l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
সাদামাটা থেকে বাহারি নানা খাবারের নাম জুড়ে আছে বর্ষা ঋতুটির সঙ্গে।
তবে বর্ষার সঙ্গে মাছের কেমন সম্পর্ক, তাই নিয়েই
স্বাদবদল
। সঙ্গে
আম-মাহাত্ম্য নিয়ে
খানাতল্লাশি
আর বিদেশে রবীন্দ্র জন্মোত্সব
পালনের বিস্তারিত খবর-সহ মাঝমাসে
সংবাদের হাওয়াবদল
।
নিরাপত্তায় বাঁধা নন, উত্তরবঙ্গে এক নতুন মুখ্যমন্ত্রী
নমিতেশ ঘোষ ও কৌশিক চৌধুরী • শিলিগুড়ি
কাকভোর থেকেই চার দিকে নিরাপত্তার বেড়াজাল। কিন্তু তিনি মানলেন কই! দার্জিলিং জেলা পুলিশ, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান, বিভিন্ন গোয়েন্দা দফতর থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রান্ত স্পেশ্যাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)। প্রশিক্ষিত কুকুর থেকে ‘অ্যান্টি স্যাবোতাজ ইউনিট’। বাদ ছিল না কোনও কিছুই। সব মিলিয়ে মেরেকেটে ১৫ কিলোমিটার যাত্রা পথের জন্য ২ হাজার পুলিশ কর্মী। নিশ্ছিদ্র নিরাপত্তার মুড়ে ফেলার চেষ্টা হয়েছিল বাগডোগরা থেকে সুকনা। কিন্তু তিনি আসার পরে দিনভর দেখা গেল চেনা ছবিটাই। বিমানবন্দর থেকে সুকনা পৌঁছনোর পথেই তিনি গাড়ি থেকে নেমে পড়লেন দু’বার। বাগডোগরায় গুরুদ্বারের সামনে দলীয় কর্মী ও আমজনতার মাঝে দাঁড়িয়ে নানা সমস্যার ব্যাপারে খোঁজখবর নিলেন। মঙ্গলবারের সরকারি অনুষ্ঠান নিয়ে কথা বললেন শিলিগুড়ি পুরসভার মেয়র, চেয়ারম্যান, মেয়র পারিষদের সঙ্গে। পরে আবার জাতীয় সড়কের ধারে উত্তরায়ণ উপনগরীর কাছে হঠাৎই নেমে পড়লেন গাড়ি থেকে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে নিয়ে চূড়ান্ত করে ফেললেন মিনি সচিবালয়ের জায়গাও। সব জায়গায় এগিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বললেন। শুধু তাই নয়, মাটিগাড়ায় দলীয় কর্মীরা ফুল ছেটানোয় দুধ সাদা স্করপিওর গতি কমে গেল তাঁর নির্দেশে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত...
বোমার লড়াই দেখতে গিয়ে মৃত্যু পথশিশুর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
অন্য কোনও শিশু হলে আতঙ্কে সিঁটিয়ে থাকত। কিন্তু নিত্য বোমাবাজির মধ্যে বড় হয়ে ওঠা ন’বছরের ছোট্ট ছেলে তার মধ্যেই বেরিয়ে এসেছিল অকুতোভয়ে, দু’দল সমাজবিরোধীর লড়াই দেখার ঔৎসুক্যে। আর সেই কৌতূহলই কাল হল পানিহাটির পি বি ঘাট রোডের পথশিশু শেখ রাজুর। শনিবার রাতে বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তার শরীরের নীচের অংশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন ফুটপাথবাসী আর এক যুবক। তাঁকে ভর্তি করা হয়েছে আর জি করে। বোমাবাজির সঙ্গে যুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজুর বাবা শেখ রহমান অন্ধ। তাঁকে সঙ্গে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করাই পেশা ছিল ওই বালকের। বাবা ছাড়া আর কোনও পরিজনও নেই তার। দু’জনের রাত কাটত ফুটপাথের প্লাস্টিকের ছাউনির তলায়। সেখানে চোলাই মদের ঠেকে নিত্য মারামারি সমাজবিরোধী দলের। স্থানীয় কাউন্সিলর শিখা দত্ত বলেন, “রোজই এখানে দুষ্কৃতীদের মধ্যে বোমা-গুলির লড়াই চলে। গত চার দিন তা চরমে উঠেছিল।” এই পরিবেশেই বড় হয়ে উঠছে রাজুর মতো পথশিশুরা। শনিবার রাতে ভিক্ষের সামান্য রোজগার দিয়ে পাউরুটি-ঘুগনি খেয়ে শুয়ে পড়েছিল বাবা-ছেলে। এর মধ্যেই বোমাবাজি। সেই আওয়াজ মিলিয়ে যেতেই অন্ধকার রাস্তায় পাওয়া গেল লুটিয়ে পড়া রক্তাক্ত রাজুকে। স্থানীয়েরা পাঁজাকোলা করে তাকে প্রথমে নিয়ে যান সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে নেওয়া হয় আর জি করে। বোমায় জখম রশিদ নামে এক যুবককেও সাগর দত্ত থেকে আর জি করে পাঠানো হয়। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।
বিস্তারিত...
