|
|
|
|
|
১৭ জুলাই - ২৩ জুলাই, ২০১১ |
আলোচ্য সপ্তাহে রাশিচক্র গ্রহ সমাবেশ যথাকর্কটে রবি বুধ, পরে সিংহে বুধ, মকরে চন্দ্র, বৃষে মঙ্গল ও কেতু, মেষে বৃহস্পতি, মিথুনে শুক্র,
কন্যায় শনি, বৃশ্চিকে রাহু। রাশি ও নক্ষত্র পরিক্রমা অনুযায়ী চন্দ্র মকরে শ্রবণা থেকে মেষে অশ্বিনী নক্ষত্র। তিথিভোগ কৃষ্ণা দ্বিতীয়া থেকে কৃষ্ণা
অষ্টমী পর্যন্ত। যোগসঞ্চার প্রীতি থেকে ধৃতি পর্যন্ত। ব্যক্তিগত রাশি ও লগ্ন অনুসারে জাতক-জাতিকার শুভাশুভ গ্রহফল বর্ণনা করা হল। |
|
|
মেষ: কোনও আত্মীয় বা বন্ধুর প্রতারণায় মানসিক আঘাত। মা বা বাবার হৃদ্রোগের প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ ও বহু ব্যয়। সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রে গোলযোগের মোকাবিলা। সপ্তাহের আদ্যভাগে পৈতৃক ব্যবসায় বাড়তি বিনিয়োগে সাফল্য, নতুন বাড়ি ক্রয়ের জন্য যোগাযোগ। মধ্যভাগে গৃহে ধর্মীয় অনুষ্ঠানে অবাঞ্ছিত কাউকে ঘিরে ছন্দপতন, অঙ্ক বা বিজ্ঞান বিষয়ক গবেষণায় সাফল্য। অন্তভাগে নানা কারণে বাড়তি ব্যয়ের জন্য ঋণশোধের পরিকল্পনা ব্যাহত হতে পারে, সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি। মেষ লগ্নে জাত ব্যক্তির কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বের কারণে শারীরিক ক্লেশ ও মানসিক চাপ বৃদ্ধি। গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্য। দূরভ্রমণে বাধাবিপত্তির আশঙ্কা। |
|
|
|
বৃষ: অযৌক্তিক বাদানুবাদের জেরে কর্মস্থলে মনোমালিন্য ও জটিলতা। পারিবারিক বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। নতুন গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। সপ্তাহের আদ্যভাগে কোনও বিশেষ ইচ্ছা পূরণ হতে পারে, দুর্জনের অপচেষ্টা প্রতিহত করে অগ্রগতি। মধ্যভাগে কর্মসঙ্কটের অবসান ও উন্নতির সম্ভাবনা, উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণ সিদ্ধান্তে কার্যোদ্ধার। অন্তভাগে সময়োচিত চিকিৎসায় গুরুজনের দেহারোগ্য, খেলাধুলায় নৈপুণ্যের স্বীকৃতি। বৃষ লগ্নে জাত ব্যক্তির অতিরিক্ত ভাবাবেগের জন্য কর্মক্ষেত্রে বা স্বজনমহলে বিড়ম্বনার আশঙ্কা। গৃহ সংস্কার বা নতুন নির্মাণের জন্য ব্যাঙ্কঋণ মঞ্জুরের সম্ভাবনা। ধর্মকর্মে অনুরাগ ও সাধুসজ্জনের সান্নিধ্যে ও সেবায় আনন্দ। |
|
|
