বিপর্যয় কেন,
চিনেও প্রশ্নের
মুখে সিপিএম |
সন্দীপন চক্রবর্তী, কলকাতা: ভারতে বামপন্থীরা কোণঠাসা হয়ে পড়ছেন কেন, এ বার বিদেশ-বিভুঁইয়ে সেই প্রশ্নের মুখোমুখি হতে হল সিপিএমকে! তা-ও কমিউনিস্ট বিপ্লবের পীঠস্থান চিনেই!
দীর্ঘ ৩৪ বছর পরে পশ্চিমবঙ্গে বাম দুর্গের যে পতন ঘটেছে, বিলক্ষণ জানেন চিনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) নেতৃত্ব। ভারতের সিপিএমকে হাতের কাছে পেয়ে সরাসরি তাদের কাছেই চিনা নেতারা জানতে চেয়েছেন, এমন বিপর্যয়ের কারণ। সিপিএম নেতৃত্ব আর কী করবেন? অগত্যা তাঁরা তাঁদের কেন্দ্রীয় কমিটির বিশ্লেষণের কথাই বেজিংয়ে বসে শুনিয়ে এসেছেন। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পরিবহণ ধর্মঘটের পরে ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই বাস-মালিকদের সমস্যা মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। ভাড়া বৃদ্ধি-সহ মালিকদের চার দফা দাবি নিয়ে শুক্রবার মহাকরণে বৈঠকে বসেন পরিবহণমন্ত্রী সুব্রত বক্সী। তিনি সেই বৈঠকে জানিয়ে দেন, এখনই ভাড়া বাড়ানো সম্ভব নয়। তবে বাস-মালিকদের বিভিন্ন দাবি বিবেচনা করবে সরকার। এ দিন বিকেলে বাস-মালিকদের দু’টি সংগঠনের তিন প্রতিনিধির সঙ্গে প্রায় দু’ঘণ্টা ধরে কথা বলেন পরিবহণমন্ত্রী। |
ভাড়া বাড়ছে না তবে
মন্ত্রীর কথায় আশ্বস্ত
বাস-মালিকেরা |
|
ভূমি ট্রাইব্যুনাল নিয়ে
রাজ্য যাচ্ছে সুপ্রিম কোর্টে |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যের ল্যান্ড বা ভূমি ট্রাইব্যুনাল অসাংবিধানিক বলে কলকাতা হাইকোর্ট রায় দেওয়ায় ওই ট্রাইব্যুনালের অস্তিত্ব সঙ্কটের মুখে তো বটেই। সেই সঙ্গে এ-পর্যন্ত ভূমি ট্রাইব্যুনালের দেওয়া বিভিন্ন রায়ের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। এই অবস্থায় ওই ট্রাইব্যুনাল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করছে রাজ্য সরকার।
রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক শুক্রবার জানান, হাইকোর্টের ওই রায়ের প্রতিলিপি তাঁরা হাতে পেয়েছেন। রায় অনুযায়ী ভূমি ট্রাইব্যুনাল বন্ধ করে দেওয়া হবে। |
|
৩ নেতাকে মুক্তি দিলে কথা,
ধন্দ মাওবাদীদের নয়া প্রস্তাবে |
পুণেতে কিশোরী-উদ্ধার,
জনমত চান গুরুদাস |
|
ক্ষুদ্রশিল্পে ঢালাও বকেয়া ভর্তুকি নিয়ে বিপাকে সরকার |
|
টুকরো খবর |
|
|