তিওয়ারির অভিযোগের ভিত্তিতে পুলিশ ববিতাদেবীর স্বামী সৈনিক বাজপেয়ি, দেওর পার্থ ও ননদ পম্পা ঘোষালের বিরুদ্ধে মামলা দায়ের করে। শনিবার বিচারক অভিযুক্ত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
|
বালিকা খুনে অভিযুক্ত পুলিশ হেফাজতে |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
|
আদালতের পথে মলয়। নিজস্ব চিত্র |
ছ’বছরের স্কুলছাত্রী তমালিকা দেওঘরিয়া খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত মলয় ঘোষকে রবিবার ৯ দিন পুলিশি-হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। পুলিশের দাবি, জেরায় তাদের কাছে তমালিকাকে খুন করার কথা স্বীকার করেছেন মলয়। গত ২১ জুলাই সন্ধ্যা থেকে পুরুলিয়ার রঘুনাথপুর শহরের ব্লকডাঙ্গা এলাকার বাসিন্দা মথুর দেওঘরিয়ার মেয়ে ছাত্রী তমালিকার খোঁজ মিলছিল না। পর দিন সকালে পড়শি মলয় ঘোষের বাড়ির আলমারি থেকে তার ব্যাগবন্দি দেহ মেলে। এর পরেই জনতার হাতে বেধড়ক মার খান বছর তিরিশের ওই যুবক। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। ওই দিনই মলয় ও তার স্ত্রী প্রিয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। মলয়কে ভর্তি করানো হয় হাসপাতালে। রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “ওই যুবককে শনিবার হাসপাতাল থেকে রঘুনাথপুর থানায় আনা হয়। জেরা করে কিছু তথ্য মিলেছে। রবিবার তাঁকে রঘুনাথপুর আদালতে হাজির করানো হয়েছিল।”প্রিয়া বর্তমানে জেল-হাজতে রয়েছেন।
|
কলেজে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ভূগোল, কম্পিউটার সায়েন্স, এডুকেশন ও মাইক্রোবায়োলজি বিভাগে পাঠরত পড়ুয়াদের কাছ থেকে বর্ধিত ফি আদায় বন্ধ করতে হবেএই দাবিতে শনিবার পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজের অধ্যক্ষকে ঘেরাও করলেন ছাত্রছাত্রীরা। এ দিন তৃণমূল ছাত্র পরিষদ, ছাত্র পরিষদ ও ডিএসও-র পক্ষ থেকে অধ্যক্ষকে ঘেরাও করা হয়। আন্দোলনরত পড়ুয়াদের দাবি, ওই বিভাগে পাঠরত ছাত্রছাত্রীদের থেকে কলেজ বর্ধিত ফি আদায় করছে। তা প্রত্যাহার করতে হবে। অধ্যক্ষ আবু সুফিয়ান বলেন, “ওই বিভাগগুলিতে কলেজে পুরো সময়ের শিক্ষকদের অভাব রয়েছে। তাই আংশিক সময়ের শিক্ষকদের দিয়ে কাজ চালাতে হচ্ছিল। তাই বাধ্য হয়ে বাড়তি ফি নিতে হচ্ছিল। কিন্তু এখন কলেজের আংশিক সময়ের শিক্ষকদের মাইনের দায়িত্ব সরকার নিয়েছে তাই আমরা বর্ধিত ফি মকুব করার সিদ্ধান্ত নিয়েছি।”
|
বাইক থামিয়ে ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
মোটরবাইক থামিয়ে দুই ব্যক্তিকে মারধর করে ছিনতাই করল জনা ছয় দুষ্কৃতী। শনিবার রাতে ঘটনাটি ঘটে আদ্রা-রঘুনাথপুর রাস্তায় জয়চণ্ডি রেলগেটের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ মোটরবাইকে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন কলকাতার বাসিন্দা পার্থসারথী রায় এবং রঘুনাথপুরের বাসিন্দা তন্ময় ঘোষ। অভিযোগ, সেই সময় তাঁদের পথ আটকে ওই দুষ্কৃতীরা নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে। আহত তন্ময়বাবুকে রাতেই রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে আদ্রা ও রঘুনাথপুর থেকে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুষ্কৃতীদের ধরা যায়নি। পুলিশ জানায়, সম্প্রতি ওই রাস্তায় ছিনতাই বেড়ে যাওয়ায় সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশি টহলদারির ব্যবস্থা করা হয়েছিল। তবে এ দিন পুলিশের গাড়ি চলে যাওয়ার পরেই ছিনতাইয়ের ঘটনা ঘটায় বেশি রাত পর্যন্ত টহলদারির দাবি জানান বাসিন্দারা।
|