মিথুন: অপব্যয় ও অপচয় কমিয়ে ঋণশোধের পরিকল্পনায় সাফল্য। শক্তি ও পরিশ্রমের দৌলতে কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধি। প্রিয়জনের ভাগ্যবিড়ম্বনায় মানসিক ক্লেশ। সপ্তাহের আদ্যভাগে গৃহ সংস্কার ও নতুন নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা, গৃহে আনন্দানুষ্ঠানে বেফাঁস মন্তব্যে রসভঙ্গের আশঙ্কা। মধ্যভাগে চারুশিল্পে দক্ষতার সূত্রে আয় বৃদ্ধি, উচ্চতর লেখাপড়ায় উন্নতি ও মেধার বিকাশ। অন্তভাগে মাত্রাছাড়া ভাবাবেগ বিড়ম্বনা ডেকে আনতে পারে, জ্যোতিষ ও তন্ত্রবিদ্যার চর্চায় অনুরাগ। মিথুন লগ্নে জাত ব্যক্তির প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় সাংসারিক শ্রীবৃদ্ধি। আধ্যাত্মিক বিকাশের জন্য তীর্থক্ষেত্রে অবস্থানের পরিকল্পনা। |
|
|
|
কর্কট: অংশীদারের কারসাজিতে যৌথ ব্যবসায় ধাক্কা খাওয়ার আশঙ্কা। প্রভাবশালী কর্তার সহায়তায় কর্মক্ষেত্রে সঙ্কটমুক্তি। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় সাংসারিক শ্রীবৃদ্ধি। সপ্তাহের আদ্যভাগে শত্রু মোকাবিলার জন্য মানসিক ও আইনি প্রস্তুতি, হৃদযন্ত্রের গোলযোগের দরুন কাজকর্মে ব্যাঘাত। মধ্যভাগে অপ্রিয় সত্যকথায় শত্রু বৃদ্ধি, এমনকী আত্মীয়দেরও বিরাগভাজন হতে পারেন, কৃষিজীবীদের শুভ সময়। অন্তভাগে ভুল বোঝাবুঝিতে প্রেমপ্রণয়ে দুর্যোগের মেঘ, গুরুজনের স্বাস্থ্যসঙ্কটে বহু ব্যয়। কর্কট লগ্নে জাত ব্যক্তির মৌলিক কর্মপরিকল্পনায় ভাগ্যোদয় ও শ্রীবৃদ্ধি। কর্মে সংস্থাগত পরিবর্তনের চেষ্টা সফল হতে পারে। জমিবাড়ি ক্রয়বিক্রয়ের ব্যবসায় ধাক্কা খাওয়ার আশঙ্কা। নতুন বাহন ক্রয়ের সুযোগ। |
|
|
|
|
সিংহ: বক্তা হিসেবে সভা-সমিতিতে শ্রোতাদের মন জয় করতে পারেন। জমি ক্রয়বিক্রয়ে বহু লাভ। সন্তানের লেখাপড়ায় আগ্রহ ও ফলাফল সন্তোষজনক।
সপ্তাহের আদ্যভাগে সম্পত্তি নিয়ে বিবাদে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি, আইনজীবীদের শুভ সময়। প্রিয়জনের কর্মপ্রাপ্তিতে আনন্দ। মধ্যভাগে মন ও বুদ্ধির
অস্থিরতায় কর্মপরিকল্পনা ব্যাহত, বন্ধুর প্রতারণায় মানসিক আঘাত, লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ। অন্তভাগে গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্য, উচ্চতর
বিদ্যার্জন
ও গবেষণার বিলম্বিত সুযোগ। সিংহ লগ্নে জাত ব্যক্তির কল্যাণকাজে খ্যাতি ও সামাজিক প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি।
উদ্যম ও অধ্যবসায়ের সুবাদে পদোন্নতি। কিডনি বা লিভারের জটিলতায় দুর্ভোগ। |
|
|
|
কন্যা: অর্থের অপচয় বা অপব্যয় নিয়ন্ত্রণে জোর দেওয়া দরকার। উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ না-করলে পস্তাতে হতে পারে। সমাজ উন্নয়ন ও কল্যাণমূলক কাজের সুবাদে প্রতিপত্তি বৃদ্ধি। সপ্তাহের আদ্যভাগে অযৌক্তিক উচ্চাভিলাষ শুধু কষ্টই বাড়িয়ে দেবে, দীর্ঘ চিকিৎসায় গুরুজনের দেহারোগ্যে স্বস্তি। মধ্যভাগে আপস-আলোচনায় বৈষয়িক সমস্যার সমাধান, কর্মব্যস্ততায় স্বজনবান্ধবের প্রতি কর্তব্য পালন করতে না-পেরে আত্মগ্লানি। অন্তভাগে বিকল্প কর্মপ্রচেষ্টায় ভাগ্যোদয়, বাহন ক্রয়ের যোগ। কন্যা লগ্নে জাত ব্যক্তির মধুর বাক্য ও সংযত আচরণের জন্য পরিচিত মহলে খ্যাতি বৃদ্ধি। কোনও মহিলার দুরভিসন্ধি আঁচ করতে না-পারায় অর্থক্ষতি ও মানহানির আশঙ্কা। দূরভ্রমণের পরিকল্পনায় ব্যাঘাত। |
