l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
ডিএমের পরিদর্শনের পরে ভোলবদল খাদ্য দফতরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
অনিয়মই যেন নিয়ম হয়ে উঠেছিল। কর্মী-অফিসারেরা যখন ইচ্ছে অফিসে আসতেন। আবার যখন খুশি চলে যেতেন। হাজিরাখাতায় প্রভাব পড়ত না। কিন্তু এক ধাক্কাতেই সেই রুটিন বদলে গেল। বরাবরের নিয়মটাই নতুন করে চালু হল। আর তা হল জেলাশাসকের পরিদর্শনের জেরে। এক বুধবার থেকে পরের বুধবার--সাত দিনেই ভোল পাল্টে গেল পশ্চিম মেদিনীপুর জেলা খাদ্য ও সরবরাহ দফতরে। ১৫ জুন, বুধবার সকাল সাড়ে ১০টায় কাউকে কিছু না জানিয়ে হঠাৎই জেলা খাদ্য ও সরবরাহ দফতর পরিদর্শনে যান জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত। গিয়ে দেখেন, বেশিরভাগ চেয়ারই ফাঁকা। নেই আধিকারিকেরাও। মাত্র হাতে গোনা কয়েক জন কর্মী। জেলাশাসক অসন্তোষ চেপে রাখেননি।
বিস্তারিত...
দুই মহিলার কান্না দেখে থানায় ছুটলেন স্বয়ং মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
এতদিন দোরে দোরে অনেক ঘুরেছেন দুই মহিলা। কিন্তু কেউ তাঁদের কথা কানে তোলেননি। বুধবার সাতসকালে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে দু’জনেই কান্নায় ভেঙে পড়লেন। গৌতমবাবু তাঁদের কথা শুধু শুনলেনই না, ঘরের পোশাক পরেই তাঁদের নিয়ে ছুটলেন থানায়। সেখানে প্রকাশ্যে পুলিশকে বললেন, “দলতন্ত্র অনেক হয়েছে। এ বার নিরপেক্ষ ভাবে কাজ করুন।” ভক্তিনগর থানার পুলিশ সাতসকালে মন্ত্রীকে দেখে হতভম্ব। অবাক ওই দুই মহিলাও। তাঁদের বিশ্বাসই হচ্ছে না, সরকারি গাড়ি চড়ে তাঁরা মন্ত্রীর সঙ্গে থানায় এসেছেন। মন্ত্রীর কথা শুনে তাঁদের অভিযোগও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দু’জনের নাম গায়ত্রী সাউ ও মিনতি বর্মন। গায়ত্রীদেবীর জমি জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। মিনতিদেবীর অভিযোগ, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। কিন্তু তদন্ত হচ্ছে না।
বিস্তারিত...
উপাচার্যের বিরুদ্ধে মামলার হুমকি অশোকের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাভ বসু মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। বুধবার শিলিগুড়িতে দলের সদর দফতরে বসে তিনি এই মামলা করার সিদ্ধান্তের কথা জানান। দার্জিলিং জেলা সিপিএমও এ ব্যাপারে অশোকবাবুর পাশে থাকবে বলে জানিয়ে দেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি আড়াল করতে অশোকবাবু এবং তাঁর দল সিপিএম ‘সক্রিয়’ বলে গত শনিবারই অভিযোগ করেছিলেন উপাচার্য। এ দিন অশোকবাবু বলেন, “উপাচার্যের পদে থেকে, বিশ্ববিদ্যালয় চত্বরে সরকারি বাসভবনে বসে তিনি আমার এবং দলের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিস্তারিত...