ডাকঘরে টাকা আত্মসাতের সাজা |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ডাকঘরের সঞ্চয় প্রকল্পে গ্রাহকদের জমানো টাকা আত্মসাৎ করার দায়ে হাজতবাস হল এক পোস্টমাস্টারের। শনিবার এই রায় দেন পুরুলিয়া জেলা আদালতের বিশেষ বিচারক মনোজিৎ মণ্ডল। মামলার সরকারি কৌঁসুলি রবীন্দ্রনাথ চট্টরাজ বলেন, “নিতুড়িয়া থানা এলাকার দিঘা শাখা ডাকঘরের পোস্টমাস্টার শেখ মুসলিমের বিরুদ্ধে অভিযোগ পেয়ে ওই ডাকঘরে তদন্তে যান ডাক বিভাগের সংশ্লিষ্ট এলাকার পরিদর্শক লক্ষ্মীনারায়ণ দে। তিনি তদন্তে দেখেন ওই ডাকঘরের গ্রাহক সনাতন রায়, সীতারাম রাউত ও মৃণালকান্তি রায়-এই তিনজনের মোট ১৯,৭০০ টাকা পোস্টমাস্টার আত্মসাৎ করেছেন। টাকা নেওয়া হলেও ওই টাকা লেজারে তোলা হয়নি।” তিনি জানান, এর পর পরিদর্শক নিতুড়িয়া থানায় ২০০৭-এর ৩১ ডিসেম্বর পোস্টমাস্টারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে, পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। ২০০৯-এর সেপ্টেম্বরে মামলার বিচার শুরু হয়। এ দিন বিচারক অভিযুক্ত পোস্টমাস্টারকে দোষী সাব্যস্ত করে ৪ বছরের জেল ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
|
কোতুলপুরে টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষ, জখম ৩ |
নিজস্ব সংবাদদাতা • কোতুলপুর |
তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক পদ ও ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লড়াইয়ে জখম হলেন তিন ছাত্র। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোতুলপুর থানার চাতরা রামাই পণ্ডিত কলেজ লাগোয়া জঙ্গলে। কলেজ সূত্রে জানা গিয়েছে, জখম তিন ছাত্রের নাম হারাধন দাস বৈরাগী, রণজিৎ দাস ও হিরন্ময় খা। তাঁদের স্থানীয় গোগরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ কোনার বলেন, “সংগঠনের পদ পাওয়া নিয়ে টিএমসিপি-র দুই গোষ্ঠীর মধ্যে কিছু দিন ধরেই বিক্ষিপ্ত ঝামেলা চলছিল। শুনেছি, শনিবার বিকেলে কলেজের অদূরে দ্বিতীয় বর্ষের তিন ছাত্রকে অন্য গোষ্ঠীর ছাত্রেরা মারধর করেছে।” স্থানীয় সূত্রের খবর, কোতুলপুর ব্লক তৃণমূলের দুই নেতা নিমাই ঘোষ ও সালাম খাঁর অনুগত দুই ছাত্র সংগঠনের ওই কলেজের ক্ষমতা দখলকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা। সালাম খাঁর অনুগত কোতুলপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি কল্লোল চট্টোপাধ্যায়ের দাবি, “নিমাই ঘোষ সিপিএমের কিছু লোককে সম্প্রতি দলে নিয়েছেন। বহিরাগতদের নিয়ে তাঁদেরই কয়েক জন আমাদের তিন সমর্থক ছাত্রকে লাঠি নিয়ে আক্রমণ করে। রক্তাক্ত অবস্থায় তাঁদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।” পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাদের খোঁজ চলছে। তৃণমূল নেতা নিমাই ঘোষের অবশ্য দাবি, “আমাদের কেউ মারামারির সঙ্গে যুক্ত নয়। দলের কয়েক জনের বিরুদ্ধে কল্লোল মিথ্যা অভিযোগ তুলেছেন।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
কেবল টিভির লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুরের সালুঞ্চি গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম সুরেশ বসাক (৩০)। বাড়ি দুবরাজপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে ওই গ্রামে একটি বাড়িতে কেবল লাইনে কাজ করার সময়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠানো হবে।
|
ইন্দাসে হামলা |
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস |
সিপিএম নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাসের আমরুল গ্রামে। সিপিএমের ইন্দাস জোনাল কমিটির আহ্বায়ক অসীম দাসের অভিযোগ, “এ দিন দুপুর আড়াইটে নাগাদ তৃণমূলের দুষ্কৃতীরা আমরুল গ্রামে আমাদের লোকাল কমিটির সম্পাদক রাম যশ-সহ দলের আরও ছ’জন কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে ভাঙচুর-লুঠপাট চালায়। এক জনের বাড়িতে আগুনও লাগানো হয়েছে। এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্যই ফের এ সব করছে ওরা।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি রবিউল হোসেন বলেন, “আমাদের দলের কেউ ওই ঘটনায় জড়িত নয়। সিপিএমের লোকেরা নিজেরাই নিজেদের ঘরবাড়ি লুঠপাট করে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।”