|
|
|
তুলা: কর্মে বহুব্যস্ততা ও ক্লেশসাধ্য উপার্জন। প্রিয়জনের কর্মসমস্যা নিয়ে উদ্বেগ। প্রেমপ্রণয় ঘিরে জটিলতা কর্মপরিকল্পনার বাধা হয়ে দাঁড়াতে পারে। সপ্তাহের আদ্যভাগে বন্ধুর কারসাজিতে প্রতারিত হওয়ার আশঙ্কা, বিভিন্ন শারীরিক সমস্যায় কাজকর্মে ব্যাঘাত। মধ্যভাগে আয় ও ব্যয়ের মধ্যে সমতার অভাবে ঋণ বৃদ্ধির আশঙ্কা, বিদ্যার্থী ও গবেষকদের পক্ষে শুভ সময়, হস্তশিল্পে নৈপুণ্যের স্বীকৃতি। অন্তভাগে শেয়ার বাজারে বিনিয়োগ বৃদ্ধিতে সাফল্য, সুচিকিৎসায় প্রিয়জনের দ্রুত দেহারোগ্য। তুলা লগ্নে জাত ব্যক্তির পৈতৃক সম্পত্তির মালিকানা নিয়ে জটিলতা। উচ্চশিক্ষায় সাফল্যের সূত্রে একাধিক কর্মসংস্থানের সম্ভাবনা। কর্কশ বাক্যের জন্য প্রিয়জনেরাও দূরে সরে যেতে পারেন। |
|
|
|
বৃশ্চিক: বুদ্ধিবিভ্রম বা মানসিক অস্থিরতায় কর্মক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। আপস-আলোচনায় বৈষয়িক সমস্যা মেটানোর চেষ্টা সফল হতে পারে। শ্লেষ্মা বৃদ্ধি ও শ্বাসযন্ত্রের দুর্বলতায় দুর্ভোগ। সপ্তাহের আদ্যভাগে প্রিয়জনের আপত্তিকর কাজকর্মে অশান্তি, নৃত্যনাটকাদির চর্চায় ব্যুৎপত্তি। মধ্যভাগে গুণী ও সজ্জন ব্যক্তির প্রেরণায় মহৎকাজে যোগদান, খেলাধুলায় নৈপুণ্য ও স্বীকৃতি। অন্তভাগে অহেতুক বিবাদবিতর্ক বা মামলা-মকদ্দমায় জড়িয়ে পড়ার আশঙ্কা, উপার্জনের বিকল্প খোঁজ মিলতে পারে। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির সৃষ্টিশীল প্রতিভার বিকাশ। কোনও কষ্টসাধ্য কাজে সাফল্যের যোগ। কর্মসূত্রে ভিন্ রাজ্যে সফরের সুযোগ। পাকাশয়ের পীড়ায় দুর্ভোগ। |
|
|
ধনু: আমদানি-রফতানি ব্যবসায় বাড়তি বিনিয়োগে সাফল্যের যোগ। সম্পত্তির সুরক্ষায় আইনজ্ঞের পরামর্শ প্রয়োজন। উচ্চশিক্ষা ও গবেষণায় কৃতিত্ব। সপ্তাহের আদ্যভাগে বৃত্তিগত প্রশিক্ষণ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য সূত্রে বিকল্প কর্ম প্রাপ্তির যোগ, স্নায়ুপীড়ায় দুর্ভোগ, মধ্যভাগে বেদ ধর্মশাস্ত্র ও দর্শনশাস্ত্রের চর্চায় আত্মিক অগ্রগতি, বাবা বা মায়ের বার্ধক্যজনিত পীড়ার প্রকোপ বৃদ্ধিতে দুশ্চিন্তা। অন্তভাগে বন্ধুগৃহে ধর্মীয় অনুষ্ঠানে বাদানুবাদের জেরে বিড়ম্বনা, নিম্নাঙ্গের পীড়া ভোগাবে। ধনু লগ্নে জাত ব্যক্তির সৃষ্টিশীল কাজে সাফল্য। ব্যবসায় আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভাল। গৃহ সংস্কার ও নতুন ভাবে নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। |