যথাযথ পুনর্বাসন চেয়ে
পাণ্ডবেশ্বরে সূর্যকান্ত-নিরুপম
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর
ইসিএলের শোনপুর বাজারি প্রকল্পের কাজে আর সরাসরি বাধা দেওয়া হল না। কিন্তু কয়লা খনির জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে যথার্থ পুনর্বাসনের দাবিতে আন্দোলন চলবে বলে বুধবার পাণ্ডবেশ্বরে গিয়ে জানিয়ে এলেন সূর্যকান্ত মিশ্র ও নিরুপম সেন-সহ তাবড় সিপিএম নেতারা। যে সরকার সিঙ্গুরে ‘অনিচ্ছুক’ চাষিদের জমি ফিরিয়ে দেওয়ার কথা বলছে, তাদেরই পুলিশ কেন অন্যত্র ‘জমি আন্দোলনে’ লাঠি চালাল, সেই প্রশ্নও উঠেছে। বর্ধমানের খনি অঞ্চলে ওই প্রকল্পে বাধা দিতে গিয়ে মঙ্গলবার হাঁসডিহায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর লাঠির মুখে পড়েন সিপিএম তথা সিটু নেতা-কর্মীরা। পাণ্ডবেশ্বরের বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ও জখম হন। কিন্তু এর প্রতিবাদে এ দিন রানিগঞ্জ, পাণ্ডবেশ্বর ও জামুড়িয়ায় বামফ্রন্টের ডাকা বন্ধ তেমন প্রভাব ফেলতে পারেনি।
বিস্তারিত...
বাঁধ ভাঙার আতঙ্কে রাত জাগছে কাটোয়ার দুই গ্রাম
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
এখনও বছর ঘোরেনি। তার আগেই কোটি টাকা দিয়ে সংস্কার হওয়া দাঁইহাটে ভাগীরথীর উপরে তৈরি বাঁধের অস্তিত্ব সঙ্কটে। ভাগীরথীর উপরে থাকা এই বাঁধটি দুর্বল থাকায় প্রতিবছর জল বাড়লেই বাঁধ ভাঙার সম্ভাবনা দেখা দেয়। স্থানীয় মানুষ থেকে সেচ দফতরের লোকজন রাত জেগে কোনওরকমে ‘ঠেকা’ দেওয়ার ব্যবস্থা করে। বর্ষাও চলে যায়। মানুষও আর এ নিয়ে কোনও কথা বলেন না। বেশ কয়েক বছর ধরে এমনই চলছিল। গোল বাধল ২০০৮-এ। দাঁইহাট ও অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের চরসাহাপুর গ্রামের সংযোগস্থলে বাঁধ ভেঙে ভাগীরথীর জল ঢুকতে লাগল। খবর পেয়ে ঘটনাস্থলে যান বর্ধমান দামোদর ক্যানাল ডিভিশনের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার অশোক ভট্টাচার্য। তাঁর নির্দেশে তৈরি হল রিং বাঁধ। ওই বছরই সেচ দফতর বাঁধটি সংস্কারের সিদ্ধান্ত নেয়। ২০০৯-এ জমি অধিগ্রহণ করে ৫ মিটার চওড়া ও ১২ মিটার উঁচু করে বাঁধটি সংস্কার করা হয়।
বিস্তারিত...
পাচারকারী খুঁজে দিতে
পুরস্কারের ‘টোপ’, ক্ষুব্ধ সীমান্ত
নিজস্ব সংবাদদাতা • শিকারপুর
‘এলাকায় পাচারের খবর পেলে আমাদের জানান। আপনার নাম গোপন রাখা হবে। খবর পাকা হলেই পাবেন নগদ ১০ হাজার।’ গত কয়েকদিন ধরে সকাল-বিকেল মুরুটিয়ার সীমান্তবর্তী গ্রামগুলিতে মাইক নিয়ে এমনই প্রচার চালাচ্ছে বিএসএফ। গ্রামবাসীদের পুরস্কারের ‘টোপ’ দিয়ে পাচার বন্ধের এই উধ্যোগে অবশ্য সাড়া মেলেনি। মিলবে কী করে? তাঁরা বলচেন, “কোনটা আগে বলুন তো, জীবন না দশ হাজার টাকা?” শিকারপুরের এক বাসিন্দার কথায়, “টাকার লোভ দেখিয়ে মানুষকে এ ভাবে ব্যবহার করা ঠিক নয়। চরবৃত্তির জন্য গ্রামের কারও প্রাণ গেলে তার দায় কে নেবে? তা হলে বিএসএফ জওয়ানেরা আছেন কী করতে?” গত কয়েক বছরে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাপাচার কমেছে। তবে তা যে বন্ধ হয়ে গিয়েছে এমন দাবি করা যায় না। বরং তারা বদলে ফেলেছে পাচারের ধরণ। তারকাঁটার বেড়া দেওয়ায় গরু পাচার অনেকটাই নিয়ন্ত্রণে।
বিস্তারিত...