|
আত্মহত্যায় প্ররোচনা অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
স্ত্রী’কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ ফরিদ। রবিবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে আদ্রায় প্রকাশ্য রাস্তায় গায়ে আগুন দেন আদ্রার মেডিক্যালপাড়ার বাসিন্দা সায়রা খাতুন। স্থানীয় দোকানদারেরা আগুন নিভিয়ে দেন। অর্ধদগ্ধ অবস্থাতেই প্রায় দেড় কিলোমিটার হেঁটে তিনি আদ্রা থানায় যান। পুলিশ প্রথমে তাঁকে রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেই রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ জানায়, সেখানেই শনিবার ভোরে তিনি মারা যান। রবিবারই পুলিশের কাছে ফরিদের বিরুদ্ধে অভিযোগ জানান মৃতার দাদা শেখ আরিফ হোসেন। এ দিন তিনি বলেন, “স্বামীর লাগাতার অত্যাচার সহ্য করতে না পেরে বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।” রবিবারই বাঁকুড়া মেডিক্যালে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে।
|
ধর্ষণে ধৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে তাঁরই পড়শি যুবককে গ্রেফতার করল বাঁকুড়ার খাতড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই যুবতীর দাদার অভিযোগের ভিত্তিতে খাতড়ার আমাডোবা গ্রামের বাসিন্দা স্বপন মাহাতোকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। রবিবার খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। ওই যুবতীর দাদার অভিযোগ, শনিবার সন্ধ্যায় গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময়ে স্বপন মাহাতো তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বার বার চেষ্টা করেও অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
বাঁকুড়ায় সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সম্মেলন হল রবিবার। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের এই সম্মেলনে বামবিরোধী এই শিক্ষক সংগঠন ৮ দফা প্রশাসনিক, ১৮ দফা শিক্ষাগত ও ১২ দফা পেশাগত দাবিতে আলোচনা হয়। সেখানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রিঙ্কু বন্দ্যোপাধ্যায়, সংগঠনের রাজ্য সভাপতি মানিকলাল চৌধুরী-সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
|
বাগানের উদ্বোধন |
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষ স্মরণে বিষ্ণুপুর ব্লক অফিসের প্রাঙ্গণে একটি বাগানের উদ্ধোধন হল। রবীন্দ্রনাথের ‘মালঞ্চ’ উপন্যাসকে স্মরণে রেখে ওই বাগানের নাম রাখা হয় ‘মালঞ্চ’। শনিবার ফল ও ফুলের গাছ লাগিয়ে উদ্ধোধন করলেন রাজ্যের আবাসন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ছিলেন জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি, এসডিও (বিষ্ণুপুর) সুশান্ত চক্রবর্তী এবং রামকৃষ্ণ সারদা মঠ ও মিশনের স্বামী জ্যোতির্ময়ানন্দ। বিষ্ণুপুরের বিডিও সুদীপ্ত সাঁতরা বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচীর অঙ্গ হিসেবে প্রচুর ফুল ও ফুলের গাছ লাগানো হল।”
|
দেহ উদ্ধার |
গঙ্গাজলঘাটি থানার কোড়োপাহাড়ের ঢালে একটি গাছ থেকে শনিবার দুপুরে গলায় দড়ির ফাঁস দেওয়া এক যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, যুবকের দেহ বিকৃত হয়ে গিয়েছে। পরিচয়ও জানা যায়নি। সম্ভবত, দিন দশেক আগে তাঁর মৃত্যু হয়। |
|