আজ, সোমবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) পেতে চলেছে গোর্খা জনমুক্তি মোর্চা।
আপাতত কোনও বিতর্ক নিয়ে উৎসাহী নয় দার্জিলিং। বরং হোটেল মালিক থেকে দিনমজুর, চা শ্রমিক
থেকে বেকার যুবক-যুবতী, সকলেই চাইছেন যত দ্রুত সম্ভব ‘জিটিএ’ কাজ শুরু করুক।
পাহাড়ে শান্তি ফেরায় ঘন কুয়াশার মধ্যেও আনন্দে মেতেছে তরুণেরা। ছবি: বিশ্বরূপ বসাক। |