প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে আন্দোলনে নামার হুমকি দিল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। রবিবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের দ্বিতীয় বার্ষিক সম্মেলন হয়। উদ্বোধনের করেন সংগঠনের জেলা সভাপতি জয়গোপাল কর। হাজির ছিলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত সভাধিপতি মোক্তার আলি সর্দার, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পবিত্র চন্দ এবং সন্দীপ বিশ্বাস। সম্পাদক সুযশ মুখোপাধ্যায় জানান, পঞ্চায়েত কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া হচ্ছে না। শূন্য পদ পূরণ করা হচ্ছে না। বকেয়া মেটানো হচ্ছে না। ৩ মাসে দাবিপূরণ না-হলে আন্দোলনেও নামা হবে।
|
পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে কনভেনশন হল মাথাভাঙার খলিসামারিতে। রবিবার সম্মেলনে দীপক রায়, বিনয় বর্মন, আফজল হোসেন উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় দাবি কমিটির কর্মকর্তা গিরীন্দ্রনাথ বর্মন বলেন, “বিশ্ববিদ্যালয় তৈরির দাবি জোরদার করতে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হবে।”
|
ডিপো পরিদর্শনে গিয়ে দুই কর্মীকে দিবানিদ্রা থেকে ডেকে তুলতে হল এনবিএসটিসি’র চেয়ারম্যানকে। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ মাথাভাঙা ডিপোয় যান সংস্থার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ডিপোর হাল খতিয়ে দেখতে গ্যারাজে ঢুকে দেখতে পান ওই ২ কর্মী ঘুমোচ্ছেন। চেয়ারম্যানের ডাকে ঘুম ভাঙে এই দুই কর্মীর। রবীন্দ্রনাথবাবু বলেন, “মাথাভাঙা ডিপোয় অব্যবস্থা নজরে এসেছে। দুই কর্মী ঘুমোচ্ছিলেন। এসব যে বরদাস্ত করব না সেটা ডিপো ইনচার্জকে জানিয়ে দিয়েছি।”
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল মহিলার। রবিবার কোচবিহার কোতোয়ালি থানার বাণেশ্বরে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম সুমিত্রা বর্মন (২৮)। এদিন সকালে আলিপুরদুয়ার থেকে কোচবিহারমুখী ডিএমইউ ট্রেনে তিনি কাটা পড়েন। তাঁর বাড়ি খাপাইডাঙা এলাকায়। রেল পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
|
তড়িদাহত হয়ে মৃত্যু হল এক কিশোরীর। খাজেমা খাতুন (১৪)-এর বাড়ি হেমতাবাদ থানার বাঙালবাড়ি এলাকায়। শনিবার রাতে বাড়িতে পাখা চালাতে গিয়ে ওই কিশোরী তড়িদাহত হয়। রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হলে রাতেই তাঁর মৃত্যু হয়। |