রাতভর মাটি কেটে উদ্ধার করা
হল সন্তান-সহ দুই বাবার দেহ
নীলোৎপল রায়চৌধুরী • অন্ডাল
সকাল ৯টা ২৫ মিনিট। যন্ত্র দিয়ে মাটি সরাতে চোখে পড়ল এক শিশুর দেহ থেকে বিচ্ছিন্ন পায়ের অংশ। তার পাশের মাটি কাটতেই একে একে মিলল বাবন বন্দ্যোপাধ্যায় (৩৪), সায়ন (৭), তারক বন্দ্যোপাধ্যায়ের (৩৫) দেহ। সব শেষে সাত বছরের বৃষ্টি। তার ডান পায়ের হাঁটুর নীচের অংশ নেই। প্রায় চোদ্দো ঘণ্টার চেষ্টায় রবিবার উদ্ধার হল ছাইধসে গর্তে তলিয়ে যাওয়া দুই যুবক ও তাঁদের দুই সন্তানের মৃতদেহ। বর্ধমানের অন্ডালের পরাশকোল গ্রামে শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ ধস নেমে গর্তে ঢুকে যান ইসিএল কর্মী তারক, তাঁর বন্ধু বাবন এবং তাঁদের ছেলেমেয়ে বৃষ্টি ও সায়ন। সপ্তাহখানেক আগেই এলাকার একটি রাস্তার পাশে ধস নেমে ফুট তিরিশেক ওই গর্তটি তৈরি হয়। ইসিএল ছাই দিয়ে তা ভরাট করে। শনিবার বিকেলে তারক মেয়েকে নিয়ে ওই এলাকায় যান। ছেলেকে নিয়ে এসেছিলেন বাবন। বৃষ্টি ও সায়ন সেখানে খেলছিলেন। হঠাৎ চার জনই তলিয়ে যান। এর পরে ক্ষুব্ধ বাসিন্দারা পরাশকোল কোলিয়ারি এজেন্ট কার্যালয়ে ভাঙচুর চালান।
বিস্তারিত...
বনগাঁয় একই পরিবারের তিন বোন নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
একই পরিবারের তিন বোনের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁয়। বনগাঁর দেবগড় দাসপাড়ার বাসিন্দা পেশায় ভ্যানচালক রাজের টিকাদারের তিন মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে মিনতির বয়স বাইশ, মেজ মেয়ে উন্নতির বয়স পনেরো ও ছোট মেয়ে মালতীর বয়স মাত্র নয়। মিনতি ও উন্নতি কথা বলতে পারে না। মালতী তৃতীয় শ্রেণিতে পড়ে। গত বৃহস্পতিবার থেকেই তিন বোন নিখোঁজ। আত্মীয়-স্বজনদের কাছে কোনও খোঁজ না পেয়ে রাজেনবাবু শুক্রবার থানায় নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশীরা স্থানীয় এক যুবককে ধরে পুলিশের হাতে দিলেও প্রাথমিক তদন্তে পুলিশের বক্তব্য ওই যুবক এই ঘটনায় জড়িত নয়।
বিস্তারিত...
