টুকরো খবর

প্রত্যাশা
উত্তরবঙ্গের বিভিন্ন প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফরে তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহী বিভিন্ন জেলার মন্ত্রী, বিধায়ক থেকে দলীয় নেতৃত্বের একাংশ। রবিবার তাঁদের অনেকেই শিলিগুড়িতে পৌঁছেছেন। ৩ দিন মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে থাকছেন। সুযোগ মিললে নিজেদের জেলার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রস্তাব মুখ্যমন্ত্রীকে এই সুযোগে জানানোর প্রত্যাশায় রয়েছেন তাঁরা। তবে ২১ জুলাইয়ের জন্য শিলিগুড়িতে না এসে সে দিকে নজর দিতে অনেককে নির্দেশ দিয়েছেন নেত্রী। দিন কয়েক আগে কোচবিহারের উত্তরবঙ্গে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান হয়েছেন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। তিনি এ দিনই শিলিগুড়িতে পৌঁছন। বালুরঘাট থেকে কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী, উত্তর দিনাজপুর থেকে গ্রন্থাগার এবং জনশিক্ষা প্রসার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী, বিধায়ক অর্ঘ্য রায় প্রধান আসছেন। জলপাইগুড়ি জেলা তৃণমুল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, “জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনে মুখ্যমন্ত্রী উদ্যোগী। তাঁর সঙ্গে দেখা করে তেঁতুলিয়া করিডর চালুর দাবি তুলব।” সোমবারের অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূলের রাজগঞ্জের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলার কার্যকরী সভাপতি খগেশ্বর রায়। এ দিন শিলিগুড়িতে তিনি দলনেত্রীর সঙ্গে দেখা করেন। মালবাজারের ডুয়ার্স ইস্ট ওয়েস্ট করিডর মুভমেন্টমেন্ট কমিটির ৪ জন প্রতিনিধি শিলিগুড়ি এসেছেন। শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে ছয় দফা দাবি লিখিত ভাবে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তা পেশ করতে আর্জি জানান তাঁরা। আলিপুরদুয়ারের তথা জেলার শ্রমিক নেতা জোয়াকিম বাক্সলা জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডুয়ার্সে কর্মসংস্থানে ছোট ও মাঝারি শিল্প, পর্যটন বিকাশে রাস্তা সংস্কারের জন্য বলা হবে। দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র ও তিন বিধায়ক শিলিগুড়িতে পৌঁছেছেন। গুচ্ছ দাবি নিয়ে আসছেন মালদহ জেলা তৃণমূল কাযর্করী সভাপতি দুলাল সরকার, জেলা সম্পাদক অরুণ তরফদারও।