মিড-ডে মিল না পাওয়ায় স্কুলে বিক্ষোভ পড়ুয়াদের
নিজস্ব সংবাদদাতা• বিষ্ণুপুর
প্রধান শিক্ষক অনুপস্থিত। তাই তিন দিন ধরে বন্ধ মিড-ডে মিল। বুধবার প্রধান শিক্ষক স্কুলে আসতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। বিক্ষোভের জেরে দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ থাকল পড়াশোনা। স্কুল পরিচালন সমিতির কর্তারা এসে পড়ুয়াদের বোঝানোর পরে শুরু হয় ‘ক্লাস’। ঘটনাটি বিষ্ণুপুর মিশন হাইস্কুলে ঘটেছে। স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের মিড-ডে মিল দেওয়া হয়। ওই তিন শ্রেণি মিলিয়ে স্কুলে প্রায় তিনশো পড়ুয়া। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের পক্ষে অষ্টম শ্রেণির রাহুল দে, শিল্পী কর ও সপ্তম শ্রেণির রথীন মণ্ডল, পঞ্চম শ্রেণির পায়েল দে-র অভিযোগ, “প্রধান শিক্ষক না আসায় স্কুলে মিড-ডে মিল বন্ধ। ফলে বাড়িতে খেয়ে না আসা আমাদের অনেক সহপাঠীদের সারা দিন অভুক্ত থাকতে হচ্ছে। এর প্রতিবাদেই আমরা আন্দোলনে নেমেছি।” ঘটনাচক্রে এ দিন সকাল ১১টায় স্কুলেই পরিচালন সমিতির বৈঠক ছিল।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
শিক্ষক-হীন
শহরের ১৩ স্কুল
নদীচরের জমি দখল
নিয়ে সংঘর্ষের আশঙ্কা
দক্ষিণবঙ্গ
জম্বুদ্বীপের কাছে ট্রলার ডুবে মৃত ১, উদ্ধার ৯ মৎস্যজীবী
সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুতি চলছে আরামবাগে
বর্ধমান
জোড়া খুনে
ধৃত সিপিএমের ২
নাকের ডগাতেই চলছে
কুকর্ম, নির্বিকার পুলিশ
পুরুলিয়া
বিপিএল কার্ডের
দাবি, অবরোধ
খড়ের আকাল,
বিপাকে বাসিন্দারা
মুর্শিদাবাদ
নেই-রাজ্যেই
পড়ে কলিঙ্গ গ্রাম
বাস চলাচল
বন্ধ বেথুয়ায
মেদিনীপুর
রূপরেখা তৈরির নির্দেশ
মন্ত্রীর জঙ্গলমহলের
উন্নয়নে পরিকল্পনা
রেল হকারদের অবস্থান
কলকাতা
৩১.৬/২৬.৭
আজকের দিনে
•
১৯৭৬:
ফরাসি ফুটবলার
প্যাট্রিক ভিয়েরার জন্ম।
•
১৯৮০:
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার
রামনরেশ সারওয়ানের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
পাক্ষিক
পয়লা বৈশাখে বাঙালির পাতে কী কী পড়বে তা নিয়ে প্রচুর রেসিপি পৌঁছেছিল। বড় দীর্ঘ সে লিস্টি
থেকে উপকরণ ও প্রণালীর মাপকাঠিতে প্রকাশ করা হয়েছিল কিছু সেরা রেসিপি। স্বাদের বিচারে
সেরার সেরা কোনটি? তা ঠিক করেছেন আপনারা। মাঝ-মাসে ‘হট শেফ’ প্রতিযোগিতার
ফলাফল-সহ রয়েছে আপনার রান্নাঘরে আরও রেসিপির সন্ধান। সঙ্গে সংবাদের হাওয়াবদল।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.