পশ্চিম খড়মপুরে জৈবগ্রাম তৈরি
করতে উদ্যোগী হল কৃষি দফতর
কেদারনাথ ভট্টাচার্য • মন্তেশ্বর
চাষের কাজে রাসায়নিক সারের প্রয়োগ বেড়েই চলেছে। এই সারের মাত্রাতিরিক্ত প্রয়োগে নষ্ট হচ্ছে জমির উর্বরতা। ফলনও কমতে শুরু করেছে। চাষের কাজে জৈব প্রযুক্তির প্রসার বাড়াতে মন্তেশ্বরের পশ্চিম খড়মপুর গ্রামে জৈব গ্রাম তৈরিতে উদ্যোগী হল কৃষি দফতর। সম্প্রতি ৪০ জন কৃষককে নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে এই প্রকল্পের কাজও শুরু করে দেওয়া হয়েছে। পশ্চিম খড়মপুর গ্রামটিতে বহু বছর ধরে চাষিরা ঝিঙে, শসা, পটল, বেগুন-সহ নানা সব্জি চাষ করেন। ব্লক কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এখানেই মাত্রাতিরিক্ত হারে রাসায়নিক সারের প্রয়োগ করেন চাষিরা।
বিস্তারিত...
ইস্তফা রঞ্জন-সহ দুই কোর্ট সদস্যের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
উচ্চ শিক্ষা দফতর আগেই প্রক্রিয়া শুরু করেছিল। থুতুকাণ্ডে অভিযুক্ত শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা ও কাউন্সিলর জয়দীপ নন্দীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোর্ট সদস্য পদ থেকে সরাতে উদ্যোগী হয়েছিলেন প্রদেশ তৃণমূল নেতৃত্বও। পরিস্থিতি বুঝে এবং প্রবল জনমত ও চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে পৌঁছনোর দু’ঘণ্টা আগে কোর্ট সদস্যের পদ থেকে ইস্তফা দিলেন ওই দু’জন। রবিবার দুপুরে শিলিগুড়িতে পূর্ত দফতরের বাংলোয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে রঞ্জনবাবু ও জয়দীপবাবু ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। সেখান থেকেই পদত্যাগী দু’জন তাঁদের ইস্তফার বিষয়টি উচ্চ শিক্ষা দফতরে জানিয়ে দেন। তা জানানো হয় তৃণমূলের প্রদেশ দফতরেও। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “ওই দু’জনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
শহরে পরীক্ষামূলক
বাস চালাচ্ছে নিগম
স্মারকলিপি
তৃণমূলের
দক্ষিণবঙ্গ
তৃণমূলের কার্যালয়ে
হামলায় অভিযুক্ত দিশম
হেলমেটহীন বাইক
আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা
বর্ধমান
চার্জশিটে ফাঁসানোর হুমকি,
নেতার কাছে ঘুষ দাবি
খেলা-নাটকে আর
থাকবে না ওরা
পুরুলিয়া
সিপিএম কর্মীর মৃত্যু,
মারধরে অভিযুক্ত তৃণমূল
দুই পঞ্চায়েতের মাঝে
আটকে রাস্তার কাজ
মুর্শিদাবাদ
ভাঙনের কবলে মাটিয়ারির
কাঁসা-পিতল শিল্প
টাউন হল নিয়ে
উৎসাহ তুঙ্গে
মেদিনীপুর
পালাবদলের জের, কলেজ পরিচালন সমিতি ঘিরে জট
তৃণমূলের উদ্যোগে
শ্রমিকদের প্রশিক্ষণ
কলকাতা
৩৩.১/২৭.৪
আজকের দিনে
•
১৯১৮:
নেলসন ম্যান্ডেলার জন্ম।
•
১৯৪৯:
অস্ট্রেলীয় ক্রিকেটার
ডেনিস লিলির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.