ক্ষতির আশঙ্কা কাঞ্চনজঙ্ঘাতে
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মঞ্চ বেঁধে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে মাঠের ক্ষতির আশঙ্কা করছেন ক্রীড়াপ্রেমীরা। এর আগেও এই মাঠে মঞ্চ করে ‘জলসা’ নিয়ে প্রশ্ন উঠেছিল। ক্রীড়া সংগঠন স্টেডিয়াম কমিটির লোকের ভূমিকা নিয়ে সে সময় ক্রীড়াপ্রেমীরা অসন্তোষ প্রকাশ করেছিলেন। মাঠে জলসা বা মঞ্চ বেঁধে কোনও অনুষ্ঠান যাতে না হয় তা দেখা হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছিল। জলসা না হলেও কাল, মঙ্গলবার রেল এবং রাজ্য সরকারের উদ্যোগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বহু লোকের সমাগম হবে। অনুষ্ঠানে উত্তরবঙ্গের উন্নয়নে নানা প্রকল্পের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু মাঝমাঠে শতাধিক লোহার ‘ব্লক’ (রেলের নির্মাণকাজে ব্যবহার হয়) বসিয়ে মঞ্চ তৈরি হওয়ায় মাঠ নষ্ট হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা। মহকুমা ক্রীড়া পরিষদ তথা স্টেডিয়াম কমিটির কর্মকর্তারা জানিয়েছেন শীঘ্রই মাঠ সংস্কার করা হবে। ক্রীড়া দফতর থেকে সাহায্যের আশ্বাস মিলেছে। মহকুমা ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল বলেন, “এ মুহূর্তে ক্রীড়া পরিষদের খেলা নেই। তা ছাড়া মাঠ সংস্কার করা হবে। ক্রীড়ামন্ত্রীকে তা জানানোয় তিনিও ওই ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছেন।” মাঠ সংস্কারে আশ্বাস পেলেও মঞ্চ তৈরির জন্য মাঠের ক্ষতি হবে বলে জানান ক্রীড়া পরিষদের সদস্যদের একাংশ। তবে খোদ মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান হওয়ায় প্রকাশ্যে এ ব্যাপারে কেউই মুখ খুলতে চাইছেন না। মূল মঞ্চ তৈরি করা হচ্ছে মাঠের মাঝখানে। লোহার ব্লক পরপর সাজিয়ে মঞ্চ তৈরি হচ্ছে। ব্লকগুলি ভারী বলে জলকদায় মাঠের ওই অংশ নষ্ট হবে নিউ জলপাইগুড়িতে রেলের নির্মাণ কাজের জন্য রাখা ওই ব্লকগুলি ট্রাকে করে রবিবার স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। এ দিন এক বেসরকারি সংস্থার উদ্যোগে ফুটবলার বাছতে উত্তরবঙ্গের নানা প্রান্তের উঠতি ফুটবলার নিয়ে শিবিরের আয়োজন করা হয়। মাঠে মঞ্চের কাজ চলায় এক ধারে অনুশীলন করেন তারা।

কংগ্রেসের কর্মিসভা
উন্নয়নে বুথভিত্তিক কর্মিসভা করল কংগ্রেস। রবিবার আলিপুর দুয়ার জংশন চেঁচাখাতায় কর্মিসভায় ছিলেন কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার। জেলা কংগ্রেস নেতা কাঁকন দত্ত জানান, নয়া সরকার আসার পর কর্মীদের কী কাজ করতে হবে তা নিয়ে কথা হয়। আলিপুরদুয়ার ১ ব্লকে বিবেকানন্দ-১ পঞ্চায়েতের ১৬টি বুথের কর্মীরা অংশ নেন। কর্মিসভায় আলিপুরদুয়ার পৃথক জেলা হিসাবে ঘোষণার প্রয়োজনীয়তার কথা বলেন বিধায়ক। নদীবাঁধ নির্মাণ নিয়েও কথা হয়।

স্মারকলিপি পেশ
ধসপ্রবণ সেবক পাহাড় এড়িয়ে রেল সেতুর পাশে বিকল্প সেতুর দাবিতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করল ডুয়ার্স ইস্ট ওয়েস্ট করিডর মুভমেন্ট কমিটি। রবিবার কমিটির পক্ষ থেকে এসজেডিএ-র চেয়ারম্যানকে এই ব্যাপারে স্মারকলিপি দেওয়া হয়। এ দিনও গণেশঝোরার কাছে ধস নামে। দুপুর ১টা পর্যন্ত যান থমকে থাকে। সন্ধ্যাপ পরে তা স্বাভাবিক হয়।

মহানন্দায় ডুবে মৃত্যু কিশোরের
স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক তরুণ। রবিবার দুপুরে শিলিগুড়ির অদূরে গুলমার কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম তন্ময় দত্ত (১৫)। বাড়ি শিলিগুড়ির আশ্রমপাড়ায়। একটি ইংরেজি মাধ্যম স্কুলের দশমশ্রেণির ছাত্র। এ দিন দুই বন্ধুকে নিয়ে মোটর বাইকে করে সে গুলমা এলাকায় ঘুরতে গিয়েছিল। সেখানে মহানন্দায় স্নান করতে নেমে তলিয়ে যায় তন্ময়। অপর দুই জন বাড়ি ফিরে আসে। তারা অভিভাবকদের জানিয়েছিল। তাদের কাছ থেকে খোঁজ পেয়ে গুলমায় যায় বাড়ির লোকেরা। এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে নদী থেকে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Previous Story Uttarbanga Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.