|
|
|
|
উন্নয়নের প্রস্তাব নিয়ে মমতার কাছে নেতারা |
নিজস্ব প্রতিবেদন |
উত্তরবঙ্গের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফরে তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহী বিভিন্ন জেলার মন্ত্রী, বিধায়ক থেকে দলীয় নেতৃত্বের একাংশ। রবিবার দিনই তাঁদের অনেকেই শিলিগুড়িতে পৌঁছেছেন। ৩ দিন মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে থাকছেন। সুযোগ মিললে নিজেদের জেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রস্তাব মুখ্যমন্ত্রীকে জানানোর প্রত্যাশায় রয়েছেন তাঁরা। তবে ২১ জুলাইয়ের জন্য শিলিগুড়িতে না এসে সে দিকে নজর দিতে অনেককে নির্দেশ দিয়েছেন নেত্রী। ক’দিন আগে কোচবিহারে উত্তরবঙ্গে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান হয়েছেন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। তিনি এ দিনই শিলিগুড়িতে পৌঁছেছেন। বালুরঘাট থেকে কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী, উত্তর দিনাজপুর থেকে গ্রন্থাগার এবং জনশিক্ষা প্রসার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী, বিধায়ক অর্ঘ্য রায় প্রধানরাও আসছেন। রবীন্দ্রনাথবাবু বলেন, “৩৪ বছরে এনবিএসটিসি মুখ থুবড়ে পড়েছে। সংস্থাটিকে চাঙা করতে আর্থিক সহযোগিতার কথা জানাব।” জলপাইগুড়ি জেলা তৃণমুল কংগ্রেস সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, “জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনে মুখ্যমন্ত্রী উদ্যোগী। তাঁর সঙ্গে দেখা করে এ ব্যাপারে এবং তেঁতুলিয়া করিডর চালুর দাবিও জানাব।” তৃণমুলের প্রদেশ সম্পাদক কল্যাণ চক্রবর্ত্তীও শিলিগুড়ি যাচ্ছেন। সোমবারের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূলের রাজগঞ্জের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলার কার্যকরী সভাপতি খগেশ্বর রায়। এ দিন শিলিগুড়িতে তিনি দলনেত্রীর সঙ্গে দেখা করেন। মালবাজারের ডুয়ার্স ইস্ট ওয়েস্ট করিডর মুভমেন্টমেন্ট কমিটির ৪ জন প্রতিনিধি এ দিন শিলিগুড়িতে এসেছেন। শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে তাঁরা ছয় দফা দাবি দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে পেশ করতে। তার মধ্যে সেবকে বিকল্প সেতুর দাবি। আলিপুরদুয়ারের তথা জেলার শ্রমিক নেতা জোয়াকিম বাক্সলা জানান, শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডুয়ার্সে কর্মসংস্থানের জন্য ছোট ও মাঝারি শিল্পস্থাপন, পযর্টন শিল্পের বিকাশে রাস্তাঘাট সংস্কারের দাবি জানাব। ডুয়ার্সের উন্নয়নের জন্য আলাদা প্যাকেজ ঘোষণার অনুরোধ করব। সোমবার আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনে নিবার্চন। সে কারণে ইচ্ছে থাকলেও শিলিগুড়িতে যেতে পারছেন না জলপাইগুড়ি জেলার তৃণমুল কংগ্রেসের কাযর্করি সভাপতি মৃদুল গোস্বামী। দক্ষিণ দিনাজপুর থেকে কারামন্ত্রী ছাড়া দলের জেলা সভাপতি বিপ্লব মিত্র এবং তাঁর সঙ্গে অপর ৩ জন তৃণমূল বিধায়ক কুমারগঞ্জের মাহমুদা বেগম, তপনের বাচ্চু হাঁসদা, গঙ্গারমাপুরের সত্যেন রায় পৌঁছেছেন। উন্নয়নের একগুচ্ছ দাবি নিয়ে শিলিগুড়ি রওনা দিয়েছেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের কাযর্করী সভাপতি দুলাল সরকার, জেলা সম্পাদক অরুণ তরফদার। |
|
|
 |
|
|