|
|
|
মকর: দুঃসাহস বা হঠকারিতায় বিপত্তির আশঙ্কা। মাতৃকুল বা শ্বশুরকুল সূত্রে প্রাপ্তিযোগ। আংশিক ঋণশোধে স্বস্তি। খেলাখুলায় উন্নতি ও স্বীকৃতি। সপ্তাহের আদ্যভাগে প্রেমপ্রণয়ে আকস্মিক বাধায় মানসিক স্থিতি নষ্ট, স্নায়বিক পীড়া চিন্তার কারণ হয়ে উঠতে পারে। মধ্যভাগে প্রিয় বন্ধুর অনৈতিক কাজকর্মের জন্য বিচ্ছেদের আশঙ্কা, বিভিন্ন কারণে অতিরিক্ত খরচের জন্য ঋণশোধে বাধা। অন্তভাগে আলস্য বা উদাসীনতায় শুভ যোগ বিকল হওয়া আশঙ্কা, শিক্ষকতার কাজে যুক্ত ব্যক্তিদের শুভ সময়। মকর লগ্নে জাত ব্যক্তির মৌলিক চিন্তা ও পরিকল্পনায় কর্মে উন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি। কল্যাণকাজে শ্রম ও অর্থদান। সপরিবার দূরভ্রমণের পরিকল্পনা। |
|
|
|
কুম্ভ: স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টায় পারিবারিক জট কাটিয়ে পরিস্থিতির উন্নতি। গুরুজনের সঙ্গে মতান্তরে মানসিক ক্লেশ। পড়ে গিয়ে বা বাহন-দুর্ঘটনায় অস্থিভঙ্গ বা রক্তপাতের আশঙ্কা। সপ্তাহের আদ্যভাগে সহৃদয় ব্যক্তির সহায়তায় ভাগ্যোদয়ের যোগ, মাতৃকুলের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। মধ্যভাগে গুণী ব্যক্তির সান্নিধ্যে আত্মিক উন্নতি, স্থপতি ও প্রযুক্তিবিদদের শুভ সময়। অন্তভাগে বিকল্প কর্মপরিকল্পনা সফল হতে পারে, নিম্নাঙ্গের পীড়া ভোগাবে। কুম্ভ লগ্নে জাত ব্যক্তির শেয়ারে আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভাল। সৃষ্টিশীল কাজে সাফল্য। আত্মীয়স্বজনের ব্যবহারে নৈরাশ্য। মামলায় অনুকূল ফলের সুবাদে সম্পত্তি মালিকানা ও দখল পেতে পারেন। |
|
|
|
|
মীন: অপ্রাপ্তির বেদনায় নিত্যকর্তব্যে অমনোযোগ আত্মধিক্কারের কারণ হতে পারে। বিমা বা শেয়ার সূত্রে লাভ। পারিবারিক অনুষ্ঠানে স্বজনবান্ধবের মনোমালিন্যে রসভঙ্গ।
আইনজ্ঞ গুরুজনের পরামর্শে সম্পত্তি সমস্যার সমাধান মিলতে পারে। সপ্তাহের আদ্যভাগে বাড়তি আয়ের সূত্রে সম্পত্তি ক্রয়ের সুযোগ, শত্রুর মোকাবিলায় বন্ধুর সহায়তা।
মধ্যভাগে সন্দেহবাতিকের জন্য সংসারে অশান্তি, শ্লেষ্মা বৃদ্ধি ও শ্বাসকাশাদির প্রকোপে দুর্ভোগ। অন্তভাগে উচ্চশিক্ষা ও বিজ্ঞান বিষয়ক গবেষণায় উন্নতি, বাক্যে ও আচরণে
সংযমের অভাবে বিড়ম্বনা, মীন লগ্নে জাত ব্যক্তির পৈতৃক ব্যবসা সম্প্রসারণের জন্য বাড়তি বিনিয়োগ ও সাফল্য। শাস্ত্র অধ্যয়ন ও
অনুধ্যানে আত্মিক উন্নতি। সৃষ্টিশীল কাজে সাময়িক খরা কেটে যেতে পারে। |
|
|
সব্যসাচী |
[ভারতীয় রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ অ্যালমানাক ও এফিমেরিস অনুযায়ী লিখিত] |
|
|
|
|
|
|
|
|
|
|
|