|
|
|
|
শহরে পরীক্ষামূলক বাস চালাচ্ছে নিগম |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
শহরে পরীক্ষামূলক সিটি বাস চালু করতে উদ্যোগী হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ১ অগস্ট থেকে শহরে ওই বাস পরিষেবা চালু হতে চলেছে। শহরের নিউ বাসস্ট্যান্ড থেকে প্রতি দিন সকাল ৮টায় সিটি বাস নামবে রাস্তায়। রাত ৮টা পর্যন্ত যাত্রীরা পরিষেবা পাবেন। পাশাপাশি কোচবিহার শহরের সুনীতি রোডে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিউ বাসস্ট্যান্ড চালুর সিদ্ধান্ত হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “১ অগস্ট থেকে কোচবিহারে সিটি বাস চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক ভাবে দু’টি বাস চালান হবে। যাত্রীদের চাহিদা বুঝে প্রয়োজনে বাস সংখ্যা বাড়ানো হবে। সিটি বাসে চড়লেই যাত্রীদের ন্যূনতম ৫ টাকা ভাড়া দিতে হবে।” নিগম সূত্রে জানা গিয়েছে, বাস দু’টির একটি নিউ বাসস্ট্যান্ড থেকে বার হয়ে হরিশ পাল চৌপথি, কাছারি মোড়, গুঞ্জবাড়ি চৌপথি, পাওয়ার হাউজ, ভবানী মোড়, রেলগুমটি, স্টেশন মোড়, মরাপোড়া চৌপথি, মদনমোহন বাড়ি চৌপথি, সাগরদিঘি মোড় ঘুরে বাসস্ট্যান্ডে ফিরবে। একই সময়ে অন্য বাসটি নিউ বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পুলিশ লাইন চৌপথি, স্টেশন মোড়, মরাপোড়া চৌপথি এবং সংশ্লিষ্ট এলাকা ঘুরে ভবানী মোড় হয়ে নিউ বাসস্ট্যান্ডে ফিরবে। চেয়ারম্যান বলেন, “শহরের দু’দিক দিয়ে যাত্রা শুরু করে বাস দুটি কোনও একটি জায়গায় একে অপরকে অতিক্রম করবে। তাতে যাত্রীরা পছন্দের গন্তব্যে পৌঁছতে অল্প সময়ের মধ্যেই বাস পাবেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, শহরে সিটি বাস চালানোর জন্য দীর্ঘ দিন ধরেই বাসিন্দারা দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে স্কুল এবং অফিসের সময়ে সিটি বাস না থাকায় ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছিল। রিকশায় বেশি ভাড়ার কারণে অনেকের সমস্যার কথাও বাসিন্দাদের একাংশ দিন কয়েক আগে রবীন্দ্রনাথবাবুকে জানিয়েছেন। কোচবিহার সিটিজেন ফোরামের সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “রিকশা ভাড়া অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে বিকল্প ব্যবস্থাও নেই। তাতে বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। এনবিএসটিসি কর্তৃপক্ষ সিটি বাস চালু করলে ওই সমস্যা অনেকটাই কমে যাবে। তবে বাসের রুট বাড়িয়ে হরিণচওড়া থেকে খাগড়াবাড়ি পর্যন্ত করা হলে অনেকটাই ভাল হত।” স্বেচ্ছাসেবী সংস্থা নর্থবেঙ্গল ওয়াচের মুখপাত্র দেবব্রত চাকী বলেন, “সিটি বাসের দাবি আমাদের দীর্ঘ দিনের। শহরে রিকশা-ভাড়া নিয়ন্ত্রণে আনার ব্যাপারে কারও কোনও হেলদোল নেই। জনসংখ্যাও বেড়েছে। সব মিলিয়ে সিটিবাস শহরের বাসিন্দাদের কাজে লাগবে। তাতে সংস্থারও আর্থিক লাভ হবে।” নিউ বাসস্ট্যান্ড ফের চালু হলে তুফানগঞ্জ, দিনহাটা, আলিপুরদুয়ার-সহ স্বল্প দূরত্বের বিভিন্ন রুটে যাতায়াতের ক্ষেত্রে বাসিন্দাদের গাড়ি ধরতে কেশব রোডে কেন্দ্রীয় বাস টার্মিনাসে যেতে হবে না। তা ছাড়া নিউ বাসস্ট্যান্ড বন্ধ থাকায় সেখান থেকে অযথা ফাঁকা বাস নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাসে যেতে তেল খরচও হত। এ বার সেই অপচয় বন্ধ হবে বলে জানান কর্তৃপক্ষ। |
|
|
 |
|
|